বাংলাদেশের মৎস্য সম্পদ

বাংলাদেশের মৎস্য সম্পদ

মাছ কোন জাতীয় খাদ্য?
উত্তর: প্রাণীজ আমিষ।

বাংলাদেশের স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত?
উত্তর: ২৭০ টি।

বাংলাদেশের জাতীয় মাছ কোনটি?
উত্তর: ইলিশ।

বাংলাদেশের সাধারণ মানুষ মাছ থেকে কতটুকু প্রাণীজ আমিষ গ্রহণ করে?
উত্তর: ৬০ ভাগ।

মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: তৃতীয় তম। (২০২০)

চাষের ও প্রাকৃতিক উৎসের মাছ মিলিয়ে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: চতুর্থ তম। (২০১৮)

শুধু চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: পঞ্চম তম। (২০২০)

প্রাকৃতিক উৎসের মাছ আহরণের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: তৃতীয় তম। (২০১৮)

স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম
উত্তর: তৃতীয় তম। (২০২০)

স্বাদুপানির মাছ বাড়ার হারে বাংলাদেশ বিশ্বে কততম? উত্তর: দ্বিতীয় তম। (২০২০)

সমুদ্রে মাছ আহরণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ২৫ তম। (২০১৮)

অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: তৃতীয় তম। (২০১৮)

ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশর অবস্থান বিশ্বে কততম?
উত্তর: প্রথম। (২০২০)

বাংলাদেশে কতটি সরকারি মৎস প্রজনন কেন্দ্র আছে?
উত্তর: ৮৬ টি।

বাংলাদেশের রপ্তানি আয়ের কতভাগ মৎস্য ও মৎস্যজাত দ্রব্য থেকে অর্জিত হয়?
উত্তর: ২ শতাংশের অধিক।

জাতীয় উৎপাদনে মৎস্য খাতের অবদান কত?
উত্তর: ৩.৫৭%। (২০১৮)

বাংলাদেশে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কতটি?
উত্তর: ৩টি। যথা: (১) স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ। (২) সামুদ্রিক পানির মাছ গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজার। (৩) ইলিশ ও নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট, চাঁদপুর।

ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: চাঁদপুর।

পুকুরে কোন মাছ বাঁচে না?
উত্তর: ইলিশ।

মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
উত্তর: ময়মনসিংহ।

বাংলাদেশের মৎস গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: ময়মনসিংহ।

বাংলাদেশের মৎস আইনে কত সে.মি কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
উত্তর: ২৩ সে.মি।

চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: বাগেরহাট।

White Gold কি?
উত্তর: বাংলাদেশের চিংড়ি সম্পদ।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান কত?
উত্তর: দ্বিতীয়।

চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কোন অঞ্চলকে কুয়েত সিটি বলা হয়?
উত্তর: খুলনা অঞ্চল কে।

বাংলাদেশে কি কি জাতের চিংড়ি চাষ করা হয়?
উত্তর: গলদা, বাগদা, চাপদা ও চাপড়াই জাতীয় চিংড়ি।

গলদা চিংড়ি কোন পানিতে চাষ করা হয়?
উত্তর: স্বাদু পানিতে।

বাগদা চিংড়ি কোন পানিতে চাষ করা হয়?
উত্তর: লোনা পানিতে।

ট্রাস্ট সেক্টর (Trust Sector ) বলা হয় কাকে?
উত্তর: হিমায়িত মাছকে।

বাংলাদেশের সোনাদ্বীপ কেন বিখ্যাত?
উত্তর: সামুদ্রিক মাছ শিকারের জন্য।

রেণু পোনা কখন ছাড়া হয়?
উত্তর: বর্ষা কালে।

মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ?
উত্তর: নাইলোটিকা।