যুক্তরাজ্য

যুক্তরাজ্য
যুক্তরাজ্যের গঠন।

যুক্তরাজ্যের ইংরেজি নাম কি?
উত্তর: United Kingdom

যুক্তরাজ্যের পতাকার নাম কি?
উত্তর: ইউনিয়ন জ্যাক।

যুক্তরাজ্য কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: ইউরোপ মহাদেশে।

যুক্তরাজ্যের অবস্থান কোথায়?
উত্তর: ইউরোপীয় মূল ভূখণ্ডের উত্তর-পশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত।

যুক্তরাজ্যের আয়তন কত?
উত্তর: ৯৬, ৬২৮ মাইল বা ১, ৪২, ৪৯৫ বর্গ কি.মি।

যুক্তরাজ্যের জনসংখ্যা কত?
উত্তর: ৬৪, ৭১৬, ০০০ জন। (২০১৫)

যুক্তরাজ্যের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: ২২৫.৬ বর্গ কি.মি বা ৬৬১.৯ বর্গ মাইল

যুক্তরাজ্যের জাতীয় প্রতীক কি?
উত্তর: গোলাপ।

যুক্তরাজ্য কতটি সাংবিধানিক রাষ্ট্র নিয়ে গঠিত?
বা
যুক্তরাজ্য কতটি রাষ্ট্র নিয়ে গঠিত?
উত্তর: ৪ টি। এগুলো হলো: ইংল্যান্ড, স্কর্টল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড।

যুক্তরাজ্যের জাতীয় সংগীত কোনটি?
উত্তর: গড সেইভ দ্য কুইন।

যুক্তরাজ্যের রাজধানী কোথায়?
উত্তর: লন্ডন।

লন্ডনের ভৌগোলিক অবস্থান কত?
উত্তর: ৫১°৩০′ উত্তর ০°৭′ পশ্চিম।

যুক্তরাজ্যের জাতীয় ভাষা কোনটি?
উত্তর: ইংরেজি – English.

যুক্তরাজ্যের মুদ্রার নাম কি?
উত্তর: পাউন্ড স্টার্লিং। GBP

যুক্তরাজ্যের জনগণের জাতীয়তা কি?
উত্তর: ব্রিটিশ।

যুক্তরাজ্যের রাষ্ট্র ব্যবস্থা কেমন?
উত্তর: সংসদীয় সংবিধানিক রাজতন্ত্র।

যুক্তরাজ্যের রাষ্ট্র প্রধান কে?
উত্তর: রাণী দ্বিতীয় এলিজাবেথ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে?
উত্তর: বরিস জনসন ( Boris Johnson)।

যুক্তরাজ্যের আইন সভার নাম কি?
উত্তর: পার্লামেন্ট।

যুক্তরাজ্যের আইন সভা কত কক্ষ বিশিষ্ট?
উত্তর: দুই কক্ষ বিশিষ্ট।

যুক্তরাজ্য যে দ্বীপপুঞ্জ গুলো নিয়ে গঠিত তার সমন্নিত নাম কি?
উত্তর: গ্রেট ব্রিটেন।

যুক্তরাজ্যের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
উত্তর: ইংল্যান্ড।

আয়তন ও জনসংখ্যার দিক থেকে যুক্তরাজ্যের কোন অংশ সবচেয়ে বড়?
উত্তর: ইংল্যান্ড।

যুক্তরাজ্যের কোন অংশে ইংল্যান্ড অবস্থিত?
উত্তর: দক্ষিণ – পূর্ব অংশে।

যুক্তরাজ্যের কোন অংশে ওয়েলস ও স্কটল্যান্ড অবস্থিত?
উত্তর: পশ্চিমে।

যুক্তরাজ্যের কোন অংশে আয়ারল্যান্ড অবস্থিত?
উত্তর: উত্তর – পূর্বে।

আয়তনের দিক থেকে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহৎতম দ্বীপ কোনটি?
উত্তর: স্কটল্যান্ড।

যুক্তরাজ্যের অর্থনৈতিক আকার কেমন?
উত্তর: ৫ম বৃহৎতম।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে ব্যায় কত?
উত্তর: বিশ্বের ৩য় সর্বোচ্চ।

যুক্তরাজ্য কোন কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য?
উত্তর: জাতিসংঘ, জি-৮, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ অব নেশন্স ইত্যাদি।

যুক্তরাজ্যের পাসপোর্টে বিনা ভিসায় ভ্রমন করা যায় কতটি দেশ?
উত্তর: ১১৯ টি দেশে।

পাসপোর্ট শক্তি সূচকে যুক্তরাজ্যের পাসপোর্টের অবস্থান কত?
উত্তর: ৪র্থ অবস্থান।