সিন্ধু সভ্যতা
April 25, 2021
1
![]() |
সিন্ধু সভ্যতার মানচিত্র। |
উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: সিন্ধু সভ্যতা।
সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল?
উত্তর: ব্রোঞ্জ যুগের সভ্যতা।
সিন্ধু সভ্যতার অপর নাম কি?
উত্তর: হড়প্পা সভ্যতা।
সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কবে?
উত্তর: সাড়ে চার হাজার বছর পূর্বে।
সিন্ধু সভ্যতার সময় কাল কত?
উত্তর: ২৫০০-১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত।
সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কোন নদের তীরে?
বা
সিন্ধু সভ্যতা কোন নদের তীরে অবস্থিত?
উত্তর: সিন্ধু নদের।
সিন্ধু নদ কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তান।
বর্তমানের কোন কোন অঞ্চল নিয়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: পাকিস্তান, ভারতের পশ্চিমের কিছু রাজ্য, দক্ষিণ-পূর্ব আফগানিস্তান, ইরানের বালোচিস্তান ইত্যাদি এই অঞ্চলের অন্তভূক্ত ছিল।
সিন্ধু সভ্যতায় গড়ে উঠা গুরুত্বপূর্ণ দুটি নগরী হলো?
উত্তর: মহেঞ্জোদা ও হড়প্পা।
পূর্ববর্ধিত সময়কালে সিন্ধু সভ্যতা কি নামে পরিচিত ছিল?
উত্তর: হড়প্পা সভ্যতা নামে।
হড়প্পা সিলমোহর প্রধান করেন কে?
উত্তর: আলেকজান্ডার কার্নিংহাম।
হড়প্পা সিলমোহর প্রধান করা হয় কত সালে?
উত্তর: ১৮৭২-১৯৭৫।
সিন্ধু সভ্যতাম মূল কেন্দ্র ছিল?
উত্তর: পাকিস্তান।
সিন্ধু নামটি কোন পরিভাষার শব্দ?
উত্তর: সংস্কৃত।
সিন্ধু সভ্যতা পতনের কারণ কি?
উত্তর: আর্য সম্প্রদায়ের আক্রমন, প্রতিকূল জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, ভূ-কম্পের ফলে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন ইত্যাদি সিন্ধু সভ্যতা পতনের অন্যতম কারণ।
সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন?
উত্তর: বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯২২ সালে।