বিভিন্ন তারিখে পৃথিবীর অবস্থান

Earths Position

পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কত তারিখ?
উত্তর: ১ জানুয়ারি।

পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়?
উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

পৃথিবীর কোথায় দিন রাত্রি সর্বত্র সমান হয়?
উত্তর: নিরক্ষরেখায়।

সূর্য নিরক্ষরেখা বা বিষুব রেখার উপর কিরণ দেয়?
উত্তর: ২১ মার্চ।

মহাবিষুব বা বাসন্ত বিষুব কবে?
উত্তর: ২১ মার্চ।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কবে?
উত্তর: ২১ জুন।

সূর্যের উত্তরায়ন দিবস কবে?
উত্তর: ২১ জুন।

সূর্য উত্তরায়নের শেষ সীমানায় পৌঁছে কত তারিখ?
উত্তর: ২১ জুন।

উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কবে?
উত্তর: ২১ জুন।

সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরন দেয় কখন?
উত্তর: ২১ জুন।

পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থানকে কি বলে?
উত্তর: অপসুর।

পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে?
উত্তর: ৪ জুলাই।

সূর্য নিরক্ষরেখা বা বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
উত্তর: ২৩ সেপ্টেম্বর।

উত্তর গোলার্ধে শরৎকাল কবে?
উত্তর: ২৩ সেপ্টেম্বর।

জল বিষুব বা শরৎ বিষুব কবে?
উত্তর: ২৩ সেপ্টেম্বর।

পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে দূরত্ব হয়?
উত্তর: ২২ ডিসেম্বর।

পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে কবে?
উত্তর: ২২ ডিসেম্বর।

দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হলো?
উত্তর: ২২ ডিসেম্বর।

সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছে কবে?
উত্তর: ২২ ডিসেম্বর।

দক্ষিণায়ন দিবস কবে?
উত্তর: ২২ ডিসেম্বর।

পৃথিবীর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত কবে?
উত্তর: ২২ ডিসেম্বর।