ভারত

ভারত
ভারতের ইংরেজি নাম কি?
উত্তর: India.

ভারতকে ইন্ডিয়া বলা হয় কেন?
উত্তর: ইংরেজিতে ইন্ডিয়া (India) কথাটি সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে এসেছে। প্রাচীন গ্রিকরা ভারতীয়দের বলত ইন্দোই বা ‘ইন্দাস’ (সিন্ধু) নদী পারের অধিবাসী। 'ইন্দাস' নাম থেকেই মূলত 'ইন্ডিয়া' নামটির উৎপত্তি হয়েছিল।

ভারত  কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া মহাদেশে।

ভারত কত সালে স্বাধীন হয়?
উত্তর: ১৯৪৭ সালে।

ভারতের জাতির পিতা কে?
উত্তর: মহত্মা গান্ধী।

ভারতের অবস্থান কোথায়?
উত্তর: এশিয়ার দক্ষিণ ভাগে।

ভারতের আয়তন কত?
উত্তর: ৩২,৮৭,৫৯০ বর্গ কি.মি।

আয়তনের দিক দিয়ে ভারতের অবস্থান বিশ্বে কত তম?
উত্তর: ৭ম।

ভারতে রাজ্য কয়টি?
উত্তর: ২৮ টি।(জম্মু-কাশ্মীর বাদে)

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল কয়টি?
উত্তর: ৯ টি। (জম্মু-কাশ্মীর সহ)

সম্প্রতি ভারতের কোন রাজ্যটি স্বায়ত্ত্বশাসন হারায়?
উত্তর: জম্মু-কাশ্মীর।

ভারতের জনসংখ্যা কত?
উত্তর: ১৩৫ কোটি। (প্রায়)

ভারতের জাতীয় সংগীত কোনটি?
উত্তর: জনগণমনঅধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা।

ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

ভারতের রাজধানী কোথায়?
উত্তর: নয়া দিল্লি।

ভারতের বৃহত্তম শহর কোনটি?
উত্তর: মুম্বাই।

ভারতের জাতীয় ভাষা কোনটি?
উত্তর: হিন্দি ও ইংরেজি ।(কেন্দ্রীয়)

ভারতের মুদ্রার নাম কি?
উত্তর: ভারতীয় রূপী।

ভারতের জনগণের জাতীয়তা কি?
উত্তর: ভারতীয়।

ভারতের রাষ্ট্র ব্যবস্থা কেমন?
উত্তর: সংসদীয় সাংবিধানিক প্রজাতন্ত্র বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র।

ভারতের বর্তমান রাষ্ট্র প্রধান কে?
বা
ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
বা
ভারতের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: রাম নাথ কোবিন্দ।

ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
বা
ভারতের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ।

ভারতের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
উত্তর: ৫ বছর।

ভারতের আইন সভার নাম কি?
উত্তর: উচ্চকক্ষ: রাজ্যসভা, নিম্নকক্ষ: লোকসভা।

ভারতের আইন সভা কত কক্ষ বিশিষ্ট?
উত্তর: দুই কক্ষ বিশিষ্ট।

ভারতের অর্থনৈতিক আকার কেমন?
উত্তর: বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি।

ভারতে কোন কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য?
উত্তর: জাতিসংঘ, জি-৮, ন্যাটো ইত্যাদি।

ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাডুতে।

ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর: মেঘালয়ের মৈসিনরামে।