বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবল
প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয়?
উত্তর: ১৯৩০ সালে।

প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: উরুগুয়ে।

প্রথম বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
উত্তর:উরুগুয়ে।

বিশ্বকাপের প্রথম গোলদাতা কে?
উত্তর: ফ্রান্সের লুই লরেন্ট।

বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উত্তর: ৪ বছর পর পর।

বিশ্বকাপ ট্রফির প্রথম নাম কি ছিল?
উত্তর: জুলেরিমে কাপ।

বর্তমান বিশ্বকাপ ফুটবলের ট্রফির নাম কি?
উত্তর: ফিফা বিশ্বকাপ।

নতুন ফিফা বিশ্বকাপ কবে থেকে চালু হয়?
উত্তর: ১৯৭৪ সাল থেকে।

ফিফা ট্রফির ভাস্কর কে?
উত্তর: ইতালির সিনভিও গাজ্জানগা।

জুলেরিমে ট্রফির ভাস্কর কে?
উত্তর: মঁসিয়ে আবেল  লাফারিওর (ফ্রান্স)।

এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তর: ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৩টি গোল)।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তর: জার্মানির মিরোশ্লাভ ক্লোজ (১৬ টি গোল)।

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ দ্বিতীয় গোলদাতা কে?
উত্তর: ব্রাজিলের রোনালদো (১৫ টি গোল)।

বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ন দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল। পাঁচবার (১৯৫৮,১৯৬২,১৯৭০,১৯৯৪,২০০২)।

২০১৪ সালে কোথায় বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
উত্তর: ব্রাজিলে।

২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী কবে হয়?
উত্তর: ১২ জুন, ২০১৪ সালে।

২০১৪ সালের  বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৩ জুলাই,২০১৪ সালে ।

২০১৪ সালের  বিশ্বকাপ ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ব্রাজিলের রিও ডি জেনোরিওর এ্যাস্তোদিও দ্যা  মারকানা স্টেডিয়ামে।

২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ নেয়?
উত্তর: ৩২ টি।

২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: রাশিয়ায়।

২০২২ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: কাতারে।

বিশ্বকাপ ফুটবলে "মাসকট" চালু হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালে (প্রথম মাসকট উইলি)।

বিশ্বকাপ ফুটবলে "গোল্ডেন বুট" চালু করে কবে?
উত্তর: ১৯৮২ সালে (স্পেন বিশ্বকাপে)।

বিশ্বকাপ ফুটবলে "গোল্ডেন বল" চালু হয় কবে?
উত্তর: ১৯৮২ সালে (স্পেন বিশ্বকাপে)।

বিশ্বকাপ ফুটবলে বদলি খেলোয়াড় চালু হয় কবে?
উত্তর: ১৯৭০ সালে।

সবগুলো বিশ্বকাপ  ফুটবলে অংশগ্রহণকারী একমাত্র দল কোনটি?
উত্তর: ব্রাজিল।

বিশ্বকাপ ফুটবলে "গোল্ডেন গোল" চালু হয় কবে?
উত্তর:১৯৯৮ সালে (ফ্রান্স বিশ্বকাপে)।

বিশ্বকাপ ফুটবলে "গোল্ডেন গোল" বন্ধ হয় কবে?
উত্তর:২০০২ সালে।

বিশ্বকাপ ফুটবলে (লাল ও হলুদ) কার্ড চালু হয় কবে?
উত্তর:১৯৭০ সালে।

বিশ্বকাপ ফুটবলে প্রথম (লাল ও হলুদ) কার্ড প্রথম দেখানো হয় কবে থেকে?
উত্তর: ১৯৭৪ সাল থেকে।

বিশ্বকাপ ফুটবলে ম্যান অফ দ্যা ম্যাচ চালু হয় কবে থেকে?
উত্তর:২০১০ সালে।

বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়দের ডোপ টেস্ট  করা হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালে।

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: জার্মানি (

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: আর্জেন্টিনা।

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের সেরা খেলোয়াড় "গোল্ডেন বল" কে নির্বাচিত হন?
উত্তর: আর্জেন্টিনার লিওনেল মেসি।

সর্বপ্রথম এশিয়ার কোন দেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে?
উত্তর: কোরিয়া।

বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন?
উত্তর: আর্জেন্টিনার গিলসো স্টাবিল।

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে  গোল্ডেন বুট পান কে?
উত্তর: কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।

স্পেন কততম দেশ হিসেবে  বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়?
উত্তর: অষ্টম।

স্পেন কততম দেশ হিসেবে  বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলে?
উত্তর: ১২ তম।

২০১০ সালে ১৯তম ফুটবল বিশ্বকাপে প্রথম  ম্যান অফ দ্যা ম্যাচ কে?
উত্তর: দক্ষিণ আফ্রিকার  সিফিউই শাবালালা।

২০১০ সালে ১৯তম ফুটবল বিশ্বকাপের প্রথম গোল কিসের জন্য উৎসর্গ করা হয়?
উত্তর: শিশুদের শিক্ষার জন্য।

২০১০ সালে প্রথম গোলদাতাকে কিসের দূত ঘোষণা করা হয়?
উত্তর: শিক্ষার দূত।

বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোল করেন কে?
উত্তর: হাকান শুকুর(১০.৮ সেকেন্ডে ২০০২ সালে)।

বিশ্বকাপ ফুটবলে ১০০ ম্যাচে অংশগ্রহণকারী দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল ও জার্মানি।

বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচ অংশগ্রহণ করেন কে?
উত্তর: জার্মানি লোথার ম্যাথিয়ুস (২৫ টি ম্যাচে)।

জুলেরিমে ট্রফির ভাস্করকে?
উত্তর: মঁসিয়ে আবেল  লাফারিওর(ফ্রান্স)।

বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ন দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল। পাঁচবার (১৯৫৮,১৯৬২,১৯৭০,১৯৯৪,২০০২)।

বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক রানার্সআপ হয় কোন দেশ?
উত্তর: জার্মানি,চারবার। (১৯৬৬,১৯৮২,১৯৮৬ ও ২০০২)।

বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি এবং কেন?
উত্তর: ১৯৪২ ও ১৯৪৬ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাট্রিককারী কে?
উত্তর: ইংল্যান্ডের  জিওফ হার্স্ট। ১৯৬৬ সালে জার্মানির বিরুদ্ধে  তিনি এ হ্যাটট্রিক করেন।

চুরি যাওয়া জুলেরিমে কাপটির সন্ধান কীভাবে পাওয়া গিয়েছিল?
উত্তর: একটি কুকুর জঞ্জালের স্তুপ থেকে কাপটি  টেনে বের করে জনসম্মুখে নিয়ে আসে।

জুলেরিমে কাপটি চুরি যাওয়ার পর সন্ধানদাতা ব্যক্তির নাম ও কুকুরের নাম কি?
উত্তর: টেমস নদীর বাঁধের কর্মী  ডেভিড কর্বেট ও তার  কুকুর পিকলস।

বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা কে?
উত্তর: রজার মিলা।

এশিয়ার কোন দেশ বিশ্বকাপের বাছাই পূর্বে ইউরোপের সাথে খেলে?
উত্তর: ইসরায়েল।

বিশ্বকাপ ফুটবলের আকৃতি কীরূপ?
উত্তর:৩০ সেমি লম্বা এবং ৯ পাউন্ড  ওজনের সোনার কাপের নাম বিশ্বকাপ।

প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
উত্তর: ১৩ টি।

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল কোনটি?
উত্তর: ২২ জুন, ১৯৮৬ সালের মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে  আরমান্ডো ম্যারাডোনা  "হ্যান্ড অফ গড" বা "ঈশ্বরের হাত"  দিয়ে করা গোলটি।

প্রথমবারের মতো এশিয়া মহাদেশে কত সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
উত্তর:২০০২ সালে।

বিশ্বকাপ ফুটবলে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর: মিশর (১৯৩৮ সালে)।

১৯৬৬ সালে চুরি যাওয়া বিশ্বকাপ ট্রফিটি  উদ্ধারে সহায়তাকারী কুকুরটির নাম কি?
উত্তর:পিকলস।

বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি?
উত্তর: হাঙ্গেরি ১০-১ গোলে এল  সালভেদরকে হারায়।

বিশ্বকাপ জয়ী দলের সর্বকনিষ্ঠ সদস্য কে?
উত্তর: পেলে (১৭ বছর ৮ মাস)।

এশিয়ার কোন দেশ বিশ্বকাপে প্রথম অংশ নেয়?
উত্তর: দক্ষিণ কোরিয়া (১৯৫৪ সালে)।