নোবেল পুরস্কার
April 25, 2021

নোবেল পুরস্কারের প্রবর্তক কে?
উত্তর: স্যার আলফ্রেড নোবেল।
স্যার আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ১৮৩৩ সালে।
স্যার আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
উত্তর: ডিনামাইট।
আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন কবে?
উত্তর:১০ ডিসেম্বর, ১৮৯৬।
নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কত সালথেকে?
উত্তর: ১৯০১ সালে।
প্রথম কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ৫টি (পদার্থ,রসায়ন,চিকিৎসা,শান্তি ও সাহিত্য)।
পদার্থ বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পায় কে?
উত্তর: উইলহেম কনরাড রঞ্জন (জার্মানি)।
রসায়ন বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পায় কে?
উত্তর: জ্যোকেবাসভ্যাট হফ্ (নেদারল্যান্ড)।
চিকিৎসা বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পায় কে?
উত্তর: এ মিলফন বিহরিং (জার্মানি)।
সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পায় কে?
উত্তর: সুলি প্রুধোম (ফ্রান্স)।
শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পায় কে?
উত্তর: হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড)। ফেডারিক প্যাসি (ফ্রান্স)।
শান্তিতে প্রথম নোবেল বিজয়ী মহিলা কে?
উত্তর: ব্যর্থাভন সুটনার (১৯০৫ সালে)।
অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পায় কে?
উত্তর: রাগনার ফ্রেশ (নরওয়ে) ও জ্যান টিনবারজেন (নেদারল্যান্ড)।
অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালে।
বর্তমানের নোবেল পুরস্কার প্রদান করা হয় কতটি ক্ষেত্রে?
উত্তর: ৬টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি, সাহিত্য ও অর্থনীতি)।
প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় কোন তারিখে?
উত্তর: ১০ ডিসেম্বর স্যার আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে।
নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
উত্তর: ১ কোটি ক্রোনার বা ১৪ লক্ষ ২০ হাজার ডলার।
নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি ও কি কি?
উত্তর: ৪টি।
নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা গুলো কি কি?
উত্তর:
(ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়াল পার্লামেন্ট (নরওয়ে):শান্তি
(খ) সুইডিশ একাডেমী: সাহিত্য
(গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স: পদার্থ, রসায়ন ও অর্থনীতি
(ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট: (সুইডেন) চিকিৎসা।
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ থেকে?
উত্তর: নরওয়ে।
সর্বপ্রথম মহিলা নোবেল বিজয়ী কে?
উত্তর: মাদাম কুরী (১৯০৩ সালে পদার্থে)।
এ পর্যন্ত নোবেল পুরস্কার প্রদান করা হয়নি কোন কোন সালে?
উত্তর: ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দেওয়া হয় নি।
অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী মহিলা কে?
উত্তর: যুক্তরাষ্ট্রের এলিনর অস্ট্রম।
প্রথম মহিলা হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কত সালে?
উত্তর: ২০০৯ সালে।
প্রথম অর্থনীতিতে মহিলা নোবেল বিজয়ী এলিনর অষ্ট্রম ব্যক্তি জীবনে কি ছিলেন?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী।
একজন রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: উইনস্টন চার্চিল (ব্রিটেন)।
উইনস্টন চার্চিল কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯৫৩ সালে।
উইনস্টন চার্চিল তার কোন বিখ্যাত গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
উত্তর: The History of the Second World War.
কোন দার্শনিক সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর: বার্ট্রান্ড রাসেল (ব্রিটেন ১৯৫০ সালে)।
মনোবিজ্ঞানী হয়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)।
মরোণত্তর নোবেল পুরস্কার পান কে কে?
উত্তর: এরিক কালাফেন্ট (সুইডেন), তিনি সাহিত্যে অবদানের জন্য ১৯৩১ সালে মরণোত্তর নোবেল পুরস্কার পান এবং দ্যাগ হেমারশোল্ড (সুইডেন), তিনি শান্তিতে ১৯৬১ সালে মরণোত্তর নোবেল পুরস্কার পান।
শান্তিতে কোন সংস্থাটি সর্বাধিক তিনবার নোবেল পুরস্কার পেয়েছে?
উত্তর: আন্তর্জাতিক রেডক্রস সমিতি (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩)।
এশিয়া তথা উপমহাদেশের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্যে)।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায়?
উত্তর: ১৯১৩ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর: গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য।
নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় প্রথম বিজ্ঞানী কে?
উত্তর: সি.ভি রমন (১৯৩০সালে পদার্থে)।
সাহিত্যে প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
উত্তর: সালমা ল্যাগেরলফ (১৯০৯ সালে সুইডেনের)।
প্রথম কোন মুসলিম নোবেল পুরস্কার পান?
উত্তর: আনোয়ার সাদাত (১৯৭৮সালে, শান্তিতে)।
কোন পিতা-পুত্র একই সালে পদার্থ বিদ্যায় নোবেল পান?
উত্তর: পিতা-উইলিয়াম ব্রাগ পুত্র-লরেন্স ব্রাগ।
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
উত্তর: দুর্ভিক্ষ ও দারিদ্র (কল্যাণ অর্থনীতি, সামাজিক চয়ন তত্ত্ব)।
অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯৯৮ সালে।
সাহিত্যে সর্ব কনিষ্ঠ নোবেল বিজয়ী কে?
উত্তর: ব্রিটিশ লেখক রুডইয়ার্ড ফিল্লসিং (৪২ বছর আগে)।
স্যামুয়েলসন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কত সালে?
উত্তর: ১৯৭০ সালে।
এশিয়ার শান্তিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর: ভিয়েতনামের লি-ডাক-থো ১৯৭৩ সালে যদিও তিনি তা প্রত্যাখ্যান করেন।
একই পরিবারের চারজন নোবেল পুরস্কার পান কবে?
উত্তর: পোল্যান্ডের কুরী পরিবার। মাদাম মেরী কুরী ১৯০৩ সালে পদার্থে ও ১৯১১ সালে রসায়নে, মাদাম কুরীর স্বামী পিয়েরে কুরী ১৯০৩ সালে পদার্থে, মাদাম কুরী ও পিয়ারে কুরীর কন্যা আইরিন জুলিয়েট কুরী ও তার স্বামী ফ্রেডারিক কুরী (জুলিও কুরী) যৌথভাবে ১৯৫৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পান।
প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: ডঃ মুহম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক।
সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন কে কে?
উত্তর: বরিস পেস্তারনেক (রাশিয়া ১৯৫৮ সালে, জ্যাঁ পল সাত্রে (ফ্রান্সের ১৯৬৪)।
শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন কে?
উত্তর: ভিয়েতনামের লি. ডাক-থো (১৯৭৩)।
১৯৩৭ সালে হিটলারের চাপের মুখে কোন দুজন নোবেল বিজয়ী নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন?
উত্তর: এডলফ বুটেনান্ট (রসায়ন) ও গেরহার্ড গোমাগফ (চিকিৎসা)।
প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: ডঃ মুহম্মদ ইউনূস (শান্তিতে)।
সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: ২০০৭ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের লিওনিদ হারউইজ, ৯০ বছর বয়সে।
সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে?
উত্তর: মালালা ইউসূফজাই (১৭ বছর বয়স)।
শান্তিতে তথা নোবেল পুরস্কারের সর্বকনিষ্ঠ বিজয়ী কে?
উত্তর: মালালা ইউসুফজাই (পাকিস্তান)।
এ পর্যন্ত সাহিত্যে সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: ডরিস লেসিং, ৮৭ বছর বয়সে।
আরব বিশ্বের প্রথম মহিলা শান্তিতে নোবেল বিজয়ী কে?
উত্তর: তাওয়াক্কুল কারমান (ইয়েমেন)।
ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার পায় কবে?
উত্তর: ২০১২ সালে।
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে কে?
উত্তর: মালালা ইউসুফজাই (পাকিস্তান),ও কৈলাস সত্যার্থী (ভারত)।
২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।
২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কোন সংস্থা?
উত্তর: International Campaign to abolish nuclear weapon (ican).
২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কে?
উত্তর: ডেনিস মুকওয়েজি (কংগো) ও নাদিয়া মুরাদ (ইরাক)।
২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কে?
উত্তর: আবি আহমেদ (ইথিওপিয়া)।