বিশ্বের প্রধান ও গুরুত্বপূর্ণ নদ-নদী ও খালসমূহ

নদ-নদী

বিশ্বের প্রধান ও গুরুত্বপূর্ণ নদ-নদী:

১। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ।

২। নীলনদের দৈর্ঘ্য কত?
উত্তর: ৬,৬৬৯ কি.মি।

৩। নীলনদের উৎপত্তি কোথায়?
উত্তর: ভিক্টোরিয়া হ্রদে।

৪। নীলনদ কতটি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর: খার্তুমে।

৫। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ইয়াংসিকিয়াং

৬। ইয়াংসিকিয়াং নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ৫,৯৮০ কি.মি।

৭। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ভলগা।

৮। ভলগা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ৩,৬৮৭ কি.মি।

৯। দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: আমাজন।

১০। আমাজন নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬,২৭৫ কি.মি।

১১। বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজন।

১২। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: মারে-ডার্লিং।

১৩। আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ।

১৪। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি?
উত্তর: দজলা ও ফোরাত।

১৫। ইউরোপের নদী দানিয়ুব কোথায় পতিত হয়েছে?
উত্তর: কৃষ্ণসাগরে।

১৬। আমেরিকার প্রধান নদী কোনটি?
উত্তর: মিসিসিপি।

১৭। চীনের প্রধান নদী কোনটি?
উত্তর: হোয়াংহো।

১৮। অস্ট্রেলিয়ার প্রধান নদী কোনটি?
উত্তর: মারে ডার্লিং

বিশ্বের প্রধান ও গুরুত্বপূর্ণ খালসমূহ:

১। বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর: গ্র্যান্ডখাল। এর দৈর্ঘ্য ১১২৭ কি.মি।

২। গ্র্যান্ডখাল কোথায় অবস্থিত?
উত্তর: চীন।

৩। পানামা খাল খনন করা হয় কত সালে?
উত্তর: ১৯১৩ সালে।

৪। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।

৫। পানামা খাল যুক্তরাষ্ট্র পানামাকে হস্তান্তর করে কবে?
উত্তর: ৩১ ডিসেম্বর ১৯৯৯ সালে।

৬। পানামা খালের দৈর্ঘ্য কত?
উত্তর: ৮১ কি.মি।

৭। পৃথিবীর অন্যতম প্রশস্তখাল কোনটি?
উত্তর: পানামা।

৮। বিশ্বের গভীরতম খাল কোনটি?
উত্তর: পানামা খাল।

৯। সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন কোন সাগরকে?
উত্তর: লোহিত সাগর ও ভূ-মধ্যসাগরকে।

১০। সুয়েজ খালের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৬২ কি.মি।

১১। সুয়েজ খাল কোথায় অবস্থিত?
উত্তর: মিশরে।

১২। সুয়েজ খাল খনন সম্পন্ন হয় কত সালে?
উত্তর: ১৮৬৯ সালে।

১৩। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে?
উত্তর: ১৯৫৬ সালে।

১৪। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম জনপথ কোনটি?
উত্তর: সুয়েজ খাল।