মায়ানমার
April 26, 2021

মায়ানমারের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ মায়ানমার প্রজাতন্ত্র।
মায়ানমারের নতুন সরকারী নাম কি?
উত্তরঃ দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমার।
মায়ানমারের প্রাচীন নাম কি?
উত্তরঃ ব্রহ্মদেশ।
ব্রহ্মদেশ নামে পরিচিত কোন দেশ?
উত্তরঃ মায়ানমার।
সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ মায়ানমার।
মায়ানমারের রাজধানী কোথায়?
উত্তরঃ নাইপিদো।
মায়ানমারের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ ইয়াঙ্গুন। (সাবেক রাজধানী)
মায়ানমারের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ বর্মী।
মায়ানমারের প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম।
মায়ানমারের সরকার ব্যবস্থা কেমন?
বা
মায়ানমারের সরকার পদ্ধতি কি?
উত্তরঃ গণতান্ত্রিক সরকার।
মায়ানমারের আয়তন কত?
উত্তরঃ ৬৭৬,৫৫২ বর্গ কিলোমিটার।
মায়ানমারের জনসংখ্যা কত?
উত্তরঃ ৬০,০৭৭,৬৮৯ জন। (আদমশুমারি:২০১৫)
বিশ্বে সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান কত তম?
উত্তরঃ ৩১তম।
মায়ানমারের আইন সভার নাম কি?
উত্তরঃ অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন।
মায়ানমারের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ দ্বি কক্ষ বিশিষ্ট।
মায়ানমারের মুদ্রার নাম কি?
উত্তরঃ ক্যত।
মায়ানমারের জাতির জনক কে?
উত্তরঃ জেনারেল অং সান।
মায়ানমারের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ থেইন কিয়াও।
অং সান সুচির পদমর্যাদা কী?
উত্তরঃ স্টেট কাউন্সিলর।
মায়ানমার কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৯৪৮ সালে।
মায়ানমার কার নিকট থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ব্রিটিশদের।
মায়ানমার দেশের সরকারী নাম, পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তন করে কবে?
উত্তরঃ ২২ অক্টোবর ২০১০ সালে।
মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীকে কী বলা হয়?
উত্তরঃ লুষ্টিন।
'নাসাকা' কোন দেশের সীমান্ত বাহিনী?
উত্তরঃ মায়ানমারের।
মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি?
উত্তরঃ বর্ডার গার্ড পুলিশ (বি জি পি)।
'গডস আর্মি' কোন দেশের?
উত্তরঃ মায়ানমারের।
মায়ানমারে চলমান সামরিক শাসন শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৬২ সালে।
মায়ানমারের সামরিক জান্তা কি নামে পরিচিত?
উত্তরঃ ষ্টেট 'ল' এন্ড অর্ডার রেষ্টরেশন কাউন্সিল।
রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা কোন দেশের অধিবাসী?
উত্তরঃ মায়ানমারের।
এশিয়ার ম্যান্ডেলা নামে পরিচিত কে?
উত্তরঃ অং সান সুচি।
অং সান সুচি প্রথম গৃহবন্দি হন কত সালে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
কত সালে অং সান সু চি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১৯৯১ সালে।
অং সান সূচির রাজনৈতিক দল কোনটি?
উত্তরঃ N.L.D.(National League for Democracy.)
অং সান সূচির N. L. D. কে মায়ানমারের জান্তা সরকার বিলুপ্ত ঘোষণা করেন কবে?
উত্তরঃ ১৪ সেপ্টেম্বর ২০১০ সালে।
অং সান সুচিকে সামরিক শাসক মুক্তি দেয় কবে?
উত্তরঃ ১০ জুলাই ১৯৯৫ সালে।
রোহিঙ্গাদের জন্মগত অধিকার অস্বীকার করা হয় কবে?
উত্তরঃ ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে।
আরাকান রাজ্যের নাম পরিবর্ত করে রাখাইন রাখা হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
“গডস আর্মি" কোন দেশের গেরিলা গোষ্ঠী?
উত্তরঃ মায়ানমার।
মায়ানমার থেকে বাংলাদেশে আগত নদীর সংখ্যা কতটি?
উত্তরঃ তিনটি। যথা: নাফ , সাঙ্গু , মাতামুহুরী।
মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
উত্তরঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকা।
রোহিঙ্গা কারা?
উত্তরঃ মায়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগোষ্ঠী।
নাফযুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ ২০০০ সালে।
নাফযুদ্ধ কোন দুটি দেশের মধ্যে হয়?
উত্তরঃ বাংলাদেশ ও মায়ানমারের।