বৈদিক যুগের ধর্ম বিকাশ: বৌদ্ধ ও জৈন ধর্ম
April 25, 2021

উওর: বৈদিক যুগে ব্রাহ্মণদের আধিপত্য ও পুরোহিতদের একনায়কতন্ত্রের ফলে জনসাধারণের জীবন হয়ে উঠে খুবই কঠিন ও দুর্বিষহ। ফলে এক ধর্ম বিপ্লবের মধ্য দিয়ে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব হয়।
কেন বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব হয়?
উওর: আধিপত্যবাদী ব্রাহ্মণের প্রতিবাদস্বরূপ।
কখন ধর্ম বিপ্লব সাধিত হয়?
উওর: খ্রিস্টপূর্ব ৭ম শতকে।
বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
উওর: গৌতম বুদ্ধ।
গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উওর: লুম্বিনী, নেপাল।
গৌতম বুদ্ধের মৃত্যুস্থান কোথায়?
উওর: কুশীনগর, নেপাল।
গৌতম বুদ্ধ কখন জন্মগ্রহণ করেন?
উওর: খ্রিস্টপূর্ব ৫৬৫ সনে।
গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: নেপালের ডরাইস অঞ্চলের কপিলাবস্তু রাজ্যে লুম্বিনি গ্রামে।
গৌতম বুদ্ধের পিতার নাম কি?
উওর: শুদ্ধোধন।
গৌতম বুদ্ধের মাতার নাম কি?
উত্তর: মায়াদেবী।
গৌতম বুদ্ধের বাল্য নাম কি?
উওর: সিদ্ধার্থ।
বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?
উওর: ত্রিপিটক।
ত্রিপিটক কয় খন্ডে বিভক্ত?
উওর: তিন খন্ডে।
কত বছর বয়সে গৌতম বুদ্ধ দিব্যঞ্জান লাভ করেন?
উওর: ৩৫ বছর বয়সে।
কত বছর বয়সে গৌতম বুদ্ধের পুত্র সন্তান হয়?
উওর: ২৯ বছর বয়সে।
গৌতম বুদ্ধোর পুত্রের নাম কি?
উওর: রাহুল।
গৌতম বুদ্ধ যে গাছের নিচে দিব্যজ্ঞান লাভ করেন তার নাম কী?
উওর: বোধিবৃক্ষ।
গৌতম বুদ্ধ কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উওর: ৮০ বছর বয়সে।
জৈন ধর্মের প্রবর্তক কে?
উওর: ঋষভদেব।
জৈনধর্মের প্রচারক কে?
উওর: মহাবীর।
মহাবীর জন্মগ্রহণ করেন কখন?
উওর: প্রায় ৪০০ খ্রিস্টপূর্ব অব্দে।
মহাবীর মৃত্যুবরণ করেন কবে?
উওর: ৭২ বছর বয়সে।
জৈনধর্মের মূলনীতি কয়টি?
উওর: ৪ টি।
জৈনদের মূলনীতিসমূহ কি কি?
উওর:
১) অহিংসা
২) সত্যবাদিতা
৩) চুরি না করা
৪) অনাসক্তি।
জৈনধর্মের মূল মন্ত্রের নাম কি?
উওর: মার্ঘ।
মার্ঘ কে রচনা করেন?
উওর: পার্শ্বনাথ।