সাগর - মহাসাগর
April 25, 2021

১। আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর।
২। বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর।
৩। প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত?
উত্তর: ১১,০৩৩ মিটার।
৪। প্রশান্ত মহাসাগরের আয়তন কত?
উত্তর: ১৬,৬২,৪১,০০০ বর্গ কি.মি।
৫। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্হানের নাম কি?
উত্তর: গ্র্যান্ড মারিয়ানা ট্রেঞ্চ।
৬। বিশ্বের গভীরতম খাত কোনটি?
উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ।
৭। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত?
উত্তর: ১১,০৩৩ মিটার।
৮। গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
৯। আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত?
উত্তর: ৯,৩০০ মিটার।
১০। আটলান্টিক মহাসাগরের আয়তন কত?
উত্তর: ৮,৬৫,৫৭,০০০ বর্গ কি.মি।
১১। আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম কি?
উত্তর: পোয়ের্টোরিক।
১২। টাইটানিক জাহাজ নিমজ্জিত হয়েছিল কোন সাগরে?
উত্তর: আটলান্টিক মহাসাগরে।
১৩। টাইটানিক জাহাজ কত সালে নিমজ্জিত হয়েছিল?
উত্তর: ১৯১২ সালে।
১৪। ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর।
১৫। ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
উত্তর: ৫৬৪ কি.মি।
১৬। ভারত মহাসাগরের আয়তন কত?
উত্তর: ৭,৩৪,২৭,০০০ বর্গ কি.মি।
১৭। ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত?
উত্তর: ৭,২৫৮ মিটার।
সাগর:
১৮। বিশ্বের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: দক্ষিণ চীন সাগর।
১৯। দক্ষিণ চীন সাগরের আয়তন কত?
উত্তর: ৮১,৪২,৯৬০ বর্গ কি.মি।
২০। দক্ষিণ চীন সাগরের সর্বোচ্চ গভীরতা কত?
উত্তর: ৫,০১৬ মিটার।
২১। বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি?
উত্তর: মেক্সিকো উপসাগর।
২২। জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত দ্বীপ কোনটি?
উত্তর: কোরিয়া উপদ্বীপ।
২৩। ভূ-মধ্যসাগরের আয়তন কত?
উত্তর: ২৯,৬৫,৫৩৮ বর্গ কি.মি।
২৪। ভূ-মধ্যসাগরের সর্বোচ্চ গভীরতা কত?
উত্তর: ৪,৪০০ মিটার।