ভূটান
April 26, 2021

ভূটানের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ দ্য কিংডম অব ভূটান ।
বজ্র ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ ভূটান।
ভূটানের রাজধানী কোথায়?
উত্তরঃ থিম্পু।
ভূটানের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ জংখা।
ভূটানের প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম।
ভূটানের সরকার ব্যবস্থা কেমন?
বা
ভূটানের সরকার পদ্ধতি কি?
উত্তরঃ ঐক্যমূলক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র।
ভূটানের আয়তন কত?
উত্তরঃ ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার।
ভূটানের জনসংখ্যা কত?
উত্তরঃ ৭৯৭,৭৬৫ জন। (আদমশুমারি ২০১৬)
ভূটানের আইন সভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ।
ভূটানের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ দুই কক্ষ বিশিষ্ট।
ভূটানের মুদ্রার নাম কি?
উত্তরঃ ভূটানি গুলট্রাম।
আধুনিক ভূটানের জাতির পিতা কে?
উত্তরঃ জিগমে সিংয়ে ওয়াংচুক।
ভূটানের জাতীয় প্রতীক কী?
উত্তরঃ বজ্র ড্রাগন।
ভূটানের জাতীয় খেলার নাম কি?
উত্তরঃ আর্চারি।
ভূটানের জাতীয় পশুর নাম কি?
উত্তরঃ টাকিন।
ভূটানের জাতীয় পাখি কোনটি?
উত্তর: কাক।
ভূটানের জাতীয় পাখি কোনটি?
উত্তর: কাক।
ভূটান স্বাধীনতা লাভ করে কবে?
উত্তরঃ ১৯৪৯ সালে ( ব্রিটেনের নিকট থেকে) ।
ভূটানের স্থানীয় নাম কী?
উত্তরঃ ড্রাক ইউল।
ভূটানের রাজতন্ত্র চালু হয় কবে?
উত্তরঃ ১৯০৯ সালে।
ভূটানের সাংবিধানিক রাজতন্ত্র চালু হয় কবে?
উত্তরঃ ১৮ জুলাই ২০০৮ সালে।
ভূটানের ইতিহাস প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৪ মার্চ, ২০০৮ সালে।
ভূটানের বর্তমান রাজা কে?
উত্তরঃ জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
ভূটানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ লোটে শেরিং।
বিশ্বের প্রথম ধুমপানমু্ক্ত দেশ কোনটি?
উত্তরঃ ভূটান।