রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর

১। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ শে বৈশাখ ১২৬৮ (বাংলা) বা ৭ মে ১৮৬১ (ইংরেজি)।

২। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি?
উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি?
উত্তর: সারদা সুন্দরী দেবী।

৪। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি?
উত্তর: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি?
উত্তর: মৃণালিনী দেবী।

৬। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, কলকাতা।

৭। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা-মাতার কততম সন্তান?
উত্তর: চতুর্দশ সন্তান।

৮। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? 
উত্তর: তের বছর বয়সে।

৯। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ ঠাকুর।

১০। ভানুসিংহের পদাবলি কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: বনফুল।

১২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উত্তর: বাল্মীকি প্রতিভা।

১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে উপন্যাসের নাম কি?
উত্তর: বৌ ঠাকুরাণীর হাট।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
বা
বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটি?
উত্তর: ভিখারিনী।

১৫। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কে।

১৬। গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।

১৭। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯১০ সালে।

১৮। গীতাঞ্জলি কাব্য গ্রন্থের ইংরেজি নাম কি?
উত্তর: Song Offerings.

১৯। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
উত্তর: ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

২০। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
উত্তর: গীতাঞ্জলি।

২১। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯১৩ সালে।

২২। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ব্যারিষ্টারি পড়তে ইংল্যান্ড যান?
উত্তর: ১৮৭৮ সালে।

২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি?
উত্তর: ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত, বিচিত্রা, পূরবী, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী, খেয়া, হিন্দুমেলার উপহার, ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য, কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা, ছবি ও গান, বলাকা, সানাই, গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।

২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি?
উত্তর: শেষের কবিতা, চোখের বালি, যোগাযোগ, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।

২৫। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
উত্তর: উপন্যাস।

২৬। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি?
উত্তর: বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।

২৭। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্য গ্রন্থের সংখ্যা কতটি?
উত্তর: ৫২ টি।

২৮। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের সংখ্যা কতটি?
উত্তর: ৩৮ টি।

২৯। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসের সংখ্যা কতটি?
উত্তর: ১৩ টি।

৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পের সংখ্যা কতটি?
উত্তর: ৯৫ টি।

৩১। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের সংখ্যা কতটি?
উত্তর: ১৯১৫ টি।

৩২। গল্পগুচ্ছ কার রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।

৩৩। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
উত্তর: ২ বার।

৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেওয়া হয় কত সালে?
উত্তর: ১৯১৫ সালে।

৩৫। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
উত্তর: ১৯১৯ সালে।

৩৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যু বরণ করেন?
উত্তর: ২২ শে শ্রাবণ ১৩৪৮ (বাংলা) বা ৭ আগষ্ট ১৯৪১ (ইংরেজি)।