বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী

বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী
প্রাচীন বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: মহাস্থানগড়।

সুলতানী শাসনামলে রাজধানী কোথায় ছিল?
উত্তর: সোনারগাঁও (১৩৩৮ থেকে ১৩৫২ খ্রি:) ও গৌড় (১৪৫০ থেকে ১৫৬৫ খ্রি:)

মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল?
উওর: গৌড়।

গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: গৌড়।

আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী কোথায় ছিল?
উওর: একডালা।

গৌড় রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উওর: কর্ণসুবর্ণ।

গৌড় রাজ্যের-শশাঙ্কের শাসনামলে রাজধানী কোথায় ছিল?
উত্তর:  কর্ণসুবর্ণ

খড়গ রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উওর: কুমিল্লার কর্মাগুবসাক।

হর্ষবর্ধনের শাসনামলে রাজধানী কোথায় ছিল?
উওর: কনৌজ।

মৌর্যযুগের রাজধানী কোথায় ছিল?
উওর: পুন্ড্রবর্ধন (বাংলা প্রাদেশিক )।

চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?
উওর: পাটালিপুত্র।

ঈশা খাঁর শাসন আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
উওর: সোনারগাঁও।

দেব রাজবংশের রাজধানী কোথায় ছিল?
উওর: দেবগর্বত।

বর্মদেবের শাসনকালে বাংলার রাজধানী কোথায় ছিল?
উওর: বিক্রমপুর।

পুন্ড্রজনপদের রাজধানী কোথায় ছিল?
উওর: পুন্ড্রবর্ধন।

লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উওর: নদীয়া বা নবদ্বীপ।

গুপ্ত রাজবংশের শাসনমালে রাজধানী কোথায় ছিল?
উওর: বিদিশা।

বুগরা খানের শাসনামলে রাজধানী কোথায় ছিল?
উত্তর: লক্ষ্মণাবতী।

সেন আমল-লক্ষ্মণ সেনের শাসনামলে রাজধানী কোথায় ছিল?
উত্তর: নদীয়া বা নবদ্বীপ।

মুঘল শাসনামলে বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: সোনারগাঁও, ঢাকা।