আগরতলা ষড়যন্ত্র মামলা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান

আগরতলা ষড়যন্ত্র মামলা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান
আগরতলা ষড়যন্ত্র মামলা কি ধরনের মামলা?
উত্তরঃ পাকিস্তান সরকারের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা।

আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।

আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি সংখ্যা কত ছিল?
উত্তরঃ ৩৫ জন।

আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় কত তারিখ?
উত্তরঃ ১৭ জানুয়ারি, ১৯৬৮।

আগরতলা ষড়যন্ত্র মামলার পূর্ণ নাম কি ছিল?
উত্তর: রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

১১ দফা কর্মসূচি পেশ করেন কারা?
উত্তরঃ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ।

১১ দফা কর্মসূচী পেশ করা হয় কবে?
উত্তরঃ ৪ জানুয়ারি ১৯৬৯।

ঐতিহাসিক গণঅভ্যুত্থান কত সালে হয়?
উত্তরঃ ১৯৬৯ সালে।

গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রাজনৈতিক ঐক্য ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা ড্যাক (DAC) গঠিত হয় কবে?
উত্তরঃ ৭ ও ৮ জানুয়ারি ১৯৬৯।

আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ কত তারিখ শহিদ হন?
উত্তরঃ ১৯৬৯ এর ২০ জানুয়ারি।

শহিদ আসাদ দিবস কবে?
 উত্তরঃ ২০ জানুয়ারি ১৯৬৯।

নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান শহিদ হন কবে?
উত্তরঃ ১৯৬৯ এর ২৪ জানুয়ারি।

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস কবে?
উত্তরঃ ২৪ জানুয়ারি ১৯৬৯।

সাজেন্ট জহুরুল হককে হত্যা করা হয় কত তারিখ?
উত্তরঃ ১৯৬৯ এর ১৫ ফেব্রুয়ারি।

গণঅভ্যুত্থানে প্রথম শহিদ বুদ্ধিজীবি কে?
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করা হয় কবে?
উত্তরঃ ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯।

জোহা দিবস কবে?
উত্তরঃ ১৮ ফেব্রুয়ারী ১৯৬৯।

আগরতলা মামলা প্রত্যাহার ও শেখ মুজিবের মুক্তি দেয়া হয় কবে?
উত্তরঃ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।

শেখ মুজিবুর রহমান কে  “বঙ্গবন্ধু ‘উপাধি”  দেওয়া হয় কবে?
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।

কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তরঃ ঢাকার রেসকোর্স ময়দানে।

শেখ মুজিবুর রহমান কে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?
উত্তরঃ তৎকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

আয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা কার কাছে হস্তান্তর করেন?
উত্তরঃ জেনারেল ইয়াহিয়া খানের নিকট।

আয়ুব খান কত তারিখ ক্ষমতা হস্তান্তর করেন?
উত্তরঃ ১৯৬৯ এর ২৫ শে মার্চ।

আসাদ গেটের পূর্ব নাম কী?
উত্তরঃ আইয়ুব গেট।

১৯৬৯ এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাসের নাম কী?
উত্তরঃ চিলেকোঠার সেপাই।