গুপ্ত সাম্রজ্য
April 25, 2021

গুপ্ত সাম্রাজ্যের সময়কাল কত?
উত্তর: খ্রিষ্ট্রীয় ৩২০-৫৫০ অব্দ।
গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উওর: প্রথম চন্দ্রগুপ্ত।
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?
উওর: পাটালি পুত্র।
প্রথম চন্দ্রগুপ্ত কত সালে গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন করেন?
উওর: খ্রিস্টপূর্ব ৩২ সালে।
গুপ্ত সম্রাটদের আদি বাসস্থান কোথায়?
উওর: উওর প্রদেশে।
গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উওর: সমুদ্রগুপ্ত।
সমুদ্র গুপ্তের রাজত্বকাল কত?
উত্তর: ৩৩৫-৩৮০ অব্দ।
সমুদ্রগুপ্ত কতবছর রাজত্ব করেন?
উওর: ৪০ বছর।
সমুদ্র গুপ্ত কাব্য রচনা করে কী উপাধি লাভ করেন?
উওর: কথিরাজ।
সমুদ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়?
উওর: পাটালী পুত্র।
সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের সীমানা ছিল কোন পযর্ন্ত?
উওর: উওরে হিমালয় এবং দক্ষিণ নর্মদা।
গুপ্ত সম্রাটদের মধ্যে কাকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়?
উওর: সমুদ্রগুপ্তকে।
ফা হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন?
উওর: চীনের।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কোন বিখ্যাত চীনদেশীয় পরিব্রাজকে ভারত পরিদর্শন করেন?
উওর: ফা হিয়েন।
ফা হিয়েন এর ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম কী?
উওর: ফো-কুয়ো-কিং।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল-
উওর: বিক্রমাদিত্য।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখন ক্ষমতায় আরোহণ করেন?
উওর: খ্রিস্টপূর্ব ৩৮০ সনে।
সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমণ করেন?
উওর: ফা-হিয়েন।
ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষে আসেন?
উওর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমণ করেন?
উওর: সপ্তম শতকে (৬৩৪ সালে)।
'বিক্রমাদিত্য' কার উপাধি ছিল?
উওর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
'সিংহবীর' কার উপাধি ছিল?
উওর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
কালিদাস কোন যুগের কবি?
উওর: গুপ্ত যুগের।
কালিদাসের মহাকাব্যের নাম কী?
উওর: মেঘদূত।
গুপ্ত যুগকে স্বর্ণ যুগ বলা হয় কেন?
উত্তর: গুপ্ত যুগ ছিল আবিষ্কার, বিজ্ঞান, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম ও দর্শন চর্চার উৎকর্ষের যুগ। বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত গুপ্ত যুগেরই ফসল। এছাড়াও এই আমলে অনেক পণ্ডিত ব্যক্তি যেমন: কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, বিষ্ণু শর্মা এর অবির্ভাব হয়েছিল।
গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি?
উত্তর: রাজপুত্রদের অন্তর্দ্বন্দ ও দুর্বলতা, বৌদ্ধ ধর্মের প্রভাব, সামন্তপ্রথা, সৈন্যবাহিনীর অভাব, অর্থনৈতিক বিপর্যয়, বৈদেশিক আক্রমণ ইত্যাদি।