বিশ্বের বৃহত্তম সেতু সমূহ

বিশ্বের বৃহত্তম সেতু সমূহ

বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর: জিওজো বে-ব্রিজ।

জিওজো বে-ব্রিজের দৈর্ঘ্য কত?
উত্তর: ৪১.৫৮ কি.মি।

জিওজো বে-ব্রিজ কোথায় অবস্থিত?
উত্তর: চীন।

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর: সেসপেক ব্রিজ।

সেসপেক ব্রিজের দৈর্ঘ্য কত?
উত্তর: ৩৭ কি.মি।

পন্টচার ট্রেইন ডায়াডাস্ট্র কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

পন্টচার ট্রেইল ডায়াডাস্ট্র এর দৈর্ঘ্য কত?
উত্তর: ৩০ কি.মি।

সৌদি আরব, বাহরাইন কজওয়ের দৈর্ঘ্য কত?
উত্তর: ২৫ কি.মি।

ভাস্কো-দা-গামা কোথায় অবস্থিত?
উত্তর: পর্তুগাল।

ভাস্কো-দা-গামার দৈর্ঘ্য কত?
উত্তর: ১৭.২ কি.মি।

ডেনমার্কের অরসান্ড সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ১৬ কি.মি।

চীনের হিউম্যাল সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ১৬ কি.মি।

পেনাং কোথায় অবস্থিত?
উত্তর: মালেশিয়া।

পেনাং এর দৈর্ঘ্য কত?
উত্তর: ৮.৫ কি.মি।

কোরিয়ার সিয়োহ্যাকের দৈর্ঘ্য কত?
উত্তর: ৭.৩ কি.মি।

ডেনমার্কের গ্রেট বেল্ট ফিক্সড লি. এর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.৮ কি.মি।

যুক্তরাজ্যের সেভেন সেকেন্ড ক্রসিং এর দৈর্ঘ্য কত?
উত্তর: ৫.১ কি.মি।

বাংলাদেশের বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪.৮ কি.মি।

বঙ্গবন্ধু সেতু বিশ্বের কততম দীর্ঘ সেতু?
উত্তর: ১৩ তম।

বঙ্গবন্ধু সেতু এশিয়ার কততম দীর্ঘ সেতু?
উত্তর: ৫ম।

বঙ্গবন্ধু সেতু দক্ষিণ এশিয়ার কততম দীর্ঘ সেতু?
উত্তর: ১ম।

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি?
উত্তর: আকাশি কাইকিও।

আকাশি কাইকিওর দৈর্ঘ্য কত?
উত্তর: ৩.৯ কি.মি।

আকাশি কাইকিও কোথায় অবস্থিত?
উত্তর: জাপান।