সার্চ ইঞ্জিন গুগল
April 25, 2021
![]() |
১। গুগল কি?
উত্তর: গুগল একটি সার্চ ইঞ্জিন।
২। গুগল এলএলসি কি?
বা
গুগল লিমিটেড লায়াবেলিটি কোম্পানি কি?
উত্তর: Google LLC বা গুগল লিমিটেড লায়াবেলিটি কোম্পানি ইন্টারনেটভিত্তিক সেবা ও পণ্যে বিশেষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
৩। গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৯৮ সালে।
৪। গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কত সালে?
উত্তর: ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে।
৫। গুগলের জনক কে?
বা
গুগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ল্যরি পেজ ও সের্গেই বিন।
৬। গুগলের প্রধান নির্বহী কে?
বা
গুগলের সিইও কে?
উত্তর: সুন্দর পিচাই
৭। গুগলের সাবেক প্রধান নির্বাহী কে?
উত্তর: এরিক এমারসন স্মিডট
৮। গুগলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা কে?
উত্তর: রুঠ পোরাট।
৯। গুগলের জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম কোনটি?
উত্তর: ইউটিউব।
১০। গুগলের সদর দপ্তর কোথায়?
উত্তর: গুগলপ্লেক্স, ১৬০০ এম্পিথিয়েটার পার্কওয়ে, মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
১১। গুগলের সদর দপ্তরের নাম কি?
উত্তর: গুগলপ্লেক্স।
১২। গুগলের মূল প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: আলফাবেট ইনকর্পোরেটেড।
১৩। গুগলের মূল প্রতিষ্ঠানের সাবেক নাম কি?
উত্তর: গুগল ইনকর্পোরেটেড।
১৪। গুগলের প্রধান সেবা কোনটি?
উত্তর: গুগল সার্চ ইঞ্জিন।
১৫। গুগলের সেবা গুলো হলো?
বা
গুগলের জনপ্রিয় সেবা গুলো কি কি?
উত্তর: গুগল সার্চ, জিমেইল, গুগল ম্যপ, গুগল আর্থ, ইউটিউব, গুগল ক্রোম, গুগল ক্যলেন্ডার, গুগল ড্রাইব, গুগল ট্রান্সলেট, গুগল ডুও, গুগল কিপ, গুগল ফটোজ, ব্লগার ইত্যাদি।
১৬। গুগলের বাৎসরিক আয় কত?
উত্তর: ১৩৬ বিলিয়ন মার্কিন ডলার।
১৭। গুগলের ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর: মাসিক সক্রিয় ব্যবহারকারী ৫০০ বিলিয়ন।
১৮। গুগলের বাণিজ্যিক অঞ্চল কোথায়?
উত্তর: বিশ্বব্যাপি।
১৯। গুগলের কর্মী সংখ্যা কত?
উত্তর: ৮৫,০৫০ (২০১৮) জন।
২০। গুগলের আয়ের মূল উৎস কি?
উত্তর: বিজ্ঞাপন।
২১। গুগল সার্চ ডোমেন হলো?
উত্তর: www.google.com