বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
April 25, 2021

১। বাংলাদেশের জাতীয় প্রতীক কোনটি?
উত্তর: উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা৷
২। বাংলাদেশের জাতীয় ভাষা কোনটি?
উত্তর: বাংলা।
৩। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি?
উত্তর: বায়তুল মােকাররম।
৪। বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি?
উত্তর: ঢাকেশ্বরী মন্দির।
৫। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি?
উত্তর: আমার সােনার বাংলা।
৬। বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৭। বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তর: কাঁঠাল।
৮। বাংলাদেশের জাতীয় মাছ কোনটি?
উত্তর: ইলিশ।
৯। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
উত্তর: দোয়েল।
১০। বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।
১১। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তর: কাবাডি ( হা -ডু -ডু )।
১২। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
উত্তর: শাপলা।
১৩। বাংলাদেশের জাতীয় পার্ক কোনটি?
উত্তর: শহীদ জিয়া শিশু পার্ক।
১৪। বাংলাদেশের জাতীয় জাদুঘর কোনটি?
উত্তর: জাতীয় জাদুঘর , শাহবাগ , ঢাকা।
১৫। বাংলাদেশের জাতীয় বন কোনটি?
উত্তর: সুন্দরবন।
১৬। বাংলাদেশ জাতীয় বৃক্ষ কোনটি?
উত্তর: আম গাছ।
১৭। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কোনটি?
উত্তর: জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা।