বাংলাদেশের শিল্প কারখানা

বাংলাদেশের শিল্প কারখানা
দেশে প্রথম পরিবেশ বান্ধব শিল্প পার্ক স্থাপিত হচ্ছে কোথায়?
উত্তর: সিরাজগঞ্জে।

সারাদেশে অবস্থিত বিসিকের শিল্প নগরী কয়টি?
উত্তর: ৭৬ টি।

বাংলাদেশ পাবলিক সেক্টর কর্পোরেশন কোম্পানি গুলোর মধ্যে সর্ববৃহৎ কোম্পানি কোনটি?
উত্তর: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন।(বিসিআইসি)

মাঝারি ও বড় মিলিয়ে বিসিআইসির মোট কতটি শিল্পকারখানা রয়েছে?
উত্তর: ১২ টি।

বাংলাদেশে মোট কয়টি ইপিজেট আছে?
উত্তর: ৮ টি।

বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত?
উত্তর: ৩৫.১৪% ভাগ।

২০১৮-২০১৯ অর্থবছরে শিল্পের প্রবৃদ্ধি হার কত?
উত্তর: ১৩.০২% (সূত্র:অর্থনৈতিক সমীক্ষা-২০১৯)।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে কোন খাত থেকে?
উত্তর: তৈরি পোশাক।

বর্তমানে তৈরি পোশাক থেকে রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে?
উত্তর: ৮৩.৯০% (সূত্র:অর্থনৈতিক সমীক্ষা-২০১৯)।

তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ষষ্ঠ।

পোশাক শিল্পে GSP বা MPA সুবিধা শেষ হয়ে যায় কবে?
উত্তর: ৩১ ডিসেম্বর,২০০৪।

বাংলাদেশের মোট বস্ত্রকল কয়টি?
উত্তর: ২৪ টি।

পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয়।

দেশে পাটকলের সংখ্যা কয়টি?
উত্তর: ৩৮ টি।

বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৫১ সালে।

পাটকল কর্পোরেশন কয়টি পাটকল নিয়ে গঠিত হয়?
উত্তর: ৮২ টি।

বিজিএমই এর নির্ধারিত পাটকল কয়টি?
উত্তর: ২৬ টি।

আদমজী পাটকল বন্ধ হয়ে যায় কবে?
উত্তর: ৩০জুন, ২০০২সালে।

এশিয়া তথা বাংলাদেশের সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল কবে বন্ধ হয়ে যায়?
উত্তর: ৩০নভেম্বর, ২০০২ সালে।

বাংলাদেশে বস্ত্র কল কয়টি?
উত্তর: ২৪ টি (সরকারি)।

দেশে উৎপাদিত বস্ত্র স্থানীয় চাহিদার কত ভাগ পূরণ করে?
উত্তর: ৭%।

বাংলাদেশের বস্ত্রশিল্প বিকাশের প্রধান সমস্যা কি কি?
উত্তর: কাঁচামালের অভাব, দক্ষ শ্রমিকের অভাব ও শ্রমিকের অসন্তোষ।

বাংলাদেশে মোট চিনি কল কয়টি?
উত্তর: ১৭ টি।

বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল কোনটি?
উত্তর: কেরু এন্ড কোং লিঃ (দর্শনা)।

বাংলাদেশে মোট সার কারখানা কয়টি?
উত্তর: ৮ টি।

ইউরিয়া সারের কাঁচামাল কি?
উত্তর: মিথেন গ্যাস।

দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা কোনটি?
উত্তর: যমুনা সার কারখানা।

বাংলাদেশে বড় সারকারখানা কোনটি?
উত্তর: যমুনা সার কারখানা।

যমুনা সার কারখানা নির্মাণে কোন দেশ সহযোগিতা করে?
উত্তর: জাপান।

যমুনা সার কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: জামালপুরের তারাকান্দিতে।

বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
উত্তর: কাফকো।

কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
উত্তর: জাপানের।

কাফকোতে জাপানের শেয়ারের পরিমাণ কত?
উত্তর: ৪৪%।

ফেঞ্চুগঞ্জ সার কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: সিলেটে।

ঘোড়াশাল সার কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: নরসিংদী।

ঘোড়াশাল কারখানায় উৎপাদিত সারের নাম কি?
উত্তর: ইউরিয়া।

পলাশ সার কারখানায় উৎপাদিত সারের মাম কি?
উত্তর: ইউরিয়া।

ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প বাস্তবায়ন করা হলে দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা কত হবে?
উত্তর: ২,৮০০ মে. টন।

সার সংরক্ষণ ও বিতরণের জন্য দেশের বিভিন্ন জেলায় কয়টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে?
উত্তর: ৩৪ টি।

বাংলাদেশে সিমেন্ট কারখানা কয়টি?
 উত্তর: ১৪টি।

সরকারি খাতে সিমেন্ট কারখানা কয়টি?
উত্তর: ৫ টি।

সম্প্রতি বাংলাদেশের কোন সিমেন্ট কোম্পানিটি গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডে নাম লেখায়?
উত্তর: শাহ সিমেন্ট।

বাংলাদেশের মোট কাগজ কল কয়টি?
উত্তর: ৭টি।

সবচেয়ে বড় কাগজ কল কোনটি?
উত্তর: কর্ণফুলী পেপার মিল।

বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি?
উত্তর: কর্ণফুলী পেপার মিল (স্থাপিত হয় ১৯৫৩ সালে)।

কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত?
উত্তর: চন্দ্রঘোনা, রাঙ্গামাটি।

কর্ণফুলী পেপার মিলের প্রধান কাঁচামাল কি?
উত্তর: বাঁশ।

খুলনা পেপার মিলের প্রধান কাঁচামাল কি ছিল?
উত্তর: সুন্দরবনের গেওয়া কাঠ।

উত্তরবঙ্গের পেপার মিলের প্রধান কাঁচামাল কি ছিল?
উত্তর: আখের ছোবড়া।

উত্তরবঙ্গ কাগজ কল কোথায় অবস্থিত?
উত্তর: পাকশী, পাবনা।

সিলেট কাগজ কলের কাঁচামাল প্রধান কাঁচামাল কি?
উত্তর: নলখাগড়া ও ঘাস।

খুলনা হার্ডবোর্ড মিলের প্রধান কাঁচামাল কি?
উত্তর: সুন্দরী কাঠ।

বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কয়টি ও কি কি?
উত্তর: ৩টি।
(ক) খুলনা শিপইয়ার্ড
(খ) চট্টগ্রাম ডকইয়ার্ড
(গ) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড।

বাংলাদেশের মোট জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কয়টি?
উত্তর: ৩ টি।

দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা কোনটি?
উত্তর: খুলনা শিপইয়ার্ড।

বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা কয়টি?
উত্তর: ১টি।

বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা কোথায়?
উত্তর: গাজীপুর।

বাংলাদেশের মোট তেল শোধনাগার কয়টি?
উত্তর: ১ টি।

বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম কি?
উত্তর: ইস্টার্ন রিফাইনারী, পতেঙ্গা, চট্টগ্রাম।

বাংলাদেশের মোট রেয়ন শিল্প প্রতিষ্ঠান (বর্তমানে বন্ধ) কয়টি?
উত্তর: ১ টি।

বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোনটি ও কোথায়?
উত্তর: কর্ণফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা, রাঙ্গামাটি।

বাংলাদেশের মোট টেলিফোন শিল্প কারখানা কয়টি?
উত্তর: ২ টি।

বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?
উত্তর: টঙ্গী ও খুলনা।

বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: নরসিংদীতে।

বাংলাদেশ তাঁত বোর্ড প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৭৭ সালে।

তাঁত শুমারি অনুসারে দেশে তাঁতের সংখ্যা কত?
উত্তর: ৫,০৫,৫৫৬ টি। এরমধ্যে ৩,১৩,২৪৫ টি সচল ও ১,৯২,৩১১ টি অচল।

বাংলাদেশের মোট যন্ত্রপাতি নির্মাণ কারখানা কয়টি?
উত্তর: ২ টি।

বাংলাদেশের মোট গাড়ি সংযোগ নির্মাণ কারখানা কয়টি?
উত্তর: ২ টি।

বাংলাদেশে মেশিন টুলস কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুরে।

বাংলাদেশের মোটর সাইকেল সংযোগ কোথায় অবস্থিত?
উত্তর: টঙ্গী (এটলাস বাংলাদেশ লিমিটেড)।

বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি?
উত্তর: চট্টগ্রাম স্টিল মিল (চট্টগ্রাম)।

প্রগতি ইন্ডাস্ট্রিজ কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রামে।

লাভসিটি কি?
উত্তর: ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্পনগরী।

বাংলাদেশের মোট ঔষধ কারখানা কয়টি?
উত্তর: ২০৮ টি।

বাংলাদেশে প্রথম সরকারিভাবে ঔষধ রপ্তানি করছে কোন দেশে?
উত্তর: শ্রীলংকায়।

বাংলাদেশের কোথায় ঔষধ শিল্প পার্ক গড়ে তোলা হয়েছে?
উত্তর: মুন্সীগঞ্জের গজারিয়াতে।

প্রস্তাবিত অটোমোবাইল শিল্প পার্ক স্থাপিত হচ্ছে কোথায়?
উত্তর: ঢাকার আমিন বাজারে।

বাংলাদেশের মোট প্লাস্টিক কারখানা কয়টি?
উত্তর: ২৭ টি।

দেশে প্রস্তাবিত প্লাস্টিক শিল্প নগরী স্থাপিত হতে যাচ্ছে কোথায়?
উত্তর: ঢাকার কেরানীগঞ্জে।

সফটওয়্যার পার্ক হিসেবে গড়ে তোলা হয় কোন টাওয়ারকে?
উত্তর: কাওরানবাজারের জনতা টাওয়ারকে

বাংলাদেশের মোট সিগারেট কারখানা কয়টি?
উত্তর: ২০ টি।

বাংলাদেশের মোট দিয়াশলাই কারখানা কয়টি?
উত্তর: ২১ টি।

বাংলাদেশের মোট কাঁচ শিল্প কারখানা কয়টি?
উত্তর: ৯ টি।

বাংলাদেশের মোট সাবান কারখানা কয়টি?
উত্তর: ৬০ টি।