বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন বাহিনী

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন বাহিনী
মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই।

কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল?
উত্তর: ভারতীয় সামরিক বাহিনীর সহায়তায় পাকিস্তানি বাঙালি দেশপ্রেমিক সেনা অফিসার, সেনা সদস্য ও বেসামরিক সদস্যদের নিয়ে।

মুক্তিবাহিনীর সদস্যদের কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর: দুইটি ভাগে।

মুক্তিবাহিনীর প্রথম ভাগ কাদের নিয়ে গঠন করা হয়েছিল?
উত্তর: পূর্ব পাকিস্থানের বাঙালি সামরিক অফিসার ও সেনা সদস্যদের নিয়ে। যা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল।

মুক্তিবাহিনীর দ্বিতীয় ভাগ কাদের নিয়ে গঠন করা হয়েছিল?
উত্তর: শহর ও গ্রামে সংগঠিত সংগ্রাম পরিষদের বিভিন্ন শাখার সদস্য ও তাদের অনুসারি বেসামরিক সদস্যদের নিয়ে।

মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর: কর্নেল এম.এ.জি ওসমনী। (নোট: তিনি পরবর্তীতে জেনারেল পদ অর্জন করেন)

কত তারিখ কর্নেল এম.এ.জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান করা হয়?
উত্তর: ১৪ এপ্রিল ১৯৭১।

যৌথবাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ২১ নভেম্বর, ১৯৭১।

যৌথবাহিনী কিভাবে গঠিত হয়?
উত্তর: মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে।

যৌথবাহিনী গঠনের মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর: স্থল, নৌ ও আকাশ পথে আক্রমণ করে পাকিস্তানি শত্রু বাহিনীকে পরাজিত করা।

যৌথবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ২১ নভেম্বর, ১৯৭১।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিভাবে গঠিত হয়?
উত্তর: বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে।

বাংলাদেশ সেনা বাহিনী কিভাবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালে পাকিস্তান সেনা বাহিনীর বাঙালি দেশপ্রেমিক সেনা অফিসার ও সেনা সদস্যদের নিয়ে।

বাংলাদেশ নৌ বাহিনী কিভাবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালে দুটি জাহাজ ও নৌ কমান্ডো নিয়ে এই বাহিনী গঠন করা হয়। এবং মহান মুক্তিযোদ্ধের সময় ফ্রান্স তোলন থেকে পালিয়ে আসা কিছু সংখ্যক সাহসী বাঙালি সাবমেরিনার এবং দেশে থাকা নাবিক ও সেচ্ছাসেবকদের সমন্বয়ে নৌ কমান্ডো গঠন করা হয়।

বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ দুটির নাম কি ছিল?
উত্তর: পদ্মা ও পলাশ।

বাংলাদেশ বিমান বাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ২৫ সেপ্টেম্বর, ১৯৭১ সালে।

বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে গঠিত হয়?
উত্তর: একটি অটার বিমান, একটি ডাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং পাকিস্তানের পক্ষ ত্যাগকারী সামরিক-বেসামরিক বৈমানিক ও বিমানসেনাদের সমন্বয়ে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে।

বাংলাদেশ বিমান বাহিনী কোথায় থেকে যাত্রা শুরু করে?
উত্তর: ভারতের নাগাল্যান্ডের ডিমাপুর থেকে।

বাংলাদেশ বিমান বাহিনী কি নামে যাত্রা শুরু করে?
উত্তর: “কিলো ফ্লাইট” নামে যাত্রা শুরু করে।

কিলো ফ্লাইট প্রথম কবে বাংলার আকাশসীমায় প্রবেশ করে?
উত্তর: ৩ ডিসেম্বর, ১৯৭১।

বর্ডার গার্ড বাংলাদেশ কি নামে পরিচিত ছিল?
উত্তর: ইস্ট পাকিস্তান রাইফেলস।

ইস্ট পাকিস্তান রাইফেলসের কতজন সৈন্য সরাসরি যুদ্ধে অংগ্রহণ করে?
উত্তর: ইস্ট পাকিস্তান রাইফেলসের সৈন্যরা অন্যান্য বাহিনীর সাথে করে প্রায় ১২ হাজার জনের মতো সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করে।

স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে কতজন শহিদ পুলিশ সদস্যের তালিকা পাওয়া যায়?
উত্তর: ১২৬২ জন।

মহান মুক্তিযুদ্ধে কতজন আনসার সদস্য শহিদ হন?
উত্তর: ৬৫৮ জন। এছাড়াও ৯ জন কর্মকর্তা ও ৩ জন কর্মচারী শহিদ হন।

মুজিব বাহিনী কখন গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের মে মাসের শেষে।

মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর: আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মীদের নিয়ে।

মুজিব বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর: শেখ ফজলুল হক মণি।

মুজিব বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার ছিলেন কে কে?
উত্তর: তোফায়েল আহমদ, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক ও শেখ ফজলুল হক মণি।

কাদেরিয়া বাহিনী কি ধরণের বাহিনী?
উত্তর: সশস্ত্র গেরিলা বাহিনী।

কাদেরিয়ে বাহিনীর প্রধান ছিলেন কে?
উত্তর: বঙ্গবীর কাদের সিদ্দিকী।

কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকী কি কি নামে পরিচিত ছিলেন?
উত্তর: “বঙ্গবীর” ও “বাঘা কাদের” নামে।

কাদেরিয়া বাহিনী কোন অঞ্চলে গেরিলা অভিযান পরিচালনা করে?
উত্তর: টাঙ্গাইল।

হেমায়েত বাহিনীর প্রধান ছিলেন কে?
উত্তর: হেমায়েত উদ্দিন।

হেমায়েত বাহিনী কোন অঞ্চলে গেরিলা অভিযান পরিচালনা করেন?
উত্তর: ফরিদপুর।

ক্র্যাক প্লাটুন কেমন মুক্তিযোদ্ধা দল হিসেবে আত্মপ্রকাশ করে?
উত্তর: তরুণ মুক্তিযোদ্ধা গেরিলা দল হিসেবে।

ক্র্যাক প্লাটুন কোন পদ্ধতিতে গেরিলা আক্রমন পরিচালনা করেন?
উত্তর: Hit and Run.

ক্র্যাক প্লাটুনের সদস্যরা কোথায় প্রশিক্ষণ গ্রহণ করেন?
উত্তর: ভারতের মেলাঘর প্রতিক্ষণ কেন্দ্রে।

ক্র্যাক প্লাটুন কোথায় অপারেশন পরিচালনা করেন?
উত্তর: ঢাকা শহরে।

ঢাকা শহরে ক্র্যাক প্লাটুন কতটি গেরিলা অপারেশন পরিচালনা করেন?
উত্তর: ৮২ টি।


বিজয় দিবসের কুইজে আপনাকে স্বাগতম। অংশগ্রহণের জন্য 100 সেকেন্ড অপেক্ষা করুন।