চীন
April 26, 2021

উত্তর: গণপ্রজাতন্ত্রী চীন।
চীনের আয়তন কত?
উত্তর: ৯৫,৯৬,৯৬১ বর্গকিলোমিটার।
চীনের রাজধানী কোথায়?
উত্তর: বেইজিং
চীনের মুদ্রার নাম কি?
উত্তর: রেন্মিন্বি বা চায়নিজ ইয়ান।
চীনের ভাষা কোনটি?
উত্তর: চৈনিক।
চীনের জাতীয় প্রতীক কি?
উত্তর: থিয়েন আনম্যান, চাকা আর ধানের শীষ নিয়ে চীনের জাতীয় প্রতীক গঠিত।
চীনের ভূমিরূপ কেমন?
উত্তর: চীনের ৩৩% উঁচু পর্বত, ২৬% মালভূমি, ১৯% অববাহিকা, ১২% সমতলভূমি এবং প্রায় ১০% ক্ষুদ্র পাহাড়।।
চীনের সরকার ব্যবস্থা কেমন?
উত্তর: একদলীয় সাম্যবাদী শাসনব্যবস্থা।
চীনের অর্থনীতি কেমন?
উত্তর: বিশ্বের ২য় বৃহত্তম অর্থনীতি।
চীনের জিডিপি কত?
উত্তর: ৮.১৮৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।
বর্তমানে চীনের প্রেসিডেন্ট কে?
উওর: শিং জিন পিং।
চীনের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উওর: লিং কে কিয়াং।
১৯৯৭ সালে কোথায় 'একদেশে দুই পদ্ধতি নীতি ' চালু হয় কোথায়?
উওর: চীন।
চীনের বিখ্যাত ' তিয়েন আনমনে স্কোয়ারে ' তীব্র ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় কবে?
উওর: মার্চ ১৯৮৯ সালে।
হংকং ও চীনের মধ্যে ' এক দেশ দুই নীতি ' চালু থাকবে কত সাল পযর্ন্ত?
উওর: ২০৪৭ সাল পযর্ন্ত।
চীনে ' গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর ' নির্মাণ করা হয় কবে?
উওর: খ্রিস্টপূর্ব ২১৪ সালে।
চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?
উওর: ২৪০০ কি:মি: বা ১৫০০ মাইল।
'তিয়েন আনমনে স্কোয়ার ' কোথায় অবস্থিত?
উওর: বেইজিং এ।
হংকং কোন তারিখে চীনের সাথে একত্রিত হয়?
উওর: ১ জুলাই ১৯৯৭ সাল।
হংকং এর শেষ গভর্নর কে ছিল?
উওর: ক্রিস প্যাটেন।
হংকং কত বছর ব্রিটেনের অধীনে ছিল?
উওর: ১৫৬ বছর।
'ম্যাকাও' বতর্মানে কোন দেশের অধীনে?
উওর: চীন।
পর্তুগাল কবে ম্যাকাও দ্বীপ চীনের কাছে হস্তান্তর করে?
উওর: ১৯ ডিসেম্বর ১৯৯৯ সালে।
ম্যাকাও কত বছর পর্তুগালের কাছে ছিল?
উওর: ৪৪২ বছর।
এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন ও সর্বশেষ উপনিবেশ কোনটি?
উওর: ম্যাকাও।
চীন গ্রেট হল কোথায় অবস্থিত?
উওর: চীনে।
চীনে কত সালে প্রজাতান্ত্রিক বিপ্লব ঘটে?
উওর: ১৯৪৯ সালে।
চীনের মোট প্রদেশ কতটি?
উওর: ২৯ টি।
চীনের কমিউনিস্ট পার্টির নবনিযুক্ত সভাপতির নাম কি?
উওর: হু জিন তাও।
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উওর: চীন।
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উওর: চীন।
পৃথিবীর সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কোন দেশের?
উওর: চীন (১৪টি)।
'এক সন্তান নীতি' কোন দেশে?
উওর: চীন (১৯৭০ সাল থেকে )।
চীন এক সন্তান নীতি বাতিল করে কবে?
উওর: ২৯ অক্টোবর ২০১৫ সালে।
পূর্বে চীন কি নামে পরিচিত ছিল?
বা
চীনের প্রাচীন নাম কি?
উওর: ক্যাথে।
চীনের সর্বশেষ সম্রাটের নাম কি?
উওর: সম্রাট লুই।
সম্রাট লুই কবে সিংহাসন ত্যাগ করেন?
উওর: ১৯১২ সালের ১২ ই ফেব্রুয়ারি।
চীনের সংবিধান সংশোধনের ব্যাপারে সর্বময় ক্ষমতার অধীকারী কে?
উওর: চীনা কংগ্রেস।
বর্তমান ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কোন সালে চীনের ক্ষমতা গ্রহণ করে?
উওর: ১৯৪৯ সালে।
হংকং ব্রিটিশ শাসনের অবসানের পর সেখানে প্রথম গভর্নর হিসেবে কে দায়িত্ব নেন?
উওর: তুং চি হুয়া।
হংকং চীনের অন্তর্ভুক্ত হওয়ার পর কবে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়?
উওর: ২৪ এপ্রিল ১৯৯৮।
পর্তুগাল কবে ম্যাকাও হস্তান্তরের ঘোষণা দেয়?
উওর: ১৯৮৭ সালে।
ফালুং গং কি?
উওর: চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।
ফালুং গং এর উথান ঘটে কোন সালে?
উওর: ১৯৯২ সালে।
চীন সরকার কবে ফালুং গং আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করেন?
উওর: ১৯৯৯ সালের ২২ জুলাই।
চীন কবে তিব্বতকে ধর্মীয় স্বাধীনতা দান করে?
উওর: ২৭ মে ১৯৫১।
চীনের কাছে কবে রাশিয়া মাঞ্চুরিয়া হস্তান্তর করে?
উওর: ১৮ জুলাই,১৯০২।
চীন তাইওয়ানের সঙ্গে সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয় কবে?
উওর: ২২ মার্চ ২০০০।
চীনে দাস প্রথা অবলুপ্ত হয়েছে কবে?
উওর: ১৯১০ সালের ১০ ই মার্চ।
চীনে দুই হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে কবে?
উওর: ১৯১১ সালের ১০ ই অক্টোবর।
চীন প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী কে?
উওর: ড. সান ইয়াং সেন।
ড. সান ইয়াং সেন কবে চীনের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উওর: ১৯১১ সালের ২৯ ডিসেম্বর।
সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে ম্যাগনেটিক ট্রেন চালু করে?
উওর: চীন (নির্মাতা- জার্মানি )।
জাতিসংঘ কবে চীনের সদস্যপদ বাতিল করে?
উওর: ১৯৫০ সালের, ১ আগষ্ট।
পুনরায় কবে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হন?
উওর: ১৯৭১ সালের ২৫ অক্টোবর।
কবে ব্রিটেন হংকং এর সর্বশেষ নৌ ঘাঁটিটি বন্ধ করে দেয়?
উওর: ১১ এপ্রিল ১৯৯৭।
চীনে কবে লং মার্চের শুরু হয়?
উওর: ১৯৩৪ সালের ১৬ ই সেপ্টেম্বর।
মাও জে দং কবে গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা দান করেন?
উওর: ১৯৪৯ সালের,১ অক্টোবর।
কবে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
উওর: ১৯২১ সালের,৩০ জুন।
চীন কবে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষনা করে?
উওর: ১৯৫৫ সালের ৯, ফেব্রুয়ারি।
দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা?
উওর: চীনের।
দালাইলামা কবে তিব্বত পরিত্যাগ করে ভারতে আশ্রয় গ্রহণ করেন?
উওর: ২৩ ফেব্রুয়ারি, ১৯৫৯ সালে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হজিনতাও কবে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন?
উওর: ১৫ মার্চ,২০০২।
করোনা ভাইরাসের উৎপত্তি স্থল কোথায়?
উত্তর: চীনের উহান শহর।