বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও জেলার পূর্ব নাম (পুরাতন নাম)।
April 25, 2021

-ইসলামাবাদ।
২।খুলনা অঞ্চলের পূর্ব নাম কি?
-জাহানাবাদ।
৩।সিলেট অঞ্চলের পূর্ব নাম কি?
-শ্রীহট্ট ও জালালাবাদ।
৪।যশোর অঞ্চলের পূর্ব নাম কি?
-খিলাফাতাবাদ।
৫।বাগেরহাট অঞ্চলের পূর্ব নাম কি?
-খলিফাবাদ।
৬।ময়মনসিংহ অঞ্চলের পূর্ব নাম কি?
-নাসিরাবাদ।
৭।ফরিদপুর অঞ্চলের পূর্ব নাম কি?
-ফাতেহাবাদ।
৮।বরিশাল অঞ্চলের পূর্ব নাম কি?
চন্দ্রদ্বীপ।
৯।ঢাকা অঞ্চলের পূর্ব নাম কি?
-জাহাঙ্গীরনগর।
১০।কুষ্টিয়া অঞ্চলের পূর্ব নাম কি?
-নদীয়া।
১১।ফেনী অঞ্চলের পূর্ব নাম কি?
-শমসের নগর।
১২।জামালপুর অঞ্চলের পূর্ব নাম কি?
-সিংহজানী।
১৩।দিনাজপুর অঞ্চলের পূর্ব নাম কি?
-গন্ডোয়ানাল্যান্ড।
১৪।ভোলা অঞ্চলের পূর্ব নাম কি?
-শাহবাজপুর।
১৫।মুন্সিগঞ্জ অঞ্চলের পূর্ব নাম কি?
-বিক্রমপুর।
১৬।গাইবান্ধা অঞ্চলের পূর্ব নাম কি?
-ভবানীগঞ্জ।
১৭।রাজবাড়ী অঞ্চলের পূর্ব নাম কি?
-গোয়ালান্দ।
১৮।মহাস্থানগড় অঞ্চলের পূর্ব নাম কি?
-পুন্ড্রবর্ধন।
১৯।ময়নামতি অঞ্চলের পূর্ব নাম কি?
-রোহিতগিরি।
২০।সোনারগাঁও অঞ্চলের পূর্ব নাম কি?
-সুবর্ণগ্রাম।
২১।ময়নামতির পূর্ব নাম কি?
-রোহিতগিরি।
২২।লালবাগ দূর্গের পূর্ব নাম কি?
-তেহাবাগ দূর্গ।
২৩।নোয়াখালী অঞ্চলের পূর্ব নাম কি?
-সুধারামপুর।
২৪।ময়মনসিংহ অঞ্চলের পূর্ব নাম কি?
-নাসিরাবাদ।
২৫।সাতক্ষীরা অঞ্চলের পূর্ব নাম কি?
-সাতঘরিয়া।
২৬।রাঙামাটি অঞ্চলের পূর্ব নাম কি?
-হরিকেল।
২৭।সেন্ট মার্টিনের পূর্ব নাম কি?
-নারিকেল জিঞ্জিরা।
২৮।নিঝুম দ্বীপের পূর্ব নাম কি?
-বাউলার চর।
২৯।কক্সবাজার অঞ্চলের পূর্ব নাম কি?
-ফালকিং।
৩০।কুমিল্লা অঞ্চলের পূর্ব নাম কি?
-ত্রিপুরা।