নেপাল
April 26, 2021

নেপালের সংবিধানীর নাম কি?
উত্তর: যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপাল।
নেপালে রাষ্ট্র ব্যবস্থা কেমন?
উত্তর: যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক।
নেপালের রাজধানী কোথায়?
উত্তর: কাঠমুন্ডু।
নেপালের বৃহত্তম শহর কোনটি?
উত্তর: কাঠমুন্ডু।
নেপালের জনগণের জাতীয়তা কি?
উত্তর: নেপালিয়।
নেপালের প্রধান ভাষা কি কি?
উত্তর: মৈথীলি ও নেপালিয়।
নেপালের আয়তন কত?
উত্তর: ১, ৪৭, ১৮১ বর্গ কি.মি।
নেপালের জনসংখ্যা কত?
উত্তর: ২৬, ৪৯৪, ৫০৪ (আদমশুমারি রিপোর্ট ২০১১)।
নেপালের মুদ্রার নাম কি?
উত্তর: নেপালিয়া রূপি।
নেপালের জাতীয় ফুলের নাম কি?
উওর: রডোড্রেনড্রন।
নেপালের জাতীয় পশুর নাম কি?
উওর: গরু।
বিশ্বের নবীনতম গণতান্ত্রিক দেশ কোনটি?
উওর: নেপাল।
নেপালের শাসন ব্যবস্থা কোন পদ্ধতির?
উওর: সাংবিধানিক গণতন্ত্র।
নেপালের ২৪০ বছর রাজতন্ত্রের বিলাপ হয় কবে?
উওর: ২৮ মে, ২০০৮ সাল।
১০ এপ্রিল, ২০০৮ সালে সাধারণ নির্বাচনে নেপালের সংখ্যা গরিষ্ঠতা লাভ করে কোন দল?
উওর: মাওবাদীরা।
নেপালের গণপরিষদের (পার্লামেন্ট) প্রথম অধিবেশনে রাজতন্ত্র বিলাপের পক্ষে ভোট পরে কতটি?
উওর: ৫৬০ জন (বিপক্ষে ৪টি)।
নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ রাজাপ্রাসাদ নারায়ণ হিতি প্রাসাদ ত্যাগ করে কবে?
উওর: ১১ জুন, ২০০৮।
নেপালের রাজতন্ত্রের উচ্ছেদ হয় কত সালে?
উওর: ১৯৯০ সালে।
নেপালে গণতন্ত্রের যাত্রা শুরু হয় কবে?
উওর: ১৯৯০ সালে।
নেপালে প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উওর: ১১ মে, ১৯৯১ সালে।
নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব সহ পরিবারের সদস্যদের হত্যা করা হয় কবে?
উওর: ১ জুন, ২০০১।
নেপালের সর্বশেষ রাজা কে?
উওর: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ।
নেপালের সর্বশেষ যুবরাজ কে?
উওর: পরশ শাহ।
নেপালের রাষ্টীয় নাম কী?
উওর: ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল।
মাওবাদী কোন দেশের গেরিলা সংস্থা?
উওর: নেপালের।
মাওবাদীরা কত সালে নেপালে আন্দোলন শুরু করে?
উওর: ১৯৯৬ সালে।
মাওবাদীরা কীসের দাবিতে আন্দোলন করছে?
উওর: সমাজতন্ত্র কায়েমের জন্য।
নেপালের শতকরা কতভাগ লোক হিন্দু?
উওর: ৯০ জন।
নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
উওর: ১৯৫১ সালে।
নেপালের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উওর: ডাঃ রামবরণ যাদব।
প্রজাতান্ত্রিক নেপালে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উওর: মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচণ্ড।
নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পুষ্প কমল দাহাল পদত্যাগ করেন কবে?
উওর: ৪ মে,২০০৯।
নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উওর: খালেদ প্রসাদ শর্মা।
নেপালের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর: বিদ্যা দেবী ভাণ্ডারী।
নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
উওর: শীতল নিবাস।
প্রজাতান্ত্রিক নেপালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় কবে?
উওর: ২১ জুলাই, ২০০৮ সালে (৬০১ টি আসনের মধ্যে ডাঃ রামবরণ যাদব এর নেপালি কংগ্রেস পান ৩০৮ আসন)।
নেপালের প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উওর: পরমানন্দ ঝা।
নেপাল সরকার কবে দাস শ্রম প্রথা বিলুপ্ত করেন?
উওর: ৮ সেপ্টেম্বর ২০০৮ সালে।
পুষ্প কমল দাহাল প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
উওর: ২২ আগষ্ট ২০০৮ সালে।
নেপালের বর্তমান ও নারী প্রেসিডেন্ট কে?
উওর: বিদ্যা দেবী ভান্ডারী।
কোন দেশ নতুন জাতীয় সংগীত রচনা করে?
উওর: নেপাল।
নেপালের নতুন জাতীয় সংগীতের গীতিকার ও সুরকার কে?
উওর: গীতিকার - বায়াকুল মাইলা।
সুরকার - অম্বর গুরাং।
সম্প্রতি নেপালে এক দশকের গৃহযুদ্ধ অবসাদ ঘটাতে নেপালে অন্তর্বতী সরকার ও মাওবাদী বিদ্রোহীদের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উওর: ২১ নভেম্বর ২০০৬ (এতে স্বাক্ষর করে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ও মাওবাদী নেতা পুষ্প কুমার দাহাল প্রচণ্ড )।
নেপালের মাওবাদী গেরিলা প্রধানের নাম কি?
উওর: পুষ্প কুমার দাহাল প্রচণ্ড।
নেপালের পার্লামেন্টে রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহ দেবের ক্ষমতা সংকুচত করে ঐতিহাসিক বিল সর্বসম্মতিক্রমে পাস হয় কবে?
উওর: ১৮ মে ২০০৬ সালে।
সম্প্রতি নেপালের মন্ত্রীপরিষদ বিশ্ব উষ্ণতা বৃদ্ধিকে সামনে রেখে কবে ও কোথায় বৈঠক করে?
উওর: ৪ ডিসেম্বর ২০০৯ সালে হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ( ৫,২৬২ মিটার বা ১৭, ১৯২ ফুট উচ্চতায় )।
নেপালের পার্লামেন্টের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন কে?
উওর: ওনসারি ঘারতি মাগার।
নেপালের নতুন সংবিধান গৃহীত হয় কবে?
উওর: ১৮ সেপ্টেম্বর ২০১৫।
নেপালের নতুন সংবিধান কার্যকর হয় কবে?
উওর: ২০ সেপ্টেম্বর ২০১৫।
নেপালের সংবিধানে অনুচ্ছেদ ও তফসিল কতটি?
উওর: অনুচ্ছেদ ৩৫ টি ও তফসিল ৯ টি।
নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল কবে?
উত্তর: ১৯৬২ সালে।
নতুন সংবিধান অনুযায়ী নেপাল কোন ধরনের রাষ্ট্র?
উওর: ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
নেপালের অর্থনীতি কিসের উপর নির্ভশীল?
উত্তর: পর্যটন।
নেপালের দর্শনীয় স্থান সমূহ হলো?
উত্তর: মাউন্ট এভারেস্ট, নাগরকট, পোখরা ও কাঠমুন্ডু।