গৌড় রাজ্য
April 25, 2021

বাংলার ইতিহাসে বাঙালিদের দ্বারা প্রথম রাজ্য কোনটি?
উত্তর: গৌড় রাজ্য।
স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন কে?
উওর: শশাঙ্ক।
কত সালে গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়?
উওর: ৬০৬ সালে।
স্বাধীন গৌড় রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উওর: কর্ণসুবর্ণ বা কানসোনা।
কর্ণসুবর্ণ বতর্মানে কোন অঞ্চলের নাম?
উওর: মুর্শিদাবাদ জেলা।
গৌড় বংশের শক্তিশালী রাজা কে ছিলেন?
উওর: শশাঙ্ক।
স্বাধীন গৌড় রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন?
উওর: সম্রাট শশাঙ্ক।
শশাঙ্কের উপাধি কী ছিল?
উওর: মহাসামন্ত।
শশাঙ্ক কত সাল পযর্ন্ত প্রবল প্রতাপের সাথে ভারত শাসন করেন ?
উওর: ৬১৯ সাল পযর্ন্ত।
শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উওর: কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)।
গৌড় রাজ্যকে শক্তিশালী রাজ্য পরিণত করার জন্য শশাঙ্ক কোন উপাধি ধারণ করেন?
উওর: রাজাধিরাজ।
কোন শাসক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন?
উওর: শশাঙ্ক(৬০৬ সালে)।
প্রজাদের জল কষ্ট দূর করার জন্য শশাঙ্ক কোন দিঘি খনন করেন?
উত্তর: শরশঙ্ক।
রাজা শশাঙ্কের মৃত্যুর পর কে গৌড় রাজ্য শাসন করেন?
উত্তর: শশাঙ্কের পুত্র মানব।
গৌড় রাজ্য কে দখল করেন?
উত্তর: রাজা হর্ষবর্ধন ও কামরূপের রাজা ভাস্করবর্মণ গৌড় রাজ্যকে দুই ভাগে ভাগ করে দখল করেন।
কর্ণসুবর্ণ কে সফলভাবে দখল করেন?
উত্তর: ভাস্করবর্মণ।
কার আমন্ত্রণে হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিল?
উত্তর: ভাস্করবর্মণের।
রাজা হর্ষবর্ধন কখন সিংহাসনে আরোহণ করেন?
উওর: ৬০৬ খ্রিস্টাব্দে।
হর্ষবর্ধন কোন অঞ্চলের রাজা ছিলেন?
উওর: ধানেশ্বরের।
হর্ষবর্ধনের সময় আগত চৈনিক পরিব্রাজকের নাম কি?
উওর: হিউয়েন সাং।
হিউয়েন সাং এর আগমনের সময়কাল কত?
উওর: ৬৩০ খ্রিস্টাব্দ।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?
উওর: রাজা হর্ষবর্ধন।
রাজা হর্ষবর্ধন কখন মৃত্যুবরণ করেন?
উওর: ৬৪৩ খ্রিস্টাব্দে।
রাজা হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
উওর: কনৌজে।
রাজা হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
উওর: বাণভট্ট।