বংশগতিবিদ্যা

বংশগতিবিদ্যা
বংশগতিবিদ্যা কাকে বলে?
উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশ ধারা ও বৈশিষ্ট্যের অর্জন বা সন্তান-সন্তুতিতে বৈশিষ্ট্যের স্থানান্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বলে।

বংশগতিবিদ্যার জনক কে?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।

গ্রেগর জোহান মেন্ডেল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮২২ সালে।

মেন্ডেলিজম কি?
উত্তর: বংশগতি বিষয়ক মেন্ডেলের ধ্যান-ধারণা ও সূত্রাবলিই মেন্ডেলিজম।

মেন্ডেল তাঁর গবেষণায় কোন উদ্ভিদ ব্যবহার করেন?
উত্তর: মটরশুটি।

মেন্ডেল কত বছর মটরগুটির উপর গবেষণা করেন?
উত্তর: দীর্ঘ আট বছর।

মেন্ডেলের সূত্র কয়টি?
উত্তর: দুইটি।

মেন্ডেলের সূত্র দুটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৬৬ সালে Brunn Society of Natural History এর সাময়িকিতে।

গ্রেগর জোহান মেন্ডেল কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮৮৪ সালে।

মেন্ডেলের প্রথম সূত্র কোনটি?
উত্তর: মনোহাইব্রিড ক্রমে বা এক সংস্কর ক্রমে উভয় প্রজনন হতে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলো F1 জনুতে একত্রিত হয় এবং পাশাপাশি অবস্থান করে কিন্তু জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জীনসমূহ ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে এবং F2 জনুতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যসমূহ ৩:১ এ প্রকাশিত হয়।

মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়?
উত্তর: পৃথকীকরণ সূত্র।

মেন্ডেলের দ্বিতীয় সূত্র কোনটি?
উত্তর: দ্বি-সংকর ক্রসে উভয় প্রজননের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জীনসমূহ F1 জনুতে একত্রিত হয় কিন্তু জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় ভিন্ন ভিন্ন ফ্যাক্টর বা জীনসমূহ স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। F2 জনুতে ভিন্ন বৈশিষ্ট্যসমূহ ৯:৩:৩:১ অনুপাতে প্রকাশিত হয়।

মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কি বলা হয়?
উত্তর: স্বাধীন বিন্যাসের সূত্র।

একক সংকর বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে?
উত্তর: যখন একজোড়া বৈশিষ্ট্যের সংকরায়ন বা ক্রস করা হয় তখন তাকে একক সংকর বা মনোহাইব্রিড ক্রস বলে।

দ্বি-সংকর বা ডাই হাইব্রিড ক্রস কাকে বলে?
উত্তর: যখন দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ণ বা ক্রস করা হয় তাকে দ্বি-সংকর বা ডাই হাইব্রিড ক্রস বলে।

প্রকট বৈশিষ্ট্য কাকে বলে?
উত্তর: একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস বা সংকরায়ণ করা হলে F1 জনুতে যে বৈশিষ্ট্য দেখা যায় তাই প্রকট বৈশিষ্ট্য।

প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে?
উত্তর: একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস বা সংকরায়ণ করা হলে F1 জনুতে যে বৈশিষ্ট্য দেখা যায় না তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।

অসম্পূর্ণ প্রকটতা কি?
উত্তর: একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস বা সংকরায়ণ করা হলে F1 জনুতে কোনো বৈশিষ্ট্য প্রকাশিত না হয়ে মাঝামাঝি কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হওয়াকেই অসম্পূর্ণ প্রকটতা বলে।

গ্রেগর জোহান মেন্ডেল ক্রসিং এর জন্য কয়জোড়া মটরশুটির বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?
উত্তর: সাত জোড়া।

ঘাতক জীন কাকে বলে?
উত্তর: কিছু প্রচ্ছন্ন জীন হমোজাইপাস অবস্থায় থাকলে জীবের অঙ্গ প্রতঙ্গের ক্ষতি এমনি জীবের মৃত্যুও ঘটাতে পারে সেই সমস্ত জীনকে ঘাতক জীন বলা হয়।

লিংকেজ বলতে কি বুঝ?
উত্তর: একই ক্রোমোজোমে অবস্থিত যে সকল জীন একই সাথে থাকে বা থাকার প্রবণতা দেখায় তাকে লিংকেজ বলে।

ক্রসিংওভার কি?
উত্তর: একজোড়া হমোলোগাস ক্রোমেজোমের দুইটি নন-সিস্টার ক্রোমেটিডের পারস্পারিক স্থান বিনিময়কে ক্রসিংওভার বলে।

মিউটেশন কাকে বলে?
উত্তর: জীবের কোনো বৈশিষ্ট্যের আকস্মিক পরিবর্তন যা স্থায়ীরূপে বংশ পরম্পরায় স্থানান্তর যোগ্য তাকে মিউটেশন বলে।

জীন মিউটেশন কাকে বলে?
উত্তর: জীন বা DNA এর যেকোনো স্থানীয় পরিবর্তনই জীন মিউটেশন।

মিউটাজেন কি?
উত্তর: যে সকল উপাদান মিউটেশন ঘটায় তাকে মিউটাজেন বলে।

মিউটাজেন এর উদাহরণ দাও।
উত্তর: নাইট্রোজেন এসিড, X-Ray ইত্যাদি।