পাকিস্তান
April 26, 2021

উত্তরঃ ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান।
পাকিস্তানের রাজধানী কোথায়?
উত্তরঃ ইসলামাবাদ।
পাকিস্তানের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ করাচি।
পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ উর্দু।
পাকিস্তানের আয়তন কত?
উত্তরঃ ৩,০৭,৩৭৪ বর্গ মাইল বা ৭,৯৬,১০০ বর্গ কিলোমিটার।
পাকিস্তানের জনসংখ্যা কত?
উত্তরঃ ২১২,৭৪২,৬৩১ জন। (২০১৭ আদমশুমারি)
পাকিস্তানের আইন সভার নাম কি?
উত্তরঃ মজলিস-ই-শূরা।
পাকিস্তানের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট।
পাকিস্তানের মুদ্রার নাম কি?
উত্তরঃ পাকিস্তানী রূপী।
পাকিস্তানের জাতির পিতা কে?
উত্তরঃ মুহম্মদ আলী জিন্নাহ।
পাকিস্তান কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৪ আগষ্ট, ১৯৪৭ সালে।
পাকিস্তানের জাতীয় প্রতীক কী?
উত্তরঃ অর্ধচন্দ্র।
পাকিস্তানের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ হকি।
পাকিস্তানের জাতীয় পশু কোনটি?
উত্তরঃ ছাগল।
পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ।
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ ইস্কান্দার আলী মির্জা।
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ লিয়াকত আলী খাঁন।
পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ আরিফ আলভি।
আসীফ আলী জারদারি পাকিস্তানের প্রসিডেন্ট শপথ গ্রহন করে কবে?
উত্তরঃ ৯ সেপ্টেম্বর ২০০৮ সালে।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ ইমরান খান।
পাকিস্তান বিশ্বের কততম বৃহত্তম মুসলিম রাস্ট্র?
উত্তরঃ দ্বিতীয়।
পাকিস্তানের শতকরা কতভাগ লোক মুসলিম?
উত্তরঃ শতকরা ৯৭ ভাগ।
পাকিস্তানের প্রবেশদ্বর বলা হয় কাকে?
উত্তরঃ করাচিকে।
"ডটার অব দ্যা ইষ্ট" বলা হয় কাকে?
উত্তরঃ বেনজির ভুট্টোকে।
মুসলিম বিশ্বের প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ বেনজির ভুট্টো।
জেনারেল পারভেজ মোশারফ কবে নেওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন?
উত্তরঃ ১২ আগস্ট ২০০৮
পারভেজ মোশাররফ কবে সেনা প্রধানের দায়িত্ব ছেড়ে দেন?
উত্তরঃ ২৮ নভেম্বর, ২০০৭ সালে।
পাকিস্তানের বর্তমান সেনা প্রধান কে?
উত্তরঃ জেনারেল আশফাক পারভেজ ।
ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭৩ সালে।
জুলফিকর আলী ভূট্টোকে ফাঁসি দেয়া হয় কবে?
উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৭৯ সালে ।
বৌদ্ধ সভ্যতার বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?
উত্তরঃ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক কবে মারা যান?
উত্তরঃ ১৯৮৮সালে বিমান দুর্ঘটনায় ।
সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত?
উত্তরঃ পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পাতে (১৯২২ সালে) ।
পাকিস্তান কবে কমনওয়েলথ ত্যাগ করে?
উত্তরঃ ২১ এপ্রিল, ১৯৭২ সালে।
পাকিস্তান কবে কমনওয়েলথে ফিরে আসে?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর, ১৯৮৯ সালে।
পাকিস্তানে সামরিক আইন জারি হওয়ার কারণে কবে কমনওয়েলথের সদস্যপদ স্থগিত রাখা হয়?
উত্তরঃ ১৯৯৯ সালে।
কবে ইন্দিরা-ভুট্রো কাশ্মীর চুক্তি স্বাক্ষর করে?
উত্তরঃ ৩ জুলাই, ১৯৭২ সালে (সিমলা চুক্তি) ।
পাকিস্তান কত সালে পারমাণবিক বিক্ষােরণ ঘটায়?
উত্তরঃ ২৮ মে ও ৩০ মে ১৯৯৮ সালে (প্রথম)।
পাকিস্তান কোথায় পারমাণবিক বিক্ষোরণ ঘটায়?
উত্তরঃ বেলুচিস্তানের চাগাইতে ।
পাকিস্তানের গোলযোগপূর্ণ এলাকায় নাম কী?
উত্তরঃ সোয়াত উপত্যকা।
পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পিকার কে?
উত্তরঃ ফাহমিদা মির্জা ।
পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার আহেমদ চৌধুরী পুনরায় দায়িত্ব গ্রহণ করেন কবে?
উত্তরঃ ২২ মার্চ ২০০৯ ।
পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
উত্তরঃ আইওয়ান-ই-সদর।
পাকিস্তানের ইতিহাসে প্রথম কোন প্রেসিডেন্ট তার ৫ বছরের মেয়াদ পূর্ণ করেন?
উত্তরঃ আসিফ আলী জারদারি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো কবে আততায়ীর হাতে বোমা হামলায় নিহত হন?
উত্তরঃ ২৭ ডিসেম্বর, ২০০৭ সালে রাওয়ালপিন্ডির লিয়াকত আলী পার্কে।
তিন মাস পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক অবরুদ্ধ থাকার পর বিতর্কিত লাল মসজিদ পুনরায় খুলে দেয়া হয় কবে?
উত্তরঃ ৩ অক্টোবর, ২০০৭ সালে।
পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে নারী অধিকার আইন ২০০৬ (হুদদ আইন সংশোধন করে) পাস হয় কবে?
উত্তরঃ ২৪ নভেম্বর ২০০৬ সালে।
সস্প্রতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে 'সোর্ড অব অনার ' লাভকারী প্রথম মহিলা ক্যাডেট কে?
উত্তরঃ সায়রা আমিন।
পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ হিনা রাব্বানী খাঁন।
তৃতীয় বারের মতো পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) এর প্রধান নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
উত্তরঃ ৭ জুন, ২০১৩।
মেমোগেট কেলেঙ্কারির সাথে জড়িত কোন দেশ?
উত্তরঃ পাকিস্তান ।
মেমোগেট কেলেঙ্কারির নায়ক কে?
উত্তরঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ।
পাকিস্তানের সর্বোচ্চ সাহসিকতা পুরস্কারের নাম কি?
উত্তরঃ সিতারা-ই-সুজ্জাত (সাহসিকতার নক্ষত্র) ।