পৃথিবীর পরিচিতি
April 25, 2021
1

উওর: প্রায় ৪,৫০০ মিলিয়ন বছর।
পৃথিবীর আয়তন কত?
উওর: ৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার।
পৃথিবীর পরিধি কত?
উওর: প্রায় ৪০,২৩৪ কি.মি. বা ২৫০০০ মাইল।
পৃথিবীর ব্যাস কত?
উওর: প্রায় ১২,৭৬৫ কি.মি.।
পৃথিবীর ব্যাসার্ধ কত?
উওর: প্রায় ৬,৪৩৬ কি.মি.।
পৃথিবীর স্থলভাগের আয়তন কত?
উওর: ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কি.মি.।
পৃথিবীর স্থলভাগ মোট আয়তনের কত ভাগ?
উত্তর: ২৯ ভাগ।
পৃথিবীর জলভাগের আয়তন কত?
উওর: ৩৬,১১,৪৮,২০০ বর্গ কি.মি.।
পৃথিবীর জলভাগ মোট আয়তনের কত ভাগ?
উত্তর: ৭১ ভাগ।
সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উওর: ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে কত সময় লাগে?
উওর: ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
উওর: ১৪,৯৫,০০,০০০ কি.মি.।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উওর: ৩,৮৪,৪০০ কি.মি.।
পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?
উওর: ৭ টি।
পৃথিবীর ৭ টি মহাদেশের নাম কি কি?
উত্তর: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উওর আমেরিকা, দক্ষিণ আমেরিকা,অস্টেলিয়া ও এন্টার্কটিকা মহাদেশ।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।
এশিয়ার আয়তন কত?
উওর: ৪,৪৪,৯৩,০০০ বর্গ কি.মি.।
এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কত?
উত্তর: ৪৬ টি।
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উওর: ওশেনিয়া।
আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি?
উওর: রাশিয়া।
আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উওর: ভ্যাটিকান।
জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উওর: চীন।
জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উওর: ভ্যাটিকান।
পৃথিবীর মোট রাষ্ট্র সংখ্যা কত?
উওর: ২৩৩ টি।
পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উওর: ২০৩ টি।
পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতটি?
উওর: ১৯৫ টি।
জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উওর: ১৯৩ টি।
সর্বশেষ বা ১৯৫ তম স্বাধীন দেশ কোনটি?
উওর: দক্ষিণ সুদান।
দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে কবে?
উওর: ৯ জুলাই ২০১১ সালে।
পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উওর: ১২২ টি।
পৃথিবীর সবচেয়ে উওরের নগরী কোনটি?
উওর: হ্যামারফাস্ট।
হ্যামারফাস্ট নগরী কোথায় অবস্থিত?
উত্তর: নরওয়ে।
পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উওর: পুয়োটো উইলিয়াম।
পুয়োটো উইলিয়াম নগরী কোথায় অবস্থিত?
উত্তর: চিলি।
পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উওর: চিলি।
পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উওর: ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত বলে ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়।
পৃথিবীর খন্ডিত রাষ্টগুলো কী কী?
উওর: জাপান ও ইন্দোনেশিয়া।
পৃথিবীর কোন কোন দেশ দুইটি মহাদেশে অবস্থিত?
উওর: রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
পৃথিবীর কোন শহর বা নগরটি দুটি দেশে পড়েছে?
উওর: পানমুনজাম।
পানমুনজাম কোথায় অবস্থিত?
উত্তর: উওর কুরিয়া ও দক্ষিণ কুরিয়ার মধ্যে।
কোন দেশকে নিরপেক্ষ দেশ বলা হয়?
উওর: সুইজারল্যান্ডকে।
বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উওর: ইন্দোনেশিয়া।
বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উওর: চীন।
চীনের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে?
উত্তর: ১৪ টি দেশের।
পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উওর: চাঁদ।
পৃথিবীতে মহাসাগর রয়েছে কয়টি?
উওর: ৫ টি।
পৃথিবীর মহাসাগর গুলো কি কি?
উত্তর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উওর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উওর: প্রশান্ত মহাসাগর
প্রশান্ত মহাসাগরের আয়তন কত?
উত্তর: ১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.।
পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
উওর: আর্কটিক মহাসাগর।
আর্কটিক মহাসাগরের আয়তন কত?
উত্তর: ১ কোটি ৫০ লাখ বর্গ কি.মি.।
পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
উওর: প্রশান্ত মহাসাগর।
প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটির নাম কী?
উওর: মারিয়ানা টেঞ্চ।
মারিয়ানা টেঞ্চের গভীরতা কত?
উত্তর: ১১,০৩৩ মিটার।
পৃথিবীর মোট জনসংখ্যা কত?
উওর: ৭.৭ বিলিয়ন। (২০১৯)
পৃথিবীর জনসংখ্যা ৬০০ কোটিতে পরিণত হয় কবে?
উওর: ১২ অক্টোবর, ১৯৯৯ সালে।
পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটিতে পরিণত হয় কবে?
উওর: ৩১ অক্টোবর ২০১১ সালে।