ক্লোনিং
April 25, 2021

উত্তর: জীবকোষ থেকে নিউক্লিয়াস ডিম্বানুর সাথে নিষিক্ত করণের মাধ্যমে, অযৌন প্রক্রিয়ায় উৎপন্ন দেখতে হুবহু, একি বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করারে ক্লোনিং বলে।
ক্লোন শব্দটির প্রথম ব্যবহার করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৩ সালে
ক্লোন শব্দটির প্রথম ব্যবহার করেন কে?
উত্তর: বিজ্ঞানী হে বি এস হ্যাল্ডন।
বিজ্ঞানী হে বি এস হ্যাল্ডন কোন দেশের নাগরিক?
উত্তর: ইংল্যান্ডের।
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ক্লোনিং গবেষণা শুরু হয় কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে।
সর্বপ্রথম কে ক্লোনিং গবেষণা শুরু করেন?
উত্তর: অধ্যাপক ইউসম্যাস।
ইউসম্যাস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উত্তর: ফেইবার্গ বিশ্ববিদ্যালয়ের।
বিশ্বের প্রথম ক্লোন মানবশিশুর নাম কি?
উত্তর: ইভ।
ক্লোনিং পদ্ধতিতে জন্ম নেয়া প্রথম শিশুটি একটি?
উত্তর: কন্যা সন্তান।
বিশ্বের প্রথম ক্লোন মানব শিশুর উদ্ভাবক কে?
উত্তর: ফরাসি বিজ্ঞানী প্রতিখয়শা রসায়নবিদ এবং স্কেটলিয়ন ধর্ম গোষ্ঠীর অনুসারী ব্রিজিতি বোইসোলিয়ার।
বিশ্বের প্রথম ক্লোন মানবশিশু উদ্ভাবক কমিটির নাম কি?
উত্তর: ক্লোন এইড।
প্রথম ক্লোন শিশু ইভ এর মা কোন দেশের নাগরিক?
উত্তর: আমেরিকান।
কোন সংস্থা ক্লোন শিশু ইভ কে জন্মদানে সক্ষম হয়?
উত্তর: যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা কেন্দ্র ক্লোনেইড।
প্রথম ক্লোন শিশু ইভ এর জন্মদানে মুখ্যভূমিকা পালন করেন কে?
উত্তর: ক্লোনেইডডের প্রধান ব্রিজিট বোইসেলিয়া।
কোন ধর্মগোষ্ঠীর অধীনে ইভ এর জন্ম হয়?
উত্তর: ব্রেইলিয়ান ধর্মগোষ্ঠী।
দ্বিতীয় ক্লোন মানব শিশু কোন দেশে জন্মগ্রহণ করে?
উত্তর: নেদারল্যান্ড।
তৃতীয় ক্লোন মানব শিশু কোন দেশে জন্মগ্রহণ করে?
উত্তর: জাপানে।
ব্রিজিট রোএসালিয়ার পূর্বে কে ক্লোন শিশুর জন্মদানের ঘোষণা দিয়েছিলেন?
উত্তর: চিকিৎসক সেভেরিনো এডানোরি।
সেভেরিনো এডানোরি কোন দেশের চিকিৎসক ছিলেন?
উত্তর: ইতালির।
ভ্রুণ কোষের মাধ্যমে সৃষ্ট প্রথম মনুষ্য প্রতঙ্গ কি?
উত্তর: নাক।
ভ্রুণ কোষের মাধ্যমে সৃষ্ট প্রথম মনুষ্য প্রতঙ্গ কত সালে সৃষ্টি করা হয়?
উত্তর: ১৯০২ সালে
ভ্রুণ কোষের মাধ্যমে সৃষ্ট প্রথম মনুষ্য প্রতঙ্গ সৃষ্টি করেন কে?
উত্তর: জার্মান বিশেষজ্ঞ হ্যান্স স্পিম্যান।
বিশ্বে সর্বপ্রথম কোন প্রাণীর ক্লোনিং করা হয়?
উত্তর: ভেড়ার।
সর্বপ্রথম ক্লোনিংয়ের মাধ্যমে সৃষ্ট ভেড়ার নাম কি?
উত্তর: ডলি।
কার নামানুসারে ক্লোন ভেড়ার নাম রাখা হয় ডলি?
উত্তর: বিখ্যাত গায়িকা ডলি পার্টনের নামানুসারে।
ভেড়া ডলির কবে জন্ম হয়?
উত্তর: ৫ জুলাই, ১৯৯৬ সালে।
ক্লোনিং ভেড়া ডলির জন্মদানের ক্ষেত্রে কে প্রধান ভূমিকা পালন করে?
উত্তর: ইয়ান ইউলমুট এবং কিথ ক্যাম্পবেল (স্কটল্যান্ড)।
ভেড়া ডলির জন্ম হয় কোথায়?
উত্তর: স্কটল্যান্ডের রোসলিন ইনস্টিটিউটের সামনে অবস্থিত ছাউনিতে।
ক্লোনিং এর ক্ষেত্রে সর্বপ্রথম বড় ধরনের সফলতা কি?
উত্তর: ক্লোনিং ভেড়া ডলির জন্মদান।
বিশ্বের প্রথম ক্লোন ভেড়া ডলি কোন রোগে আক্রান্ত হয়েছিল?
উত্তর: আর্থাইটিস।
বিশ্বের প্রথম ক্লোন ভেড়া ডলি কোন রোগে মারা যায়?
উত্তর: ফুসফুসের রোগে।
বিশ্বের প্রথম ক্লোন স্তন্যপায়ী প্রাণী 'ডলি' কবে মারা যায়?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি, ২০০৩।
ভেড়া ডলির মৃতদেহ কোথায় সংরক্ষণ করে রাখা হয়েছে?
উত্তর: ন্যাশনাল মিউজিয়াম অব স্কটল্যান্ডে।
দ্বিতীয় ক্লোন ভেড়ার নাম কি?
উত্তর: পলি।
কোন দেশের বিজ্ঞানীরা ভেড়া 'পলি' সৃস্টি করেছেন?
উত্তর: ব্রিটিশ বিজ্ঞানীরা।
পলির জন্ম হয় কবে?
উত্তর: ১৯৯৭ সালের জুলাই মাসে।
ক্লোনিং পদ্ধতির প্রথম পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি করা হয় কবে?
উত্তর: ১৯৫২ সালে।
ক্লোনিং পদ্ধতির প্রথম পূর্ণাঙ্গ প্রাণী কি?
উত্তর: ব্যাঙ্গাচি।
ক্লোনিং পদ্ধতির প্রথম পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি করেন কে?
উত্তর: রবার্ট ব্রিগস ও থমাস জে কিং।
ক্লোন মেষ শাবক 'পলি'র জন্মদাতা প্রধান বিজ্ঞানীর নাম কি?
উত্তর: ইয়ান উইলমুট।
কোন জিন ব্যবহার করে 'পলি'র সৃস্টি করা হয়?
উত্তর: মানুষের জিন ব্যবহার করে।
ড. ইয়ান উইলমুট প্রথম কোন পদ্ধতিতে ক্লোন প্রাণী জন্ম দেন?
উত্তর: ভেড়া।
বিশ্বের প্রথম ক্লোন বিড়ালের নাম কি?
উত্তর: সিসি (কার্বন কপি)।
প্রথম ক্লোন বিড়ালের জন্মের ঘোষণা দেওয়া হয় কবে?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি, ২০০২।
সিসির জন্ম হয় কবে?
উত্তর: ২২ ডিসেম্বর, ২০০২।
বিশ্বের প্রথম ক্লোন বিড়াল ছানা জন্ম লাভ করে কোন দেশে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
কোথায় ক্লোন বিড়ালের জন্ম হয়?
উত্তর: টেক্সাস ও এন্ড এম বিশ্ববিদ্যালয়ে।
এ পর্যন্ত ক্লোনিংকৃত প্রাণীদের মধ্যে সর্বোচ্চ শ্রেণীভূক্ত স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উত্তর: বানর।
এ পর্যন্ত কত ধরনের স্তন্যপায়ী প্রাণীর ক্লোনিং সম্ভব হয়েছে এরা কি কি?
উত্তর: ৬ ধরনের। যথা: ভেড়া, ইঁদুর, ছাগল, গরু, শূকর ও বানর।
ক্লোন করা বাছুর তৈরির ক্ষেত্রে চতুর্থ বা সর্বশেষ রাষ্ট্র কোনটি?
উত্তর: চীন।
বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম কি?
উত্তর: টেট্টা।
কোন দেশের বিজ্ঞানীরা টেট্টার জন্ম দেন?
উত্তর: মার্কিন বিজ্ঞানীরা।
কোন মার্কিন প্রতিষ্ঠান ক্লোন বানর শাবকের জন্ম দেয়?
উত্তর: ওবিয়ন রিজিওনাল প্রাইভেট রিসার্স সেন্টার।
মানুষের জিন পশুর শরীরে প্রতিস্থাপন পদ্ধতিকে কি বলে?
উত্তর: ট্রান্সজেনিক।
বিশ্বের প্রথম ক্লোন ঘোড়ার নাম কি?
উত্তর: প্রমিথিয়া।
প্রমিথিয়া কবে জন্মগ্রহণ করে?
উত্তর: ২০০৩ সালের ২৮ মে।
প্রমিথিয়া কোথায় জন্মগ্রহণ করে?
উত্তর: ইতালিতে।