বিশ্বের বিখ্যাত ও দর্শনীয় স্থাপনা

বিশ্বের বিখ্যাত ও দর্শনীয় স্থাপনা
হোয়াইট হাউজ কোথায় অবস্থিত?
উত্তর: আমেরিকা।

হোয়াইট হাউজ এর স্থপতি কে?
উওর: আইরিশ স্থপতি জেমস হোবান ।

হোয়াইট হাউজ কেন বিখ্যাত?
উত্তর: আমেরিকার প্রেসিডেন্টের বাস ভবন হিসেবে।

চীনের প্রাচীর কখন নির্মিত হয়?
উওর: মীং সাম্রাজের আমলে।

চীনের প্রাচীর কী কারণে নির্মাণ করা হয়েছিল?
উওর: দুষ্ট মঙ্গোল হুনদের হাত থেকে রক্ষা পাবার জন্য।

চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?
উওর: ১৫০০ মাইল বা ২৪০০ কি.মি.।

চীনের প্রাচীর নির্মাণ কাজে কত সময় লেগেছে?
উওর: ৯ বছর।

চীনের প্রাচীর নির্মাণের দায়িত্ব কে ছিলেন?
উওর: সম্রাট কিন মি হোয়াং এর সেনাপতি জেনারেল সিং তিয়ান।

আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?
উওর: প্যারিসে।

আইফেল টাওয়ারের স্থপতি কে?
উওর: গুস্তাভ আইফেল।

আইফেল টাওয়ারের উচ্চতা কত?
উওর: ৩০০ মিটার।

তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের আগ্রায়।

তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: যমুনা নদীর তীরে।

আগ্রার তাজমহলের স্থপতি কে?
উওর: মাস্টার ঈসা।

স্ট্যাটু অব লিবার্টি কোথায় অবস্থিত?
উওর: নিউইয়র্কে লিবার্টি দ্বীপে।

স্ট্যাচু অব লিবার্টির আমেরিকাকে কোন দেশ উপহার দেয়?
উওর: ফ্রান্স।

স্ট্যাচু অব লিবার্টির আমেরিকাকে ফ্রান্স কত সালে উপহার দেয়?
উত্তর: ১৮৮৬ সালে।

স্ট্যাচু অব লিবার্টির স্থপতি কে?
উওর: বার্থোল ডি।

স্ট্যাচু অব লিবার্টি  উচ্চতা কত?
উওর: ৩০৫ ফুট।

স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত?
উওর: নাগাসাকি (জাপান)।

টুইন টাওয়ার কোথায় অবস্থিত?
উওর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। (বর্তমানে ধ্বংস প্রাপ্ত)

অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং কোথায় অবস্থিত?
উওর: নিউইয়র্কে।

সিয়ার্স টাওয়ার কোন শহরে অবস্থিত?
উওর: শিকাগো শহরে।

মাদারল্যান্ড মূর্তিটি কোথায় অবস্থিত?
উওর: রাশিয়ায় (মস্কো)।

মাদার ল্যান্ডের উচ্চতা কত?
উওর: ৪২.৩ মিটার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নিধন যজ্ঞের স্থাবর জাদুঘর কোথায় অবস্থিত?
উওর: ওয়াশিংটনে।

বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো কোনটি?
উত্তর: ত্রাণকর্তা যিশুখ্রিস্ট বা খ্রিস্ট দি রিডিমার স্ট্যাচু।

ত্রানকর্তা যিশুখ্রিস্ট বা খ্রিস্ট দি রিডিমার কোথায় অবস্থিত?
উত্তর: রিও, ব্রাজিল।

সি.এন টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তর: কানাডা।

সি. এন টাওয়ার কানাডার কোন শহরে অবস্থিত?
উওর: টরেন্ট শহরে।

স্ট্যাচু অব ডেমোক্রেসি স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উওর: হংকংয়ে।

করনার স্টোন অব পিস কোথায় অবস্থিত?
উওর: হাইতিতে।

গণতন্ত্র চত্বর কোথায় অবস্থিত?
উওর: কম্বোডিয়ায়।

বিশ্বের সর্বোচ্চ মূর্তি কোনটি?
উত্তর: স্ট্যাচু অব ইউনিটি বা ঐক্যের মূর্তি।

স্ট্যাচু অব ইউনিটি কেন তৈরি করা হয়েছে?
উত্তর: বল্লভভাই পাটেলের স্মৃতির উদ্দ্যেশে।

স্ট্যাচু অব ইউনিটি কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের গুজরাটের নর্মদা জেলার ছোট্ট একটি দ্বীপে।

স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত?
উত্তর: ১৮২ মিটার।