ইন্টারনেট
April 25, 2021

ইন্টারনেট কি?
উত্তর: ইন্টারনেট হচ্ছে বৈশ্বিক জাল। যা বিশ্বজুড়ে বিস্তৃত ও পরস্পরের সাথে যুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।
ইন্টারনেটের পূর্ণরূপ কি?
উত্তর: Interconnected Network.
ইন্টারনেটের জনক কে?
উত্তর: ভিনটন জি কার্ফ।
বিশ্বে ইন্টারনেট চালু হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালে।
বাংলাদেশে ইন্টারনেট চালু করা হয় কত সালে?
উত্তর: ১৯৯৬ সালে।
পশ্চিমা বিশ্বে ইন্টারনেট জনপ্রিয়তা লাভ করে কখন?
উত্তর: ১৯৯০ এর মাঝামাঝি থেকে পরবর্তি সময়।
ইন্টারনেট ব্যবহার করা হয় কেন?
উত্তর: ডাটা আদান – প্রদানের জন্য।
ইন্টারনেটে ডাটা আদান – প্রদান করা হয় কিভাবে?
উত্তর: ইন্টারনেট প্রোটোকল (IP) নামক এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে।
ইন্টারনেট সার্চ ইঞ্জিন জনক কে?
উত্তর: এলান এমটাজ
WWW কি?
উত্তর: World Wide Web.
WWW এর জনক কে?
উত্তর: টিম বার্নস লি।
Internet Corporation For Assigned Names And Number – ICANN প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮ সেপ্টেম্বর, ১৯৮৮ সালে।
ICANN এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
ইন্টারনেট জগতের প্রথম ডোমেনের নাম কি?
উত্তর: ডট কম।
ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ১ম চীন, ২য় মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্বে প্রথম ইন্টারনেট নেটোয়ার্কিং এর নাম কি?
উত্তর: ARPANET ( Advanced Research Projects Agency Network).
সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তর: গুগল।
সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?
উত্তর: ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি।
ওয়েব ব্রাউজার কি?
উত্তর: ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়ার যার সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীরা যেকোনো ওয়েব পেইজ, ছবি বা অন্য কিছু অনুসন্ধান ও ডাউনলোড করতে পারে।