বিশ্বে যা যা প্রথম

বিশ্বে যা যা প্রথম

মহাকাশে গমনকারী বিশ্বের প্রথম জীবন্ত প্রাণী কে?
উত্তর: লাইকা নামক কুকুর।

প্রথম মহাকাশচারী কে?
বা
মহাকাশ বিজয়ী প্রথম মানব কে?
উত্তর: ইউরি গ্যাগারিন।

প্রথম মহাকাশগামী মহিলা কে?
উত্তর: ভ্যানেন্টিনা তেরেসকোভা।

চাঁদে প্রথম পা রাখেন কে?
উত্তর: যুক্তরাষ্ট্রের নীল আর্মস্ট্রং।

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর: জর্জ ওয়াশিংটন।

ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: রবার্ট ওয়ালপল।

ইউরোপে প্রথম শিল্প বিপ্লব হয় কবে?
উত্তর: ১৭৬০ সালে ইংল্যান্ডে।

বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর: শ্রীমাভো বন্দরনায়েক

বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
উত্তর: ইসাবেলা পেরেন।

বিশ্বের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী কে?
উত্তর: বেনজির ভুট্টো।

এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রথম ইউরোপের বঙ্গ ভারতের আক্রমনকারী কে?
উত্তর: আলেকজান্ডার।

প্রথম পশুর ক্লোনিং করে কে?
উত্তর: ড. আয়ান উইল মুট।

প্রথম ক্লোনিং প্রাণী কোনটি?
উত্তর: ডলি নামের ভেড়া।

প্রথম ক্লোন মানব শিশু কে?
উত্তর: ইভ।

প্রথম এভারেস্ট জয় করেন কে?
উত্তর: এডমন হিলারি ও শেরপা তেনজি নোরগো।

প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন কে?
উত্তর: জুনাকো তাবেই।

এভারেস্ট বিজয়ী প্রথম প্রতিবন্ধী কে?
উত্তর: টম হোয়ে টেকার।

চাঁদে যাত্রাকারী প্রথম উপগ্রহ কোনটি?
উত্তর: স্পুটনিক-১।

বিশ্বের প্রথম লাইব্রেরি কোনটি?
উত্তর: দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া।

বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: নালন্দা বিশ্ববিদ্যালয়।

প্রথম অলিম্পিক আসর আয়োজন করা হয়?
উত্তর: ১৮৯৬ সালে গ্রীস প্রথম অলিম্পিক আয়োজন করে।

প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়?
উত্তর: ১৯৩০ সালে উরুগুয়ে প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে।