আলেকজান্ডারের ভারতবর্ষ আগমন
April 25, 2021

উওর: রাজা দশরথের পুত্র ভরত এর নাম অনুসারে।
আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন?
উওর: ম্যাসিডোনিয়া।
আলেকজান্ডার কোন দেশের অধিবাসী?
উওর: গ্রিসের।
আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন?
উওর: এরিস্টটল।
আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম কি?
উওর: সেলিওকাস।
আলেকজান্ডার ভারতবর্ষে আগমণ করেন কখন?
উওর: খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে।
আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমনের পূর্বে কোন সাম্রাজ্য দখল করেন?
উত্তর: পারস্য সাম্রাজ্য।
পারস্য সাম্রাজ্যের সীমানা কতটুক পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তর: ভারতীয় উপমহাদেশের পশ্চিম সিন্ধু নদ সীমানা পর্যন্ত।
আলেকজান্ডার সিন্ধু নদ পার হয়ে ভারতের মূল ভূ-খন্ডে পদার্পন করে কখন?
উত্তর: ৩২৬ অব্দে।
আলেকজান্ডার প্রথম কোথায় আক্রমণ করেন?
উওর: হিন্দুকুশ পর্বত অঞ্চলে।
আলেকজান্ডারের ভারত আক্রমণ প্রাক্কালে সৈন্যের সংখ্যা ছিল কত?
উওর: চল্লিশ হাজার।
আলেকজান্ডার কতদিন ভারতে থাকেন?
উওর: প্রায় ১৯ মাস।
আলেকজান্ডার কবে ভারত ত্যাগ করেন?
উওর: খ্রিস্টপূর্ব ৩২৫ অব্দে।
আলেকজান্ডার কখন মৃত্যুবরণ করেন?
উওর: খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে।
আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন?
উওর: ব্যাবিলনে।