ব্রুনাই
April 26, 2021
ব্রুনাইয়ের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ নেগারা ব্রুনাই দারুসসালাম।
ব্রুনাইয়ের রাজধানী কোথায়?
উত্তরঃ বন্দর সেরি বেগাওয়ান।
ব্রুনাইয়ের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ বন্দর সেরি বেগাওয়ান।
ব্রুনাইয়ের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ মালয়।
ব্রুনাইয়ের আইনসভার নাম কি?
উত্তরঃ সূরাহ পরিষদ।
ব্রুনাইয়ের প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ ইসলাম।
ব্রুনাইয়ের জনসংখ্যা কত?
উত্তরঃ ৪১৭,২০০ জন (প্রায়)। (আদমশুমারি:২০১৫)
ব্রুনাইয়ের আয়তন কত?
উত্তরঃ ৫,৭৬৫ বর্গ কি.মি।
ব্রুনাইয়ের মুদ্রার নাম কি?
উত্তরঃ ব্রুনাই ডলার।
ব্রুনাইয়ের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ সুলতান শাসিত রাজতন্ত্র।
ব্রুনাই কত সাল পযর্ন্ত ব্রিটেনের শাসনাধীনে ছিল?
উওর: ১৯৮৩ সালের,৩১ ডিসেম্বর।
ব্রুনাই ব্রিটেনের আশ্রিত রাষ্ট্রে পরিণত হয় কবে?
উওর: ১৯৮৮ সালে।
ব্রুনাই পূর্ণ স্বাধীনতা লাভ করে কবে?
উওর: ১ লা জানুয়ারী, ১৯৮৪ সালে।
ব্রুনাই জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
উওর: ২১ সেপ্টেম্বর, ১৯৮৮ সালে।
বিশ্বের কোন দেশে কোনো আইন সভা নেই?
উওর: ব্রুনাই।
দক্ষিণ-পূর্ব এশিয়ার করপ্রদান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ব্রুনাই
ব্রুনাইয়ের সরকার প্রধান কে?
উওর: সুলতান।
এশিয়ার একমাত্র সুলতান শাসিত দেশ কোনটি?
উত্তর: ব্রুনাই।