বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ১১ সেক্টর

মুক্তিযুদ্ধের ১১ সেক্টর
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তরঃ ১১ টি।

কার নির্দেশে দেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ তাজউদ্দিন আহমদের।

কে দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেন?
উত্তরঃ এম.এ.জি ওসমানী।

মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৬৪ টি।

সেক্টর-১:
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১ নং।

মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১ নং।

মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১ নং।

মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ হরিণা, ত্রিপুরা, ভারত।

মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন) ও মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)।

মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৫ টি।

মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ ঋষিমুখ, শ্রীনগর, মনুঘাট, তবলছড়ি এবং ডিমাগিরী।

সেক্টর-২:
মুক্তিযুদ্ধের সময় নোয়াখালী কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় নারায়ণগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় মুন্সিগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় লক্ষ্মীপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় ফেনী কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ২ নং।

মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর খালেদ মোশারফ (এপ্রিল-সেপ্টেম্বর) ও মেজর হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)।

মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ আগরতলার মেলাঘর, ত্রিপুরা, ভারত।

মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৬ টি।

মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ গঙ্গাসাগর, আখাউড়া ও কসবা, মনিদবাগ, সালদানদী, মালিগর, নির্ভয়পুর এবং রাজনগর।

সেক্টর-৩:
মুক্তিযুদ্ধের সময় গাজীপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৩ নং।

মুক্তিযুদ্ধের সময় নরসিংদী কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৩ নং।

মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৩ নং।

মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৩ নং।

মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৩ নং।

মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৩ নং।

মুক্তিযুদ্ধে ৩ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) ও মেজর হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)।

মুক্তিযুদ্ধে ৩ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ হেজামারা, ত্রিপুরা, ভারত।

মুক্তিযুদ্ধে ৩ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ১০ টি।

মুক্তিযুদ্ধে ৩ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ আশ্রমবাড়ি, বাঘাইবাড়ি, হাতকাটা, সিমলা, পঞ্চবঢী, মনতলা, বিজয়, নগর, কালাছড়া, কলকলিয়া এবং বামুটিয়া।

সেক্টর-৪:
মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৪ নং।

মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর সি আর দত্ত।

মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ প্রথমে করিমগঞ্জে এরপর নাসিমপুর, আসাম, ভারত।

মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৬ টি।

মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ জালালপুর, বড়পুঞ্জী, আমলাসিদ, কুকিতলা, কৈলাশ শহর এবং কলমাপুর।

সেক্টর-৫:
মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৫ নং।

মুক্তিযুদ্ধে ৫ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ বাঁশতলা, ছাতক, সুনামগঞ্জ।

মুক্তিযুদ্ধে ৫ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর মীর শওকত আলী।

মুক্তিযুদ্ধে ৫ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৬ টি।

মুক্তিযুদ্ধে ৫ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ মুক্তাপুর, ডাউকি, শেলা, ভোলাগঞ্জ, বালাট এবং চিলাহাটি।

সেক্টর-৬:
মুক্তিযুদ্ধের সময় নীলফামারী কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৬ নং।

মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৬ নং।

মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৬ নং।

মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাট কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৬ নং।

মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৬ নং।

মুক্তিযুদ্ধের সময় কুড়গ্রাম কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৬ নং।

মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ উইং কমান্ডার বাশার।

মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ বুড়িমারি পাটগ্রামের নিকট।

মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৫ টি।

মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ উজানপুর, পাটগ্রাম, সাহেবগঞ্জ, মোগলহাট এবং চিলাহাটি।

সেক্টর-৭:
মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৭ নং।

মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৭ নং।

মুক্তিযুদ্ধের সময় নওগাঁ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৭ নং।

মুক্তিযুদ্ধের সময় বগুড়া কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৭ নং।

মুক্তিযুদ্ধের সময় সিরাজগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৭ নং।

মুক্তিযুদ্ধের সময় পাবনা কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৭ নং।

মুক্তিযুদ্ধের সময় নাটোর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৭ নং।

মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাট কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৭ নং।

মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর কাজী নুরুজ্জামান।

মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ তরঙ্গপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৮ টি।

মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ মালন, তপান, মেহেদীপুর, হামজাপুর, আংশিনাবাদ, ভোলাহাট, ঠোকারাবাড়ি এবং লালগোলা।

সেক্টর-৮:
মুক্তিযুদ্ধের সময় যশোর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় ঝিনাইদহ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় গোপালগঞ্জ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় নড়াইল কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় খুলনা কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ি কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধের সময় মাগুরা  কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৮ নং।

মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর আবু ওসমান চৌধুরী (অক্টোবর পর্যন্ত) ও মেজর এম. এ মঞ্জুর (আগস্ট-ডিসেম্বর)।

মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ বেনাপুল, ভারত।

মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৭ টি।

মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ বয়রা, হাকিমপুর, ভোমরা, লালবাজার, বানপুর, বেনাপোল এবং শিকারপুর।

সেক্টর-৯:
মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৯ নং।

মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৯ নং।

মুক্তিযুদ্ধের সময় ঝালকাঠি কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৯ নং।

মুক্তিযুদ্ধের সময় বাগেরহাট কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৯ নং।

মুক্তিযুদ্ধের সময় ভোলা কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ৯ নং।

মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর আবদুল জলিল (এপ্রিল-ডিসেম্বর) ও এম.এ. মঞ্জুর (অতিরিক্ত দ্বায়িত্ব)।

মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ টাকি, বশিরহাট, ভারত।

মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৩টি।

মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ টাকি, হিঙ্গলগঞ্জ এবং শামসের নগর।

সেক্টর-১০:
কোন সেক্টরটি ব্যতিক্রমধর্মী সেক্টর ছিল?
উত্তরঃ ১০ নং সেক্টর।

বাংলাদেশের একমাত্র নৌ সেক্টর কোনটি?
উত্তরঃ ১০ নং সেক্টর।

কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
উত্তরঃ ১০ নং সেক্টরে।

মুক্তিযুদ্ধে ১০ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মুক্তিবাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণ।

সেক্টর-১১:
মুক্তিযুদ্ধের সময় শেরপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১১ নং।

মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১১ নং।

মুক্তিযুদ্ধের সময় জামালপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১১ নং।

মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১১ নং।

মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ উত্তরঃ মেজর আবু তাহের (এপ্রিল-নভেম্বর) ও ফ্লাইট লেঃ এম হামিদুল্লাহ (৩ নভেম্বর থেকে ডিসেম্বর)।

মুক্তিযুদ্ধে  ১১ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ প্রথমে লেলডালা পরে মহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত।

মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৮ টি।

মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ মানকারচর, মহেন্দগঞ্জ, পুরাখাসিয়া, তালু, রংবা, শিববাড়ি, বাগমারা এবং মহেশখালী।