বাংলাদেশের অর্থনীতি
April 25, 2021

উত্তর: অর্থনৈতিক ও সামাজিক সমতা।
বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের?
উত্তর: মিশ্র অর্থনীতি।
মিশ্র অর্থনীতি কি?
উত্তর: রাষ্ট্রায়ত্ত ও ব্যক্তি মালিকানা খাতের পাশাপাশি অবস্থান।
বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি প্রচলিত আছে?
উত্তর: মুক্তবাজার অর্থনীতি।
বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি ১৯৯১।
বাংলাদেশের অর্থনীতি প্রধানত কিসের উপর নির্ভরশীল?
উত্তর: বৈদেশিক সাহায্যের উপর।
বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার কারণ কি?
উত্তর: মূল ধনের অভাব, কর্ম দক্ষতার অভাব ও প্রযুক্তির অভাব।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি কি?
উত্তর: প্রকৃত মাথাপিছু আয়।
মাথাপিছু আয় কি?
উত্তর: কোনো দেশের এক বছরের মোট আয়কে ঐ দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করার পর যে ভাগফল পাওয়া যায় তাই মাথাপিছু আয়।
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
উত্তর: ১৯০৯ মার্কিন ডলার।
মাথাপিছু জিডিপি কত?
উত্তর: ১৮২৭ মার্কিন ডলার।
G.D.P কি?
উত্তর: Gross Domestic Product বা মোট অভ্যন্তরীন উৎপাদন।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৮.১৩%।
বাংলাদেশের অর্থবছর কত থেকে কত?
উত্তর: ১ লা জুলাই থেকে ৩০ জুন।
২০১৮-২০১৯ অর্থবছরে জিডিপির পরিমাণ কত?
উত্তর: ২৫ লাখ ৩৬ হাজার ১৭৭ কোটি টাকা দাঁড়াবে।
G.N.P কি?
উত্তর: Gross National Product বা মোট জাতীয় উৎপাদন।
বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
উত্তর: কৃষি খাত।
বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ আসে কোন খাত থেকে?
উত্তর: কৃষি খাত থেকে।
কৃষিখাত থেকে জাতীয় আয়ের কতভাগ আসে?
উত্তর: ১৩.৬০%।
একটি দেশের দারিদ্র সীমা নিরূপন করা হয় কিভাবে?
উত্তর: স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান দিয়ে।
বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ দারিদ্র্য সীমার নিচে?
উত্তর: ২১.৮%।
বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ চরম দারিদ্র্য সীমার নিচে?
উত্তর: ১১.৩%।
বাংলাদেশের সবচেয়ে কম দরিদ্র্য সীমার নিচে লোক বসবাস করে কোন জেলায়?
উত্তর: কুষ্টিয়া।
বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্র্য সীমারর নিচে লোক বসবাস করে কোন জেলায়?
উত্তর: কুড়িগ্রাম।
বাংলাদেশের সবচেয়ে কম দরিদ্র সীমার নিচে লোক বসবাস করে বিভাগে?
উত্তর: সিলেট।
বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্র সীমার নিচে লোক বসবাস করে কোন জেলায়?
উত্তর: রংপুর।
বাংলাদেশকে কত সালের মধ্যে দারিদ্রমুক্ত ঘোষণা করা হবে?
উত্তর: ২০৩০ সালের মধ্যে।
বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারী অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৬ সালে।
বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারী অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৩১ মার্চ-৩১ মে, ২০১৩।
বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ কত?
উত্তর: ৩ হাজার ৩৫২ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশের বর্তমান মাথাপিছু ঋণ কত?
উত্তর: ২০৪ মার্কিন ডলার।
বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর; ৩৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশে রিজার্ভ মুদ্রা কত?
উত্তর: ২২৬৭৪৩ কোটি টাকা।
বিশ্ব অর্থনৈতিক মন্দা কাটাতে দেশে ঘোষিত অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের পরিমাণ কত?
উত্তর: ৩৪২৪ কোটি টাকা।
বাংলাদেশের রাজস্বের প্রধান উৎস কোনটি?
উত্তর: মূল্য সংযোজন কর।
VAT কি?
উত্তর: Value Added Tax বা মূল্য সংযোজন কর।
VAT চালু হয় কত সালে?
উত্তর: ১ জুলাই, ১৯৯১ সালে।
VAT কোন ধরনের কর?
উত্তর: পরোক্ষ কর।
প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে কোন কর?
উত্তর: আয়কর।
বিশ্বব্যাংকের ঢাকাস্থ কার্যালয়ের বর্তমান নাম কি?
উত্তর: ওয়াল্ড ব্যাংক বাংলাদেশ ফিল্ড অফিস।
বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার কত?
উত্তর: ৫.৪৪%।
মুদ্রাস্ফীতির কারণ কি?
উত্তর: মুদ্রার যোগান বৃদ্ধি ও উৎপাদন হ্রাস।
সার্কভুক্ত কোন দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক নেই?
উত্তর: মালদ্বীপ।
কোন দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নেই?
উত্তর: ইসরায়েল।
ICB কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১ অক্টোবর ১৯৭৬ সালে।
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ ও ইন্টারনেট।