ওজোন স্তর কি?


ওজোন স্তর কি?
উত্তর: পৃথিবীর বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে ওজোন গ্যাসের যে স্তর রয়েছে তাকে ওজোন স্তর বলে।

ওজোন স্তরের অবস্থান কোথায়?
উত্তর: ভূ-পৃষ্ঠ থেকে ২০-৩০ কি.মি এর মধ্যে।

ওজোন গ্যাসের সংকেত কি?
উত্তর: O3

ওজোন স্তর কে আবিষ্কার করেন?
উত্তর: ফরাসি পদার্থবিদ চালস ফ্যব্রী ও হেনরি বুইসন।

ওজোন স্তর কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৩০ সালে।

সূর্যের অতি বেগুনী রশ্মি কোন স্তরে শোষণ হয়?
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে।

ওজোন গ্যাস কিভাবে তৈরি হয়?
উত্তর: ওজোন স্তরে সূর্যের অতিবেগুনী রশ্মির সাহায্যে আনবিক অক্সিজেন (Molecular Oxygen or O2) ও পারমানবিক অক্সিজেনের (Atomic Oxygen or O)  মধ্যে গলন বা ফিউশনের ফলে ওজোন (O3) গ্যাস তৈরি হয়।

ওজোন গ্যাসের প্রধান উৎস কি?
উত্তর: দহনজনিত নাইট্রোজেন ডাই-অক্সাইড ও সূর্যালোকের মধ্যে রাসায়নিক বিক্রিয়া।

ওজোনস্তর ক্ষয়ের জন্য কোন গ্যাসকে দায়ী করা হয়?
উত্তর: CFCs. বা ক্লোরোফ্লোরো কার্বন কে।

CFCs এর মূল উৎস কি?
উত্তর: কম্পিউটারের চিপ ধুয়ে পরিষ্কার করার জন্য CFCs ব্যবহার করা হয়। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রণের কাজে CFCs গ্যাস ব্যবহার করা হয়। বাড়ি ঘরে শীতাতপ নিয়ন্ত্রনের জন্য ব্যবহৃত CFCs গ্যাস অসাবধানতায় কখনো কখনো বাতাসে মিশে যায় ও কম্পিউটারের চিপ ধুয়ার সময় পানির সাথে এই গ্যাসটি মিশে বেড়িয়ে আসে। যা পরে বায়ুমন্ডলে গিয়ে মিশে। এছাড়া এরোসল CFCs এর অন্যতম উৎস।

ওজোন স্তরে ক্ষতিকারক রশ্মি শোষণ হয়?
উত্তর: ৯৭-৯৯ শতাংশ।

ওজোন দিবস কত তারিখ?
উত্তর: ১৬ সেপ্টেম্বর।

ওজেন স্তরের ক্ষতি সাধন হলে মানুষের উপর কি ধরনের প্রভাব পরতে পারে?
উত্তর: মানুষের ত্বকে ক্যানসার, DNA ও RNA এর উপর প্রভাব, শরীরের কোমল মাংসপেশিতে ক্ষত সৃষ্টি ইত্যাদি।

ওজোন স্তরের ক্ষতি সাধন হলে উদ্ভিদের উপর কি ধরনের প্রভাব পরতে পারে?
উত্তর: অতিবেগুনী রশ্মির প্রভাবে উদ্ভিদের পাতা পুড়ে যাবে, সামুদ্র্ক এককোষী উদ্ভিদ ধ্বংস হয়ে যেতে পারে, বীজের অঙ্কুরোধন হ্রাস পাবে, সালোকশংশ্লেষণে বাধাগ্রস্থ হবে।