বিশ্বের কৃষিজ সম্পদ
April 25, 2021

বা
ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উওর: চীন।
বিশ্বে চাল রপ্তানিতে প্রথম স্থানে কোন দেশ?
উওর: থাইল্যান্ড।
বিশ্বের কতভাগ ধান চীনে উৎপাদন হয়?
উওর: ৩৪ ভাগ।
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কততম?
উওর: চতুর্থ।
গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উওর: চীন।
গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উওর: যুক্তরাষ্ট্র।
গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উওর: মিশর।
ভূট্টা উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম?
উওর: যুক্তরাষ্ট্র।
ভূট্টা রপ্তানিতে বিশ্বের কোন দেশ প্রথম?
উত্তপ: যুক্তরাষ্ট্র।
বিশ্বে প্রধান তুলা উৎপাদনকারী দেশ কোনটি?
উওর: যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়?
উওর: প্রেইরি অঞ্চলের উওরভাগে লোহিত নদীর উপত্যকা অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।
কোন দেশ চা উৎপাদনের শীর্ষে আছে?
উওর: ভারত।
সবুজ চা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি?
উওর: চীন।
কফি উৎপাদনে পৃথিবীর শীর্ষস্থানে কোন দেশ?
উওর: ব্রাজিল।
কোন দেশ চিনি উৎপাদনের শীর্ষে অবস্থিত?
উওর: ব্রাজিল।
দীর্ঘ আশযুক্ত তুলা উৎপাদক দেশের নাম কী?
উওর: যুক্তরাষ্ট্র।
কোন কোন দেশে সয়াবিন সবচেয়ে বেশি উৎপাদন হয়?
উওর: চীন ও যুক্তরাষ্ট্র।
পৃথিবীর প্রধান বন্য রাবার উৎপাদক অঞ্চলের নাম কী?
উওর: বেলেস পারা অঞ্চলে।
বেলেস পারা অঞ্চল কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকায়।