বিশ্বে দীর্ঘতম যত কিছু

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত
বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীল নদ (এককভাবে) মিসিসিপি  মিসৌরী যৌথ।

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি? 
উত্তর: আকাশি কাইকিও সেতু।

বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি?
উত্তর: চীনের মহাপ্রাচীর।

বিশ্বের দীর্ঘতম রেল সেতু কোনটি?
উত্তর: হুয়ে পিলভ সেতু।

বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি?
উত্তর: ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ।

বিশ্বের দীর্ঘতম রেল টানেল কোনটি? 
উত্তর: গোথার্ড বেস টানেল (সুইজারল্যান্ড)।

বিশ্বের দীর্ঘতম কৃত্রিম জলপ্রপাত কোনটি?
উত্তর: গ্র্যান্ড খাল।

বিশ্বের দীর্ঘতম যুদ্ধ কোনটি?
উত্তর: শতবর্ষব্যাপী (১৩৩৮-১৪৬৩) ফ্রান্স ও ব্রিটেনের যুদ্ধ।

বিশ্বের দীর্ঘতম প্রণালি কোনটি?
উত্তর: তাতার প্রণালি।

বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর: সেসাপেক ব্রিজ।

বিশ্বের দীর্ঘতম মূর্তি কোনটি?
উত্তর: মাদার ল্যান্ড মূর্তি (মস্কো)।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? 
উত্তর: কক্সবাজার।