সুন্দরবন

সুন্দরবন

১। সুন্দরবনের মোট আয়তন কত?
-১০০০০ বর্গ কি.মি। যার মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে অবস্থিত।

২। সুন্দরবনের মোট আয়তেনের কত ভাগ বাংলাদেশের ?
-৬২ ভাগ।

৩। বাংলাদেশের কতটি জেলায় সুন্দরবন অবস্থিত?
-৫ টি। এগুলো হলো:খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।

৪। বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি?
-সুন্দরবন।

৫। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
-সুন্দরবন।

৬। সুন্দরবনের অপর নাম গুলো কি কি?
-বাদাবন, গরান বন।

৭। পৃথিবীর বৃহত্তম টাইডাল/স্রোতজ বন কোনটি?
-সুন্দরবন।

৮। বাংলাদেশের জাতীয় বন কোনটি?
-সুন্দরবন।

৯। এককভাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
-সুন্দরবন।

১০। সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
-সুন্দরী।

১১। সুন্দরবনে সুন্দরী বৃক্ষের পরিমান কত?
-প্রায় ৭০%।

১২। সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
- ৬ই ডিসেম্বর, ১৯৯৭ সালে।

১৩। সুন্দরবনের তিনটি অভয়ারণ্য হলো:
-কটকা, দক্ষিণ নীলকমল ও পশ্চিম মান্দারবাড়িয়া।

১৪। সুন্দরবন দিবস কবে?
-১৪ই ফেব্রুয়ারি।

১৫। সুন্দরবনের প্রধান দুটি নদী কি কি?
-হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল সুন্দরবনের ভিতরে প্রবাহিত প্রধান দুটি নদী।

১৬। সুন্দরবনের পূর্ব ও পশ্চিমে প্রবাহিত নদী গুলোর নাম কি?
-সুন্দরবনের পূর্বে বালেশ্বর ও পশুর এবং পশ্চিমে রায় মঙ্গল নদী প্রবাহিত হয়েছে ।

১৭। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট ৩ টি হলো?
-হিরণ পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট।

১৮। দেশের ব্যবহৃত কাঠের প্রায় কত ভাগ আসে সুন্দরবন থেকে?
-৬০ ভাগ।

১৯। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত পদ্ধতির নাম কি?
-পাগমার্ক।

২০। সুন্দরবনে বর্তমানে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা কত টি?
-১০৬টি ।

২১। সুন্দরবন থেকে কত কি.মি দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে?
-১৪ কি.মি দূরে।

২২। সুন্দরবন রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় কত সালে?
-১৯৯২ সালের ২১ শে মে।

২৩। পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চল কোন জেলায় অবস্থিত?
-দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ।