কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা
April 25, 2021

কূটনীতি কি?
উত্তর: কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য সরকারি ভাবে পরিচালিত কার্যক্রম।
অ্যাটর্নি জেনারেল বলতে কি বুঝ?
উত্তর: একটি দেশের সরকারের প্রধান আইনজীবীকে।
ডিপ্লোমেসি বলতে কী বোঝো?
উত্তর: কূটনৈতিক বিভিন্ন দেশের সাথে চুক্তির পূর্বে শত্রুতা না করে আলোচনা বা চুক্তি ব্যবস্থা কৌশল।
ডিপ্লোমেটিক ইলনেস কি?
উত্তর: কোনো অনুষ্ঠান বা সভায় যোগদান না করার অজুহাতে অসুস্থতাকে ডিপ্লোমেটিক ইলনেস বলে।
রাষ্ট্রদূত কি?
উত্তর: এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকই হল রাষ্ট্রদূত।
অ্যাটর্নী কি?
উত্তর: রাষ্ট্রদূতের সহকারীদের মধ্যে একজন সদস্য যিনি মিক্স, সংস্কৃতি, সামরিক, শ্রম ইত্যাদি বিষয়ের যেকোনো একটি বিষয়ে দেখাশুনা করেন তাকে অ্যাটর্নী বলে।
'চার্জ দ্য অ্যাফেয়ার্স' কি?
উত্তর: একজন রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান।
অ্যাম্বাসাডর কি?
উত্তর: একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকদের অ্যাম্বাসাডর বলে।
হাইকমিশনার কি?
উত্তর: কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকদের হাইকমিশনার বলা হয়।
হুইপ কি?
উত্তর: পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে সঙ্ঘবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত।
দ্বৈত শাসন কি?
উত্তর: একই রাষ্ট্রের দুইশক্তির শাসনব্যবস্থা।
শ্বেতপত্র কি?
উত্তর: কোন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার কর্তৃক প্রকাশিত বিবরণী।
টাস্কফোর্স কি?
উত্তর: কোন দেশের স্থল, বিমান ও নৌ-বাহিনীর সম্মিলিত সৈন্যদল।
বাফার স্টেট কি?
উত্তর: বিবাদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র, কম শক্তি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র।
স্বায়ত্তশাসন কি?
উত্তর: স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা।
ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ কি?
উত্তর: এই মতবাদের মূলনীতি ব্যক্তি স্বাধীনতা।
সাম্রাজ্যবাদ কি?
উত্তর: অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ।
ফ্যাসিবাদ কি?
উত্তর: ফ্যাসিবাদের মুখ্য নীতি জনগণের জন্য রাষ্ট্র নয় রাষ্ট্রের জন্য জনগণ। রাষ্ট্রই সকল ক্ষমতার অধিকারী, ব্যক্তি নয়।
বামপন্থী কি?
উত্তর: প্রগতিশীল মতবাদ ও সমাজতন্ত্র বিশ্বাসীদেরকে বলা হয় বামপন্থী।
জাতীয়তাবাদ কি?
উত্তর: কোন জাতি বা সমাজের জাতীয় সংহতি বজায় রাখাকে জাতীয়তাবাদ বলে।
মার্কসবাদ কি?
উত্তর: কার্ল মার্কস এর মতবাদ ধনতান্ত্রিক, রাজতন্ত্র, উচ্ছেদ করে শ্রেণী বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করাই এর কাজ।
তৃতীয় বিশ্ব কোন দেশদের বলা হয়?
উত্তর: স্বাধীনতা প্রাপ্ত বিশ্বে উন্নয়নশীল দেশ।
স্ট্র ভোট কি?
উত্তর: কোন বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক বেসরকারিভাবে গৃহিত ভোট।
স্যাটেলাইট স্টেট কি?
উত্তর: প্রতিবেশী বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র।
প্রটোকল কি?
উত্তর: কূটনৈতিক পরিভাষায় একে সাধারণ আন্তর্জাতিক দলিল বুঝায়। আন্তর্জাতিক সভা-সমিতির কার্য-বিবরণী।
পুলম কি?
উত্তর: পুলম একটি সাধারণ চুক্তি ফার্মের উৎপাদন পরিমাণ নির্দিষ্ট করে দেয় কিন্তু প্রত্যেক ফার্মেই তার নিজ নিজ সত্তা বজায় রাখে এবং পরিচালনায় উৎপাদন কার্য চালায়।
গণভোট কাকে বলে?
উত্তর: কোন বিতর্কিত প্রশ্নে রাষ্ট্রের ভোটদাতা কর্তৃক প্রত্যক্ষ ভোট।
জানটা কি?
উত্তর: একটি স্ব-গঠিত সমিতি যা গোপনে রাজনৈতিক উদ্দেশ্যে লিখিত হয়।
ইমপিচমেন্ট কি?
উত্তর: রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধের জন্য রাষ্ট্রের প্রধান বা কোন মন্ত্রী পার্লামেন্টে বা এজন্য গঠিত উচ্চ ট্রাইব্যুনালে বিশেষ বিচার।
ঘেরাও কি?
উত্তর: ধর্মঘট জনতা কর্তৃক দাবি আদায়ের উদ্দেশ্যে জোরপূর্বক ভয় দেখিয়ে এক বা একাধিক লোককে ঘরে আবদ্ধ রাখার কৌশল।
Veto কি?
উত্তর: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই ৫ টি দেশের veto power রয়েছে।এর অর্থ আমি ইহা মানি না।
পঞ্চম বাহিনী(5th column) কাকে বলা হয়?
উত্তর: যে জনতা গোপনে নিজ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং শত্রুকে সাহায্য করে।
একনায়কতন্ত্র কি?
উত্তর: একনায়কতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত।
দাঁতাত কি?
উত্তর: দুই দেশের মধ্যে বিরাজমান কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা।
গণতন্ত্র কি?
উত্তর: জনগণ দ্বারা নিয়ন্ত্রিত শাসনব্যবস্থা, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে।
ডী জুরী কি?
উত্তর: আইনগত নতুন সরকার বা রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি।
ডী ফ্যাক্টো বলতে কি বুঝায়?
উত্তর: বাস্তবিকপক্ষে নতুন সরকার বা রাষ্ট্রের রীতিসিদ্ধ স্বীকৃতির পূর্বেই যেকোনো ধরনের আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টির করার জন্য বিধিবদ্ধ আইন।
ক্রুশ ভোটিং কি?
উত্তর: শাসক দল ও বিরোধী দলের সদস্যগণ যখন দলগত বাধা ও সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেন।
আমলাতন্ত্র বলতে কি বুঝায়?
উত্তর: আমলাদের দ্বারা পরিচালিত সরকার।
বুর্জোয়া বলতে কি বুঝায়?
উত্তর: মধ্যবর্তী সম্প্রদায়,মার্কসিস্টদের মতে যারা মালিক শ্রেণীকে পছন্দ করেনা এবং শোষণ করে তাদেরকেই বলে বুর্জোয়া।
বহিঃসমর্পণ চুক্তি Extradition Treaty কি?
উত্তর: বহিঃসমর্পণ চুক্তি Extradition Treaty হলো এক দেশের অপরাধীকে অন্য দেশে চুক্তির মাধ্যমে তার নিজের দেশে ফেরত পাঠানো।
ব্লু বুকস কি?
উত্তর: নীল মলাটে বাধানো ইংল্যান্ডের ব্যবস্থাপক সভার বা খাস রাজসভার বিবরণী পুস্তক।
ব্ল্যাক স্মার্ট কাদের বলা হয়?
উত্তর: ইতালির মুসোলিনের ফ্যাসিস্ট দল।
রাজনৈতিক আশ্রয় কি?(Asylum)
উত্তর: যখন কোন রাজনৈতিক শরণার্থী অন্য কোন দেশে আশ্রয় নেন তখন তাকে রাজনৈতিক আশ্রয় বলা হয়।
অ্যাডাল্ট ফ্রাঙ্কাইজ বলতে কি বুঝায়?
উত্তর: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ভোটার পুরুষ ও মহিলা ভোটারদের ভোট অধিকার।
অ্যাপার্ট হেড কি?
উত্তর: জাতিগত বা বর্ণ গত বৈষম্যকে অ্যাপার্ট হেড বলে।
বাই ক্যামেরাল লেজিসলেটার শব্দটি দ্বারা কি বুঝায়?
উত্তর: যেকোনো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
শোভিনিজম কি?
উত্তর: অন্ধ দেশপ্রেম বা উগ্র স্বদেশিকতা।
অধ্যাদেশ কাকে বলে?
উত্তর: জরুরি অবস্থা মোকাবেলার জন্য রাষ্ট্রপ্রধান কর্তৃক জারিকৃত আইন।
স্যাভাটোজ কি?
উত্তর: অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোন কিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্য করা।
কুয়োমিন্টাং কাদের বলা হয়?
উত্তর: চীনা জাতীয় বিপ্লবীদল।
বলশেভিক কি?
উত্তর: রাশিয়ায় যারা কার্ল মার্কস মতবাদে বিশ্বাসী।
ফেডারেশন কি?
উত্তর: ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হচ্ছে কয়েকটি অঙ্গরাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত, যার ক্ষমতা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে সাংবিধানিকভাবে বন্টন হয়। যেমন: আমেরিকা, কানাডা ও ভারত।
কনফেডারেশন কি?
উত্তর: কয়েকটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র মিলিত হয়ে যে সংস্থা গঠন করে তাকে কনফেডারেশন বলে।
PL-480 কি?
উত্তর: PL-480 হচ্ছে পাবলিক-ল ৪৮০। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য প্রদান সংক্রান্ত একটি আইন।