বিশ্বের বিখ্যাত স্থান সমূহ

বিশ্বের বিখ্যাত স্থান সমূহ
'আইফেল টাওয়ার' কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিসে।

'আইফেল টাওয়ারের' উচ্চতা কত?
উত্তর: ৩০০ মিটার (৯৮৫ ফুট)।

বিশ্ব বিখ্যাত 'দি ল্যুভর মিউজিয়ামটি' কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিসে।

'বাংলা টাউন' কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডনের ব্রিকলেন শহরে।

"ওয়েস্ট মিনিস্টার অ্যাবে" কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডনে।

'হোয়াইট হল' কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাজ্যে।

বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু' কোথায় অবস্থিত?
উত্তর:বেলজিয়াম।

সালফারের জন্য বিখ্যাত 'সিসিলি' দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর: ইতালিতে।

বিখ্যাত 'হাইড পার্ক' কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডনে।

পৃথিবীর অন্যতম সবচেয়ে উঁচু বিল্ডিং  'আম্পায়ার স্টেট' কোথায় অবস্থিত?
উত্তর:নিউইয়র্কে।

নাসা (ন্যাশনাল  অ্যারোনটিক্স অ্যান্ড  স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) কোন দেশের সংস্থা?
উত্তর: যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রের নাম কি?
উত্তর: নাসা।

নাসা কোথায় অবস্থিত?
উত্তর: কেপ কেনেডি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: পেন্টাগন, ওয়াশিংটনে।

হোয়াইট হাউসে প্রথম যুক্তরাষ্ট্রের  কোন রাষ্ট্রপতি বাস করেছিলেন?
উত্তর: জন অ্যাডামস।

আই. ডি. এ-এর (I.D.A) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ওয়াশিংটনে।

যুক্তরাষ্ট্রের 'ওয়াটার গেট' কি?
উত্তর: ওয়াশিংটনের একটি বাণিজ্যিক ভবন।

লস এঞ্জেলস কেন বিখ্যাত?
উত্তর: ২৩ তম অলিম্পিকের জন্য ও চলচ্চিত্রের শিল্পের জন্য।

'স্ট্যাচু অব লিবার্টি' কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্কে।

মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় কোন দেশ?
উত্তর: ফ্রান্স।

ভারতের বিখ্যাত 'কুতুব মিনার' কোথায় অবস্থিত?
উত্তর: দিল্লিতে।

‘স্পিনিক্স’ (Sphnix) কোথায় অবস্থিত?
উত্তরঃ মিশর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত সমরক্ষেত্র আল-আমিন কোথায় অবস্থিত?
উত্তর: মিশর।

ঐতিহাসিক 'ফেজ শহরটি' কোথায় অবস্থিত?
উত্তর: মরক্কোয়।

"কর্সিকা" দ্বীপ টি কোথায় অবস্থিত
উত্তর: ভূ-মধ্যসাগরে।

'১০ নং ডাউনিং স্ট্রিট' কি?
উত্তর:ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাবেক বাসভবন।(টনি ব্লেয়ার ১১ নং ডাউনিং স্ট্রিটে বাস করেন)।

'ফকল্যান্ড দ্বীপ' কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ আটলান্টিক মহাসাগরে।

'পোর্ট ব্লেয়ার' দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর: বঙ্গোপসাগরে (আন্দামান নিকোবর দ্বীপের রাজধানী)।

'ব্যাবিলনের শূন্য উদ্যান' কোথায় অবস্থিত?
উত্তর: বর্তমান ইরাকে।

রাশিয়া সরকারের সচিবালয়ের নাম কি?
উত্তর:ক্রেমলিন।

ভারতের 'সিয়াচেন' জায়গাটি কোথায় অবস্থিত?
উত্তর: ভারত-পাকিস্তান সীমান্তে।

বৌদ্ধ সভ্যতার জন্য  বিখ্যাত 'তক্ষশীলা' কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের  বিচার করা হয়েছিল কোথায়?
উত্তর: নুরেমবার্গে।

ঐতিহাসিক 'কনস্ট্যান্টিনোপল' জায়গাটি কোথায় অবস্থিত?
উত্তর: তুরস্কে।

'আল আকসা' মসজিদটি কোথায় অবস্থিত?
উত্তর: জেরুজালেমে।

বিখ্যাত 'সোফিয়া' মসজিদটি কোথায় অবস্থিত?
উত্তর: তুরস্কে।

গুহা শিল্পের জন্য বিখ্যাত অজন্তা ও ইলোরা কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে।

'গেটওয়ে অব ইন্ডিয়া' কার সম্মানে নির্মিত হয়?
উত্তর:ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ।

ইন্ডিয়ান হাউজ (Indian House) কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডনে।

ইন্ডিয়ান হাউজ (Indian House) কেন বিখ্যাত?
উত্তর: লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাস।

'লিটন ইন্ডিয়া' কোথায় অবস্থিত?
উত্তর: সিঙ্গাপুরের সেরাঙ্গুনে ভারতীয়  বসবাসরত এলাকা।

'মিনি বাংলাদেশ' কোথায় অবস্থিত?
উত্তর: সিঙ্গাপুরের সেরাঙ্গুনে বাঙ্গালি বসবাসরত এলাকা।

বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ ইংল্যান্ডে।

লন্ডনের ব্যস্ততম বিমান বন্দরের নাম কি?
উত্তর: হিথ্রো।

পাট শিল্পের জন্য বিখ্যাত ডান্ডি কোথায় অবস্থিত?
উত্তর: স্কটল্যান্ডে।

'কোদারী' কি?
উত্তর: নেপাল ও চীনের মধ্যে নির্মিত সড়ক।

'গ্রেট হল' কোথায় অবস্থিত?
উত্তর: চীনে।

'কারাকোরাম' (সিল্ক রোড) মহাসড়ক কোথায় অবস্থিত?
উত্তর: চীন ও পাকিস্তানের মধ্যে।

নেপাল সরকারের প্রধান কার্যালয়ের নাম কি?
উত্তর: সিংহ দরবার।

নাগার্নো-কারাবাখ করিডোরটি  কোথায় অবস্থিত?
উত্তর: আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে।

রেড আর্মি কোথাকার  সন্ত্রাসবাদি সংস্থা?
উত্তর: জাপানের।

'নেতাজী সুভাষ চন্দ্রবসু' বিমানবন্দরটি   ভারতের কোথায় অবস্থিত?
উত্তর: কোলকাতায়।

আধ্যাত্মিক সাধক হযরত খাজা  মইনুদ্দিন চিশতীর মাজার কোথায় অবস্থিত?
উত্তর: আজমীর,ভারত।

ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
উত্তর:এলিসি প্রাসাদ।

পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: কারুইন বিশ্ববিদ্যালয় (মরক্কো)।

মান্দানাও কি?
উত্তর: ফিলিপাইনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দ্বীপ।

তাপসী হযরত রাবেয়ার জন্মভূমি কোথায়?
উত্তর: বসরা, ইরাক।