বাংলাদেশ
April 26, 2021

বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
বাংলাদেশ কত সালে স্বাধীন হয়?
উত্তর: ১৯৭১ সালে ।
বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে।
বাংলাদেশে স্বাধীনতা দিবস কবে?
উত্তর: ২৬ মার্চ।
বাংলাদেশে বিজয় দিবস কবে?
উত্তর: ১৬ ডিসেম্বর।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তর: ২১ শে ফেব্রুয়ারি।
বাংলাদেশের নামকরণ করা হয় কখন?
উত্তর: ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়।
বাংলাদেশের নামকরন করেন কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত সালে?
উত্তর:১৯৭২ সালের ৪ঠা নভেম্বর।
বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে?
উত্তর: ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর।
বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তর: জাতীয় সংসদ।
বাংলাদেশের আয়তন কত?
বা
বাংলাদেশ কত বর্গ কিলোমিটার?
উত্তর: ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কি.মি।
বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য কত?
উত্তর: ১২ নটিক্যাল মাইল।
বাংলাদেশে বর্তমান বিভাগ কতটি?
উত্তর: ৮ টি।
বাংলাদেশে জেলা কতটি?
উত্তর: ৬৪ টি।
বাংলাদেশে উপজেলা কতটি?
উত্তর: ৪৯২ টি।
বাংলাদেশে থানা কতটি?
উত্তর: ৬৫০ টি।
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর: ৪৫৬২ টি।
বাংলাদেশে গ্রামের সংখ্যা কতটি?
উত্তর: ৮৭১৯১ টি।
বাংলাদেশে সিটি কর্পোরেশন কতটি?
উত্তর: ১২ টি।
বাংলাদেশে পৌরসভা কতটি?
উত্তর: ৩২৮ টি।
বাংলাদেশের মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ১৯৭২ সালে।
বাংলাদেশের মুদ্রার নাম কি?
উত্তর: টাকা।
বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর: ১৭ কোটি।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৮.১৩%।
বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর?
উত্তর: পুরুষ:৭০.৬ ও মহিলা: ৭৩.৫ বছর।
বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?
বা
বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয় কখন?
উত্তর: ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম কুদরাত-এ-খুদা নামে শিক্ষানীতি প্রণয়ন করা হয়।
বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে?
উত্তর: ১৯৯৬ সালে।
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালে।
বাংলাদেশে মোট জনসংখ্যার কত ভাগ নারী?
উত্তর: ৪৯% ।
বাংলাদেশে সর্বপ্রথম কত সালে বিদ্যুৎ আসে?
উত্তর: ১৯০১ সালের ৭ ডিসেম্বর।
বাংলাদেশ আইসিসির সদস্যপদ লাভ করে কত সালে?
উত্তর: ২০০২ সালের ২৬ জুন।
বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সালে।
বাংলাদেশে 4G চালু করা হয় কবে?
উত্তর: ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি।
বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত?
উত্তর: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের জন্য বিখ্যাত।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
বা
কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
উত্তর: ভুটান।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের রাষ্ট্রপতি কে?
উত্তর: আব্দুল হামিদ।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী কে?
উত্তর: শেখ হাসিনা।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: তাজউদ্দিন আহমেদ।
বাংলাদেশকে কেন ব-দ্বীপ বলা হয়?
উত্তর: ব-দ্বীপ হলো নদীর মোহনায় সৃষ্টি হওয়া বাংলা বর্ণ ‘ব’ আকৃতির দ্বীপ। নদী প্রবাহীত হয়ে সাগরে পতিত হবার সময় নদীর মোহনায় পানি স্থিতিশীলতার জন্য পলি জমে জমে কালক্রমে ব-দ্বীপ সৃষ্টি হয়। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, অসংখ্য নদী-নালা ছড়িয়ে আছে এ দেশে এবং বিশেষত পদ্মা-মেঘনা-যমুনা-ব্রহ্মপুত্র নদী এদেশের মধ্যে দিয়ে গেছে তাই ধারণা করা হয় কালে কালে এসব নদী মোহনায় পলি জমা হয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশেকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বলা হয়।
বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়?
উত্তর: বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপর লম্বভাবে কিরণ দেয়। যার ফলে বাংলাদেশে তখন প্রচুর গরম ও বায়ুচাপ কম থাকে। এসময়ে বাংলাদেশের বঙ্গোপসাগর দক্ষিণ থেকে এই বায়ু প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। এ জলীয়বাষ্পপূর্ণ বায়ুর কারণে বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে। এ জন্য বাংলাদেশে বর্ষকালে অধিক বৃষ্টিপাত হয়।
কোথায় বাংলাদেশ ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
উত্তর: রাঙামাটি।
বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে মিয়ানমারের সীমান্ত সংযোগ আছে?
উত্তর: চট্টগ্রাম।
বাংলাদেশের ওপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর: কর্কটকান্তি রেখা।
বাংলাদেশের অবস্থান কোথায়?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলে।
বাংলাদেশের মোট সীমানা কত?
উত্তর: ৫,১৩৮ কিমি.।
বাংলাদেশের জল সীমার দৈর্ঘ্য কত?
উত্তর: ৭১১ কিমি.।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর: ৩২ টি।
ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর: ৩০ টি।
বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর: ১০ টি।
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর: ৩ টি।
বাংলাদেশের কোন জেলাটির সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে?
উত্তর: রাঙ্গামাটি জেলার সাথে।
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোনটি?
উত্তর: রাঙামাটি, কক্সবাজার ও বান্দরবন।
বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গরম পড়ে?
উত্তর: রাজশাহী।
বাংলাদেশের কোথায় গরম পানির ঝরনা আছে?
উত্তর: চন্দ্রনাথ পাহাড়ে।