ফেসবুক

facebook

১। ফেসবুক কি?
উত্তর: সামাজিক যোগাযোগ মাধ্যম।

২। ফেসবুক কত সালে যাত্রা শুরু করে?
বা
ফেসবুক কত সালে আবিষ্কার হয়?
বা 
ফেসবুক কত সালে চালু হয়?
উত্তর: ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী।

৩। ফেসবুকের মালিক কে?
উত্তর: ফেসবুক ইনক. কোম্পানি।

৪। ফেসবুকের জনক কে?
বা
ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মার্ক জাকারবার্গ, এডোয়ার্ডো স্যাভেরিন, এন্ড্রু ম্যককলাম, ডাস্টিন মস্কোভিটজ, ক্রিজ হিউজেস। 

৫। ফেসবুকের নামকরণ করা হয় কিভাবে?
উত্তর: শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে।

৬। ফেসবুকের সদর দপ্তর কোথায়?
উত্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।

৭। ফেসবুকের সিইও কে?
বা 
ফেসবুকের চেয়ারম্যন কে?
উত্তর: মার্র জাকারবার্গ।

৮। ফেসবুকে মোট কর্মচারীর সংখ্যা কত?
উত্তর: ২৫,১০৫ জন। (৩১ ডিসেম্বর, ২০১৭)

৯। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর: ১.৮৬ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা। 

১০। ফেসবুকে কোন প্রোগ্রামিং ভাষায় লেখা?
উত্তর: C++ ও PHP.

১১। ফেসবুক কোন ধরনের যোগাযোগ?
উত্তর: ইন্টারনেট নির্ভর সামাজিক যোগাযোগ।

১২। ফেসবুকের মূলধন কত?
উত্তর: ২১২ বিলিয়ন মার্কিন ডলার। 

১৩। ফেসবুক কোন কোন দেশে বন্ধ করা হয়েছে? (স্থায়ী ও অস্থায়ী ভাবে।)
উত্তর: চীন, উত্তর কোরিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, উজবেকিস্থান, সিরিয়া।

১৪। তথ্য চুরির ঘটনায় ফেসবুক বিতর্কে জরিয়ে পরে কখন?
উত্তর: ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়। হামলাকারীরা ফেসবুকের "ভিউ এজ" ফিচারটি ব্যবহার করে হামলা করে। এই তথ্য চুরির পর ফেসবুকের শেয়ার ৩ শতাংশ কমে যায়।

১৫। ফেসবুক অধীনস্থ কোম্পানি গুলো কি কি?
উত্তর: ইন্সটাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসএপ, ওকুলাস ভিআর।

১৬। ফেসবুক কতটি ভাষায় পরিসেবা প্রধান করে?
উত্তর: ১৪০ টি।

১৭।ফেসবুক তৈরির সময় মার্ক জুকারবার্গ ও তার সহযোগীরা কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিল?
উত্তর: হার্ভাড বিশ্ববিদ্যালয়।

১৮। ফেসবুকে মার্ক জাকার্বাগের শেয়ারের পরিমান কত?
উত্তর: ২৮% । 

১৯। ফেসবুকের আয়ের প্রধান উৎস কি?
উত্তর: বিজ্ঞাপন।

২০। ফেসবুকের সেবা সমূহ কি কি?
উত্তর: বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ, স্ট্যটাস ভাগ, মতামত প্রেরণ ইত্যাদি।

২১। ফেসবুকের ডোমেন কোনটি?
উত্তর: www.facebook.com, www.fb.com