টেস্ট টিউব বেবি

টেস্ট টিউব শিশু
টেস্ট টিউব শিশু কি?
উত্তর: যে সকল দম্পতি কোন কারণে সন্তান জন্ম দিতে পারে না বা ব্যার্থ হয়, সেই দম্পতির স্ত্রীর ডিম্বাণু শরীর থেকে বের করে এনে স্বামীর শুক্রাণুর সাথে টেস্ট টিউবের মধ্যে রেখে নিষিক্ত করে ২ থেকে ৩ দিন পর নিষিক্ত ডিম্বাণু ও শুক্রাণু স্ত্রীর জরায়ুতে স্থাপন করার ফলে যে শিশু জন্মগ্রহণ করে তাকে টেস্টটিউব বেবি বলে।

বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?
উত্তর: লুইস ব্রাউন (ইংল্যান্ড)।

লুইস ব্রাউন কবে জন্মগ্রহণ করে?
উত্তর: ১৯৭৮ সালের ২৫ জুলাই রাত ১১:৫৭ মিনিটে।

লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে?
উত্তর: ইংল্যান্ডের ওল্ডহেম শহরের কারশো নামক হাসপাতালে।

প্রথম টেস্ট টিউব শিশুর মা লুইস ব্রাউন মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ৬ জুন, ২০১২।

টেস্ট টিউব শিশু জন্মের পদ্ধতি দুটির নাম কি?
উত্তর: আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইসিএসআই বা ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজাংশন।

কত তারিখে বাংলাদেশে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম গ্রহণ হয়?
উত্তর: ২৯ মে, ২০০১।

বাংলাদেশের কোথায় প্রথম টেস্ট টিউব শিশু জন্ম গ্রহণ করে?
উত্তর: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে একসাথে ৩ টি শিশুর জন্ম হয়।

বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রথম টেস্টটিউব শিশু তিনটির কি নাম রাখা হয়?
উত্তর: হিরা, মনি ও মুক্তা।

টেস্ট টিউব-এর মাধ্যমে বাংলাদেশের যে দম্পতি সন্তান ধারণ করেছেন তাদের নাম কি?
উত্তর: ঢাকার সাভার অধিবাসী মোঃ আবু হানিফ ও ফিরোজা বেগম।

বাংলাদেশে টেস্ট টিউব সর্বপ্রথম পদ্ধতিতে সন্তান জন্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা.পারভিন ফাতেমা।

পারভিন ফাতেমা এর জন্য কোথায় প্রশিক্ষণ গ্রহণ করেন?
উত্তর: সিঙ্গাপুর ও জাপান।

প্রাথমিক পর্যায় তিনি কতটি দম্পতিকে এই প্রক্রিয়ায় নিয়ে কাজ শুরু করেন?
 উত্তর: ২৭ টি।

এর মধ্যে কতটি টেস্ট টিউব শিশুর ভ্রুণ তৈরি হয়?
উত্তর: ৯ টি।

টেস্টটিউব পদ্ধতিতে জন্ম নেয়া প্রথম হরিণ শাবকের নাম কি?
উত্তর: মিলৌ।