কম্পিউটার বিজ্ঞান

কম্পিউটার বিজ্ঞান
মানুষের উদ্ভাবিত প্রথম হিসাব গণনাকারী যন্ত্রের নাম কি?
উত্তর: অ্যাবাকাস।

কম্পিউটার কি?
উত্তর: কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র।

কম্পিউটার কে আবিষ্কার করেন? 
উত্তর: চার্লস ব্যবেজ।

সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?
উত্তর: সেসুর ক্রে।

কে সর্বপ্রথম কম্পিউটারের 'মাউস' তৈরি করেন?
উত্তর: উইলিয়াম ইংলিশ।

'হার্ড-ওয়ার' কি?
উত্তর: কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে 'হার্ডওয়ার' বলা হয়।

হার্ডওয়ার কার্যক্ষমতাকে কিসের  সাহায্যে কাজে লাগানো হয়?
উত্তর: সফটওয়্যারের সাহায্যে।

সফটওয়্যার কি?
উত্তর: কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে।

প্রোগ্রাম কি?
উত্তর: কম্পিউটার দিয়ে সমস্যা সমাধানের জন্য বিশেষ  অনুক্রমে সাজানো কাজে নির্দেশাবলী।

কম্পিউটার ভাইরাস কি?
উত্তর: এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম।

প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা কে?
উত্তর: লেডি অ্যাডা অগাস্টা বায়রন।

ল্যাপটপ কি?
উত্তর:ছোট ধরনের কম্পিউটার।

কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

হাইব্রিড বা মিশ্র কম্পিউটার কি?
উত্তর: সমন্বিত এনালগ ও ডিজিটাল কম্পিউটার।

E-Mail কি?
উত্তর: Electronic Mail.

E-Commerce কি?
উত্তর: Electronic Commerce.

প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি  ইলেকট্রনিক্স কম্পিউটারের নাম কি? 
উত্তর: UNIVAC.

Windows XP কি?
উত্তর: কম্পিউটার অপারেটিং সিস্টেম।

কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৭১ সালে।

অপারেটিং সিস্টেম কি নামে অভিহিত করা হয়?
উত্তর: সিস্টেম সফটওয়্যার।

VIRUS এর পূর্ণ অভিব্যক্তি কি?
উত্তর: Vital Information Resources Under Seige.

RAM কি?
উত্তর: কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বা কম্পিউটারের কর্ম এলাকা বুঝায়।

RAM এর পূর্ণ রূপ কি?
উত্তর: Random Access Memory 

ROM কি?
উত্তর: কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে ROM বলে।

ROM এর পূর্ণরূপ কি?
উত্তর: Read Only Memory.

কম্পিউটারের ভাষা কি? 
উত্তর: গাণিতিক।

কম্পিউটারের ব্যবহৃত দুটি অংক কি কি?
উত্তর: 0 এবং 1.

কম্পিউটারের ব্যবহৃত গাণিতিক পদ্ধতির নাম কি?
উত্তর: বাইনারি সিস্টেম।

১ মিলি সেকেন্ড কি?
উত্তর: কম্পিউটারের ভাষায় ১ সেকেন্ডের ১ হাজার ভাগের ১ ভাগ ।

কম্পিউটারের ভাষায় ১০ লক্ষ ভাগের ১ ভাগ সেকেন্ডকে কি বলা হয়?
উত্তর: ১ মাইক্রো সেকেন্ড।

কম্পিউটারের নেটওয়ার্কিং কি?
উত্তর: পরস্পর সংযুক্তি।

সুপার কম্পিউটারের উদাহরণ কি?
উত্তর: CARY-1

CARY-1 কোন ধরনের কম্পিউটার?
উত্তর: সুপার কম্পিউটার

NOVA-3 কোন ধরনের কম্পিউটার?
উত্তর: মিনি কম্পিউটার।

কয়টি BIT মিলে একটি BYTE হয়? 
উত্তর: ৮ থেকে ৬৪ টি।

মিনি কম্পিউটারের জন্মদাতা বলা হয় কাকে?
উত্তর: অলসেনকে।

মনিটরটি কম্পিউটারের কিসের মাধ্যমে সংযুক্ত থাকে?
উত্তর: ক্যাবল।

কম্পিউটারের অন্যতম প্রধান গুণ কি? 
উত্তর: দ্রুত গতিসম্পন্ন।

কম্পিউটারের প্রতিটি স্পন্দনকে কি বলা হয়?
উত্তর: BIT.

সর্বপ্রথম কত সালে কম্পিউটারের সংগঠন চিত্র অংকন করা হয়?
উত্তর: ১৮৩৩ সালে।

প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার 'মার্ক-১'-এর উদ্ভাবক কে?
উত্তর: হাওয়ার্ড এইকিন।

কোন কম্পিউটারের প্রথম ম্যাগনেটিক ড্রাম মেমোরি ব্যবহৃত করা হয়?
উত্তর: আইবিএম-৬৫০।

কম্পিউটারের উপাত্ত সংগ্রহের জন্য  প্রথম কার্ড আবিষ্কার করেন কে?
উত্তর: হ্যারমান হোলিরিথ।

কম্পিউটারে ব্যবহৃত Punch কার্ড কে আবিষ্কার করেন?
উত্তর: ফ্রান্সের মেরি জ্যাকার্ড।

বিক্রয়ের জন্য কোন কোম্পানি প্রথম  কম্পিউটার তৈরি করে?
উত্তর: বেমিংটনরেন্ড কর্পোরেশন।

কম্পিউটারের শব্দ বলা হয় কাকে? 
উত্তর: Byte কে।

কম্পিউটারের মেমোরি কত প্রকার? 
উত্তর: ২ প্রকার।

বিল গেটস এর প্রথম প্রোগ্রাম কি?
উত্তর: MS Word।

কম্পিউটারের ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কি?
উত্তর: ইন্টারনেট।

আইবিএম কোম্পানি প্রথম কত সালে আত্মপ্রকাশ করে?
উত্তর: ১৯২৪ সালে।

আইবিএম কোম্পানি কোন দেশের? 
উত্তর: যুক্তরাষ্ট্রের।

আইবিএম কোম্পানিকে কি বলা হয়? 
উত্তর: বিগ ব্লু।

কম্পিউটারের কার্সর মূলত কি? 
উত্তর: আলোক রেখা।

কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কি কি?
উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যার।

কম্পিউটারের প্রিন্টার লেজার জেট উদ্ভাবিত হয় কত সালে?
উত্তর: ১৯৮৪ সালে।

১ মেগাবাইটে কত বাইট?
উত্তর: ১০ লক্ষ বাইট।

একটি মিনি ফ্লপি ডিস্কের ব্যাস কত? 
উত্তর: ৫.২৫ ইঞ্চি।

একটি মাইক্রো ডিস্কের সাধারণ ব্যাস কত?
উত্তর: ৩.৫ ইঞ্চি।

প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তর: জন অ্যাটানাফস।

প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
উত্তর: এবিসি।

প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কত সালে তৈরি হয়?
উত্তর: ১৯৪২ সালে।

ফ্লপি ডিস্কের অপর নাম কি?
উত্তর: Diskette.

কম্পিউটারের প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯৭১ সালে।

কম্পিউটারের ফ্লপি ডিস্ক প্রথম কত সালে প্রচলিত হয়?
উত্তর: ১৯৭৩ সালে।

সর্বপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয় কত সালে?
উত্তর: ১৯৬৫ সালে।

প্রথম ট্রানজিস্টার দিয়ে কম্পিউটার তৈরি হয় কবে?
উত্তর: ১৯৫৮ সালে।

প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন কে?
উত্তর: ব্লেইজ প্যাসকেল।

দ্বিতীয় প্রজন্মের প্রথম কম্পিউটার কি? 
উত্তর: আইবিএম ৭০৯০।

আইসি দিয়ে প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
উত্তর: আইবিএম-৩৬০।

কম্পিউটারের হার্ডডিস্ক কোন ধরনের স্মৃতি?
উত্তর: সহায়ক স্মৃতি।

কম্পিউটারের হার্ডডিস্কের চেয়ে ছোট হার্ডডিস্ককে কি বলে?
উত্তর: ফ্লপি ডিস্ক।

কোন মাধ্যম কম্পিউটারকে টেলিফোনের মতো সংযুক্ত করে?
উত্তর: মডেম।

পৃথিবীর সবচেয়ে বড় পিসি সফটওয়্যার কোম্পানির নাম কি?
উত্তর: Microsoft Corp.

কম্পিউটারের গ্রহণ ও নির্গমন ক্ষমতাবিশিষ্ট যন্ত্রকে কি বলা হয়?
উত্তর: কম্পিউটার টার্মিনাল।

সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি? 
উত্তর: গুগল।

প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি?
উত্তর: অ্যাপেল।

অ্যাপেল এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্টিভ জবস ও স্টিফেন উইনিয়াক।

অ্যাপেল কম্পিউটার আবিস্কৃত হয় কবে?
উত্তর: ১৯৭৬ সালে।

অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস  মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ৫ অক্টোবর ২০১১ সালে।

Wi-fi প্রযুক্তির প্রচলন শুরু হয় কত সালে?
উত্তর: ২০০৫ সালে।

বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি?
উত্তর: আইটিকম।

সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি?
উত্তর: সুপার কম্পিউটার।

কম্পিউটারের তথ্য প্রদান ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তর: ইনপুট।

কম্পিউটারের প্রাণ শক্তি কোনটি?
উত্তর: সফটওয়্যার।

প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিব্যাক তৈরি হয় কত সালে?
উত্তর: ১৯৫১ সালে।

পার্সোনাল কম্পিউটারকে কোন প্রজন্মের কম্পিউটার হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর: চতুর্থ।

প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহৃত হয়? 
উত্তর: বায়ুশূন্য বাল্ব।

কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ)।

কম্পিউটার তথ্য দেখার জন্য সবচেয়ে বেশী ব্যবহৃত হয় কি?
উত্তর: মনিটর।

প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কে?
উত্তর: ইন্টেল কোম্পানি।

প্রথম মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়া হয় কবে?
উত্তর: ১৯৭৬ সালে।

অ্যানালগ ও ডিজিটাল-এর সমন্বয়ে কোন কম্পিউটার গঠিত হয়?
উত্তর: হাইব্রিড কম্পিউটার।

কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তর: মাদারবোর্ড।

মাইক্রোসফট এর সার্চ ইঞ্জিন কোনটি? 
উত্তর: বিং।

সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইউনিট গঠিত কি কি নিয়ে?
উত্তর: অপারেটিং সিস্টেম,ডাটাবেজ ম্যানেজমেন্ট  সিস্টেম ও নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম।

কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সংমিশ্রণ কি?
উত্তর: বিটস।

এক বাইটে বিটের সংখ্যা কত?
উত্তর: আট।

কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট সমান কত বাইট?
উত্তর: ১২৪×১২৪ বাইট।

ফ্লপি ডিস্ক কি?
উত্তর: একটি পরিবাহী স্মৃতি।

কম্পিউটার ভিত্তিক মাল্টিমিডিয়া কে কি বলা হয়?
উত্তর: নন লিনিয়ার মাল্টিমিডিয়া।

কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বুঝায়?
উত্তর: এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল।

সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
উত্তর: সিস্টেম সফটওয়্যার।

UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক  প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: আইবিএম।

কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
উত্তর: ADA.

OMR কি?
উত্তর: Optical Marker Reader.

বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে  ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম কি?
উত্তর: ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল।

বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কত সালে?
উত্তর:১৯৬৪ সালে 

বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কোথায়?
উত্তর: পরমাণু শক্তি কেন্দ্রে।

বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
উত্তর: আইবিএম-১৬২০।

বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহার করা হয় কত সালে?
উত্তর: ১৯৯৬ সালে।

বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি?
উত্তর: বিজয় বাংলা ফন্ট।

বাংলাদেশের প্রথম বাংলা ফন্ট ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯৮৭ সালে।

বাংলাদেশের দ্বিতীয় কম্পিউটার স্থাপিত হয় কোথায়?
উত্তর: আদমজী জুট মিলে।

বাংলাদেশের দ্বিতীয় কম্পিউটার স্থাপিত হয়  কত সালে?
উত্তর: ১৯৬৫ সালে।