এক নজরে মাউন্ট এভারেস্ট
April 19, 2023
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট।
হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত?
উত্তর: নেপাল ও ভারত।
মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
উত্তর: ৮৮৫০ মিটার বা ২৯০৩৫ ফুট।
এভারেস্ট শৃঙ্গ কোথায় অবস্থিত?
উত্তর: নেপাল ও তিব্বতে।
এভারেস্টের নেপালি নাম কি?
উত্তর: সাগরমাতা।
এভারেস্টের তিব্বতি নাম কি?
উত্তর: চেমোলুংমা।
এভারেস্টের চীনা নাম কি?
উত্তর: কোকোল্যাংমা।
প্রথম এভারেস্ট বিজয়ী কে?
উত্তর: এডমন্ড হিলারি (নিউজিল্যান্ড) ও শেরপা তেনজি নোরগো (নেপাল)
হিলারি ও তেনজি কবে এভারেস্ট জয় করেন?
উত্তর: ২৯ মে ১৯৫৩ সালে।
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী কে?
উত্তর: মুসা ইব্রাহিম।
মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন?
উত্তর: ২৩ মে ২০১০ সালে।
বাংলাদেশ কততম এভারেস্ট জয়ী দেশ?
উত্তর: ৬৭ তম।
এপর্যন্ত কতজন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
উত্তর: ৫ জন। ১ম: মুসা ইব্রাহিম (২৩ মে ২০১০); ২য়: এম এ মুহিত (২১ মে ২০১২); ৩য়: নিশাত মজুমদার (১৯ মে ২০১২); ৪র্থ: ওয়াসফিয়া নাজরীন (২৬ মে ২০১২); খালেদ সজল (২০ মে ২০১৩)।
প্রথম বাংলাদেশী নারী হিসেবে কে এভারেস্ট জয় করেন?
উত্তর: নিশাত মজুমদার।
প্রথম বাংলাদেশী হিসেবে কে সেভেন সামিট জয় করেন?
উত্তর: ওয়াসফিয়া নাজরীন।
প্রথম বাঙালি এভারেস্ট জয়ী কে?
উত্তর: সত্যব্রত দাস, ভারত। (১৯ মে ২০০৪)।
প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?
উত্তর: শিপ্রা মজুমদার, ভারত। (২ জুন ২০০৫)।
অক্সিজেন ছাড়া এভারেস্ট বিজয়ী কে?
উত্তর: রেইন হোল্ড(ইতালি) ও পিটার হাবেলার (অস্ট্রিয়া)। (৮ মে ১৯৭৮)
এভারেস্ট বিজয়ী প্রথম নারী কে?
উত্তর: জুনাকো তাবেই। (১৬ মে ১৯৭৫, জাপান)
প্রথম মুসলিম এভারেস্ট বিজয়ী কে?
উত্তর: নাগুহ মাহরুকি, তুরস্ক।(মে,১৯৯৫)
এভারেস্ট বিজয়ী প্রথম প্রতিবন্ধী কে?
উত্তর: টম হুইটেকার।
নোট: টম হুইটেকার কৃত্রিম সংযোজিত পা নিয়ে ২৭ মে ১৯৯৮ সালে এভারেস্ট জয় করেন।
এভারেস্ট বিজয়ী প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী কে?
উত্তর: ওয়েই হেনমার। (২৫ মে ২০০১, যুক্তরাষ্ট্র)।
সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী কে?
উত্তর: জর্ডান রোমেরো। (২২ মে ২০১০, যুক্তরাষ্ট্র)।