বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান সমূহ
April 25, 2021

উত্তর: দুইটি।
বাংলাদেশের কেন দুটি স্থান বিশ্ব ঐতিহ্যে জায়গা করে নেয়?
উত্তর: পাহাড়পুরের বৌদ্ধ বিহার ও বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ।
পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁ।
পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত?
উত্তর: সোমপুর বিহার।
ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: বাগেরহাট।
ষাট গম্বুজ মসজিদ নির্মান করেন কে?
উত্তর: খান জাহান আলী।
বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি?
উত্তর: মহাস্থানগড়।
মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া।
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁ।
শালবন বিহার কেন বিখ্যাত?
উত্তর: বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া যায়। যার ফলে শালবন বিহার প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিখ্যাত হয়ে উঠে।
শালবন বিহার কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে।
কার নাম অনুসারে ময়নামতির নামকরণ করা হয়?
উত্তর: রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামে।
বিখ্যাত ছোট কাটরা ও বড় কাটরা কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার চকবাজার।
ছোট কাটরা কে নির্মান করেন?
উত্তর: শায়েস্তা খাঁন।
বড় কাটরা কে নির্মান করেন?
উত্তর: শাহসূজ।
সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার মোহাম্মদপুরে।
সাত গম্বুজ মসজিদ নির্মান করা হয় কবে?
উত্তর: সপ্তদশ শতাব্দীতে।
লালবাগ কেল্লা কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার লালবাগে।
লালবাগ কেল্লার পুরাতন নাম কি?
উত্তর: আওরঙ্গবাদ কেল্লা বা আওরঙ্গবাদ দুর্গ।
লালবাগ কেল্লায় সুন্দর সমাধি স্হলটি কার?
উত্তর: পরি বিবির।
পরি বিবি কে?
উত্তর: শায়েস্তা খানের মেয়ে।
পরি বিবির আসল নাম কি?
উত্তর: ইরান দুখত।
পরি বিবির মাজার কোথায় অবস্থিত?
উত্তর: লালবাগ কেল্লায়।
পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁয়ে।
সোনা বিবির মাজার কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁয়ে।
প্রাক মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি?
উত্তর: বিনিত বিবির মসজিদ।
মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি?
উত্তর: আওলাদ হোসেন লেনের মসজিদ।
আওলাদ হোসেন জামে মসজিদের নির্মাতা কে?
উত্তর: সুবেদার ইসলাম খান।
আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ইসলামপুরে।
আহসান মঞ্জিল কে নির্মান করেন?
উত্তর: নবাব আবদুল গণি।
আহসান মঞ্জিল কবে নির্মান করা হয়?
উত্তর: ১৮৭২ সালে।
আফগান দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর।
জগদ্দল মহাবিহার কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁর ধামুরহাট উপজেলায়।
হলুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁর বাদলগাছি উপজেলায়।
আনন্দ বিহার কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লার লালমাই পাহাড়ে।
সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উত্তর: দিনাজপুর।
খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়।
বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়।
শীলাদেবির ঘাট কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়।
কৌটিল্য মুড়া কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লা।
কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁ।
বিজয় সিংহের দীঘি কোথায় অবস্থিত?
উত্তর: ফেনী।
আনন্দ বাজার দীঘি কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লার ময়নামতি।
রামু মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজারের রামু থানায়।
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর: নাটোর।
উত্তরা গণভবন কেন বিখ্যাত?
উত্তর: বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সদর দপ্তর।
রানী পুকুর কোথায় অবস্থিত?
উত্তর: দিনাজপুর।
মহামুনি বিহার কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রামের রাউজানে।
কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: দিনাজপুর।
বাঘা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী।
তারা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: পুরান ঢাকার আরমানিটোলা।
ধর্মসাগর দীঘি কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লা।
বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে?
উত্তর: চট্টগ্রাম ও কুমিল্লা।
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় অবস্থিত?
উত্তর: নবাবগঞ্জ জেলায়।
বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরবঙ্গে।
হযরত শাহজালাল মাজার কোথায় অবস্থিত?
উত্তর: সিলেট।
হযরত শাহজালাল কোন দেশের আধিবাসি ছিলেন?
উত্তর: তুরস্কের।
৩৬০ আউলিয়ার শহর কোনটি?
উত্তর: সিলেট।
বারো আউলিয়ার দেশ কোনটি?
উত্তর: চট্টগ্রাম।
বায়েজিদ বোস্তামির দরগা কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।
ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: নরসিংদী।
ঢাকার চকের মসজিদের নির্মাতা কে?
উত্তর: শায়েস্তা খান।
জিন্দাপীরের মাজার কোথায় অবস্থিত?
উত্তর: বাগেরহাট।
পানাম নগর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁ।
ইন্দ্রাকপুর দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: মুন্সিগঞ্জ।
হাজীগঞ্জ দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: নারায়ণগঞ্জ।
সোনাকান্দি দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: নারায়ণগঞ্জ।
হিন্দুপালের গড় কোথায় অবস্থিত?
উত্তর: টাঙ্গাইল।
এগার সিন্ধুর কোথায় অবস্থিত?
উত্তর: কিশোরগঞ্জ।