বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ ও সমুদ্রসীমা বিজয়

সমুদ্রসীমা | Maritime boundary
বাংলাদেশের মোট সমুদ্রসীমার আয়তন কত?
উত্তর: ১,২১,১১০ বর্গ কিলোমিটার।

বাংলাদেশের সমুদ্রসীমার দৈর্ঘ্য কত?
উত্তর: ৭১১ কি.মি।

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল?
উত্তর: ২০০ নটিক্যাল মাইল।

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল?
উত্তর: ১২ নটিক্যাল মাইল।

বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা কত নটিক্যাল?
উত্তর: ১২ নটিক্যাল মাইল।

বাংলাদেশের সমুদ্র বিজয় কত তারিখে?
উত্তর: প্রথম সমুদ্র বিজয় ১৪ মার্চ, ২০১২ তারিখ মায়ানমারের সাথে এবং দ্বিতীয় সমুদ্র বিজয় ৭ জুলাই, ২০১৪ ভারতের সাথে।

সমুদ্র সীমা বিরোধ নিয়ে বাংলাদেশের সাথে কোন দুটি দেশের বিরোধ চলছিল?
উত্তর: ভারত ও মিয়ানমার।

সমুদ্রসীমা বিরোধ মিমাংসা করতে না পেয়ে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সালিশে নিয়ে যায় কবে?
উত্তর: ৮ অক্টোবর ২০০৯ সালে।

বাংলাদেশ ও মিয়ানমারের সমঝোতার ভিত্তিতে ITLOS এর মাধ্যমে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় কবে?
উত্তর: ১৪ ডিসেম্বর ২০০৯ সালে।

বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয় কবে?
উত্তর: ১৪ মার্চ ২০১২ সালে।

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি-
উত্তর:
  • ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল।
  • ১২ নটিক্যাল মাইল রাষ্ট্রীয় বা আঞ্চলিক সমুদ্র অঞ্চল।
  • একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এর  বর্ধিত মহীসোপানে নিরঙ্কুশ অধিকারের বৈধতা।
  • সমুদ্রবক্ষে তেল-গ্যাসসহ সম্পদ আহরণের অধিকার বিশেষ করে সমুদ্র এলাকায় ১৮ টি ব্লকে বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠা।
  • ITLOS এর রায়ে বলা হয়েছে বাংলাদেশের সমুদ্র সীমার উপকূলের দৈর্ঘ্য আনুপাতিক ৪৪ কিলোমিটার এবং মায়ানমারের সাথে ৫৮৭ কিলোমিটার যার আনুপাতিক হার ১:১.৪২ সে অনুযায়ী সমুদ্র এলাকায় বাংলাদেশের প্রাপ্য ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার।
সমুদ্র বিষয়ক আম্তর্জাতিক ট্রাইব্যুনাল ITLOS গঠিত হয় কবে?
উত্তর: ১৬ নভেম্বর ১৯১৪।

সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ITLOS এর সদর দপ্তর কোথায়?
উত্তর: হামবুর্গ, জার্মান।

সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ITLOS এর পূর্ণরূপ কি?
উত্তর: International Tribunal for The Law of The Sea.

বাংলাদেশ ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
উত্তর: আন্তর্জাতিক স্থায়ী সালিশ আদালত, হেগ, নেদারল্যান্ড।

বাংলাদেশ ভারতের মধ্যে বিরুধ পূর্ণ সমুদ্র এলাকার আয়তন কত?
উত্তর: ২৫, ৬০২ বর্গ কিলোমিটার।

বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধ নিরসনে আন্তর্জাতিক স্থায়ী সালিশী আদালত কতৃক মামলার রায় ঘোষণা করা হয় কবে?
উত্তর: ৭ জুলাই ২০১৪ সালে।

বাংলাদেশ ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিরসনে আদালত কতৃক প্রদত্ত রায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ঘোষণা করে কবে?
উত্তর: ৮ জুলাই, ২০১৪।

বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে ভারত কত বর্গকিলোমিটার পায়?
উত্তর: ৬,১৩৫ বর্গকিলোমিটার।

বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার রায়ে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন দেশ পায়?
উত্তর: ভারত।