বিসিএস ক্যাডার সংখ্যা ও তালিকা
April 25, 2021
বাংলাদেশ সিভিল সার্ভিস গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর পর।
দেশ স্বাধীন হওয়ার পর দেশের সরকার ব্যবস্থা উন্নয়নে কে আইন দ্বারা বাংলাদেশ সিভিল সার্ভিস গঠন করেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ সিভিল সার্ভিস এর মূলনীতি ও পরিচালনা পরিষদের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ কর্ম কমিশন।
সিভিল সার্ভিস কাঠামোকে ১৪ টি ক্যডারে এবং ২২ টি সাব ক্যাডারে পূর্নগঠিত করা হয় কবে?
উত্তরঃ ১৯৮০ সালের ১ সেপ্টেম্বর।
বিসিএস ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে গেজেট জারি করা হয় কবে?
উত্তরঃ ১৩ নভেম্বর, ২০১৮।
বর্তমান বিসিএস ক্যাডার সংখ্যা কত?
উত্তরঃ ২৬ টি।
বর্তমানে বিসিএস সাধারণ ক্যাডারের সংখ্যা কত?
উত্তরঃ ১৪ টি।
বর্তমানে বিসিএস পেশাগত বা কারিগরি ক্যাডারের সংখ্যা কত?
উত্তরঃ ১২ টি।
বিসিএস ক্যাডারের তালিকা:
সাধারণ ক্যাডার:
১. বিসিএস প্রশাসন
২. বিসিএস পুলিশ
৩. বিসিএস নিরিক্ষা ও হিসাব
৪. বিসিএস সমবায়
৫. বিসিএস শুল্ক ও আবগারি
৬. বিসিএস পরিবার পরিকল্পনা
৭. বিসিএস খাদ্য
৮. বিসিএস পররাষ্ট্র
৯. বিসিএস তথ্য
১০. বিসিএস আনসার
১১. বিসিএস ডাক
১২. বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক
১৩. বিসিএস কর
১৪. বিসিএস বাণিজ্য
পেশাগত ক্যাডার:
১৫. বিসিএস সড়ক ও জনপথ
১৬. বিসিএস গণপূর্ত
১৭. বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল
১৮. বিসিএস বন
১৯. বিসিএস স্বাস্থ্য
২০. বিসিএস রেলওয়ে প্রকৌশল
২১. বিসিএস পশুসম্পদ
২২. বিসিএস মৎস্য
২৩. বিসিএস পরিসংখ্যান
২৪. বিসিএস কারিগরি শিক্ষা
২৫. বিসিএস কৃষি
২৬. বিসিএস সাধারণ শিক্ষা
লাস্ট আপডেট: ১২, জানুয়ারি ২০২০